ঢাকা, সোমবার, ৩ নভেম্বর ২০২৫, ১৮ কার্তিক ১৪৩২
আটকে গেছে বিশ্বের বৃহত্তম হিমশৈল, বিপদে পড়তে পারে নৌযান
ডুয়া ডেস্ক: বিশ্বের সবচেয়ে বড় আইসবার্গ (হিমশৈল) ‘এ২৩এ’ যুক্তরাজ্যের সাউথ জর্জিয়া দ্বীপের অগভীর পানিতে আটকে গেছে। এতে আশঙ্কা করা হচ্ছে হিমশৈলটি দ্বীপের সঙ্গে সংঘর্ষ ঘটাতে পারে এবং এর ফলে ওই অঞ্চলের পেঙ্গুইন, সিলসহ অনেক সামুদ্রিক প্রাণী বিপদে পড়তে পারে।
‘এ২৩এ’ হিমশৈলটি আকারে গ্রেটার লন্ডনের দ্বিগুণ এবং বর্তমানে সাউথ জর্জিয়ার দক্ষিণ-পশ্চিম উপকূলে আটকা পড়েছে। এটি অগভীর পানিতে আটকে থেকে একসময় ভেঙে পড়তে পারে এবং বিশাল বরফখণ্ডগুলো স্থানীয় স্রোতের সঙ্গে চলতে শুরু করতে পারে, যা নৌযানগুলোর জন্যও বিপদজনক হতে পারে। স্থানীয় মৎস্যজীবীরা উদ্বিগ্ন যে, বরফের টুকরোগুলি মাছ শিকারের পথে বাধা সৃষ্টি করতে পারে এবং এটি ম্যাকরনি পেঙ্গুইনদের খাবারের উৎসেও প্রভাব ফেলতে পারে।
অ্যান্টার্কটিকার বিজ্ঞানীরা জানিয়েছেন, এই হিমশৈলটির বরফে বিপুল পরিমাণ পুষ্টি উপাদান আটকে রয়েছে। এটি গলতে শুরু করলে মহাসাগরে প্রাণের বিস্ফোরণ ঘটাতে পারে, যা জীববৈচিত্র্যের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। ব্রিটিশ অ্যান্টার্কটিক সার্ভের অধ্যাপক নাদিন জনস্টন বলেন, এটি “শূন্য মরুভূমির মধ্যে পুষ্টি বোমা ফেলার মতো” হতে পারে।
১৯৮৬ সালে অ্যান্টার্কটিকার ফিলচনার আইসশেলফ থেকে বিচ্ছিন্ন হয়ে এই হিমশৈলটি সমুদ্রের তলদেশে আটকে পড়ে। পরে এটি একাধিক সামুদ্রিক ঘূর্ণিতে আটকা পড়ে। গত বছরের ডিসেম্বর মাসে এটি ঘূর্ণি থেকে মুক্ত হয়ে দ্রুতগতিতে চলতে শুরু করে। এখন স্যাটেলাইটের মাধ্যমে এর যাত্রাপথ পর্যবেক্ষণ করা হচ্ছে।
এর উচ্চতা ১,৩১২ ফুট (৪০০ মিটার) পর্যন্ত হতে পারে, যা যুক্তরাজ্যের সবচেয়ে উঁচু ভবন, ‘দ্য শার্ড’-এর থেকেও বেশি। হিমশৈলটি একসময় ৩,৯০০ বর্গকিলোমিটার ছিল তবে বর্তমানে এর আকার কমে ৩,২৩৪ বর্গকিলোমিটারে দাঁড়িয়েছে। সম্প্রতি স্যাটেলাইটে ধারণ করা ছবিগুলোতে দেখা গেছে হিমশৈলটি ধীরে ধীরে ক্ষয় হচ্ছে এবং এর কিনারা থেকে বরফখণ্ড ভেঙে পানিতে পড়তে শুরু করেছে। একসময় এটি পুরোপুরি ভেঙে বড় বড় বরফখণ্ডে পরিণত হতে পারে যা সাউথ জর্জিয়ার চারপাশে ঘুরে বেড়াতে পারে।
এমন ঘটনা নতুন নয়। ২০০৪ সালে ‘এ৩৮’ নামের একটি হিমশৈলও সাউথ জর্জিয়ার মহীসোপানকে আঘাত করেছিল,। এর ফলে ওই অঞ্চলের অনেক পেঙ্গুইন ও সিলের ছানা মারা গিয়েছিল। সামুদ্রিক পরিবেশে উষ্ণতার বাড়তিতে অ্যান্টার্কটিকার অবস্থা আরও অস্থিতিশীল হয়ে উঠছে এবং ভবিষ্যতে আরও হিমশৈল ভেঙে পড়ার সম্ভাবনা রয়েছে।
তথ্য: বিবিসি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ফাইনাল: কবে, কখন-যেভাবে দেখবেন লাইভ
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি মোবাইলে সরাসরি(LIVE) দেখুন
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি ফ্রিতে সরাসরি(LIVE) দেখুন
- আজ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-টোয়েন্টি: যেভাবে দেখবেন লাইভ (LIVE)
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ৯৫ কোম্পানি, দেখুন এক নজরে
- ডিএসই’র দুই ব্রোকারেজের ট্রেডিং লাইসেন্স বাতিল
- বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-২০: কবে, কখন, কোথায়-যেভাবে দেখবেন খেলাটি
- ইপিএস প্রকাশ করেছে ৬৮ কোম্পানি, দেখুন এক নজরে
- আজ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ: কখন, কোথায়-যেভাবে দেখবেন সরাসরি(LIVE)
- মার্জিন রুল থেকে মিউচুয়াল ফান্ড—সবখানেই আসছে বড় পরিবর্তন
- দক্ষিণ আফ্রিকা বনাম পাকিস্তান, খেলাটি সরাসরি(LIVE) দেখুন
- ডিভিডেন্ড ঘোষণা করেছে অগ্নী সিস্টেমস
- ডিভিডেন্ড ঘোষণা করেছে তালিকাভুক্ত২৪ কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সিমটেক্স ইন্ডাষ্ট্রিজ
- বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ৩য় টি-টোয়েন্টি: খেলাটি সরাসরি(LIVE) দেখবেন যেভাবে