ঢাকা, সোমবার, ৪ আগস্ট ২০২৫, ১৯ শ্রাবণ ১৪৩২
প্রাথমিক শিক্ষার মান না বাড়ায় উদ্বেগ প্রকাশ উপদেষ্টার

ডুয়া ডেস্ক: প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, প্রাথমিক শিক্ষার জন্য ভৌত অবকাঠামো উন্নয়ন যথেষ্ট দৃশ্যমান। তবে শিক্ষার মান উন্নত হচ্ছে না। এই পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন।
শনিবার (২২ মার্চ) ময়মনসিংহের টাউন হলস্থ তারেক স্মৃতি অডিটরিয়ামে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে ময়মনসিংহ জেলার বিভিন্ন স্টেকহোল্ডারদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার আরো বলেন, স্বাধীনতার পর প্রাথমিক স্কুল ছাড়া অন্য কোথাও শিক্ষা গ্রহণের সুযোগ ছিল না। তবে বর্তমানে কিন্ডারগার্টেন এবং মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে। মানুষ স্বাধীনভাবে তাদের সন্তানদের কিন্ডারগার্টেন ও মাদ্রাসায় পাঠাচ্ছে। প্রাথমিক শিক্ষা বিনামূল্যে দেওয়া হচ্ছে, পাঠ্যপুস্তক বিনামূল্যে দেওয়া হচ্ছে, উপবৃত্তি দেওয়া হচ্ছে, তারপরও অভিভাবকরা কেন তাদের শিশুদের অন্য প্রতিষ্ঠানে পাঠাচ্ছেন?
তিনি বলেন, আমাদের প্রাথমিক শিক্ষার অবকাঠামো ভালো, শিক্ষকরা মানসম্পন্ন এবং প্রশিক্ষিত, বেতন কাঠামো মোটামুটি ভালো, চাকরির নিশ্চয়তাও রয়েছে। অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে এই সুবিধাগুলো তুলনামূলকভাবে কম। তবুও কেন অভিভাবকরা তাদের সন্তানদের অন্য স্কুলে পাঠাচ্ছেন? প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে সমস্যা কোথায়? কিভাবে এটি উন্নত করা সম্ভব সেই বিষয়ে সুনির্দিষ্ট মতামত প্রয়োজন।
উপদেষ্টা আরো বলেন, মানসম্মত শিক্ষা সামাজিক বৈষম্য দূরীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আমাদের লক্ষ্য হলো শিশুদের দক্ষ করে তোলা। শিক্ষকরা শিশুদের মুখস্থ না করিয়ে তাদের মাতৃভাষায় পড়তে, লিখতে, বলতে ও গণিত করতে উৎসাহিত করবেন। যদি শিশুরা এসব পারে তবে বুঝতে হবে যে শিক্ষক সর্বোচ্চ প্রচেষ্টা দিয়েছেন। এরপর তারা নিজেই উচ্চ মানের শিক্ষার দিকে অগ্রসর হতে পারবে।
‘‘প্রধান শিক্ষক তার স্কুলের শিক্ষার মানোন্নয়নে নির্দিষ্ট লক্ষ্য ঠিক করবেন। শিশুদের লক্ষ্য হবে তারা যেন মাতৃভাষায় লিখতে, পড়তে ও বলতে পারে। গণিত শিখতে পারে এবং কিছুটা ইংরেজি জানে। আমরা সহায়তা করব। মাতৃভাষায় দক্ষ হলে শিশু সহজেই ইংরেজি এবং অন্যান্য ভাষা শিখতে পারবে। শিক্ষকের মূল দায়িত্ব হলো পড়াশোনার মান বৃদ্ধি করা। যদি সবাই নিজের অবস্থান থেকে উদ্যোগী হন। তবে প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন সম্ভব হবে’’ বলেন অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার।
অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার মো. মোখতার আহমেদের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মোহাম্মদ শামসুজ্জামান, জাতীয় প্রাথমিক শিক্ষা অ্যাকাডেমির মহাপরিচালক ফরিদ আহমদ, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (পলিসি ও অপারেশন) মোহাম্মদ কামরুল হাসান, জেলা প্রশাসক মফিদুল আলম, ময়মনসিংহ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. ওবায়দুল্লাহ ও ময়মনসিংহ বিভাগের উপ-পরিচালক মো. জালাল উদ্দিন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শেয়ারবাজারে আসছে রাষ্ট্র ও বহুজাতিক ১৫ কোম্পানি
- ভারতে ঢাবির দুই ছাত্রীর ছবি নিয়ে তোলপাড়, ক্ষোভ
- ১১'শ শিক্ষার্থীকে বৃত্তি দিবে ঘুড্ডি ফাউন্ডেশন
- দ্বিতীয় প্রান্তিকের ইপিএস প্রকাশ করেছে ১৪ কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স
- ডিএনসিসির শিক্ষাবৃত্তি পাবে ২ হাজার শিক্ষার্থী
- স্কয়ার ফার্মার বাজার মূলধনে নতুন মাইলফলক
- শেয়ারবাজারে বড়দের দাপট, ছোটদের পিছুটান
- ডিভিডেন্ড পেল দুই কোম্পানির বিনিয়োগকারীরা
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ৪ প্রতিষ্ঠান
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ৭ প্রতিষ্ঠান
- বিকালে আসছে ১০ কোম্পানির ইপিএস
- বিকালে আসছে ২১ কোম্পানির ইপিএস
- দ্বিতীয় প্রান্তিকের ইপিএস প্রকাশ করেছে ১২ কোম্পানি
- শিবলী রুবাইয়াত ও শেখ শামসুদ্দিন শেয়ারবাজারে অবাঞ্ছিত ঘোষণা