ঢাকা, বুধবার, ৬ আগস্ট ২০২৫, ২১ শ্রাবণ ১৪৩২
পাকিস্তান-আফগানিস্তান নিরাপত্তা বাহিনীর মধ্যে ব্যাপক সংঘর্ষ; নিহত ১

ডুয়া ডেস্ক : সীমান্তে সংঘর্ষে জড়িয়েছে দুই প্রতিবেশি দেশ পাকিস্তান ও আফগানিস্তানের নিরাপত্তা বাহিনীরা। সম্প্রতি বন্ধ হয়ে যাওয়া প্রতিবেশী দুই দেশের প্রধান সীমান্ত ক্রসিং এলাকায় এই সংঘর্ষ হয়েছে। এতে আফগান এক সৈন্য নিহত ও আরও কয়েকজন আহত হয়েছেন বলে সোমবার (০৩ মার্চ) দেশটির সরকারি কর্মকর্তারা জানিয়েছেন।
পবিত্র রমজান মাসের প্রথম কার্যদিবসে এই সংঘর্ষের সূত্রপাত হয়েছে বলে রয়টার্সের প্রতিবেদনে জানা গেছে। সাধারণত রমজান উপলক্ষে পাকিস্তান থেকে আফগানিস্তানের খাদ্য আমদানি ব্যাপক বেড়ে যায়। আফগানিস্তান বর্তমানে মানবিক ও খাদ্য সংকটের মুখোমুখি হয়েছে। দুই দেশের মাঝে প্রধান সীমান্ত ক্রসিং এলাকার তোরখাম সীমান্ত পয়েন্টে গত ১০ দিন ধরে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। ফলে নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রীবাহী হাজার হাজার ট্রাক আটকা রয়েছে ওই সীমান্তে।
সোমবার (০৩ মার্চ) তালেবান-নিয়ন্ত্রিত আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, 'পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে রাতভর গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে তালেবানের একজন যোদ্ধা নিহত ও দু’জন আহত হয়েছেন। নাম প্রকাশ না করার শর্তে পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর দুই কর্মকর্তা বলেছেন, সংঘর্ষে পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর সদস্যরাও আহত হয়েছেন।'
তবে সীমান্তের এই সংঘর্ষের বিষয়ে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় কোনও মন্তব্য করেনি।
২০২১ সালে আফগানিস্তানে তালেবান ক্ষমতায় আসার পর থেকে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে উত্তেজনা বেড়ে গেছে। ইসলামাবাদ দাবি করেছে আফগানিস্তানের ভূখণ্ড ব্যবহার করে পাকিস্তানে জঙ্গিরা হামলা চালাচ্ছে, তবে তালেবান সরকার এই অভিযোগ অস্বীকার করেছে।
গত ডিসেম্বরে পাকিস্তানের সামরিক বাহিনী আফগানিস্তানের ভূখণ্ডে জঙ্গি আস্তানার বিরুদ্ধে বিমান হামলা চালায়। এ হামলা আফগানিস্তানে বহু মানুষের প্রাণহানি ঘটে। আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আবদুল মতিন কানিয়ে জানিয়েছেন, চলতি সপ্তাহে যে সংঘর্ষের ঘটনা ঘটেছে, তা সমাধান হয়েছে। তবে সীমান্ত ক্রসিং পুনরায় চালু হবে কিনা, সে বিষয়ে তিনি কোনও মন্তব্য করেননি। গত ২১ ফেব্রুয়ারি থেকে ওই সীমান্ত বন্ধ রয়েছে।
উভয় দেশের চেম্বার অব কমার্সের কর্মকর্তারা জানিয়েছেন, সীমান্ত অঞ্চলে চেকপোস্ট নির্মাণের বিষয়ে বিরোধের কারণে ক্রসিংটি বন্ধ রাখা হয়েছে। এর ফলে ৫,০০০ মালবাহী ট্রাক আটকে পড়েছে। ব্যবসায়ীরা ক্রমবর্ধমান লোকসানের আশঙ্কা করছেন।
পাকিস্তান-আফগানিস্তান জয়েন্ট চেম্বার অব কমার্সের পরিচালক জিয়াউল হক সারহাদি বলেছেন, এটি অত্যন্ত গুরুতর সমস্যা এবং দু’দেশের বাণিজ্য ভয়াবহ প্রভাব ফেলছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ভারতে ঢাবির দুই ছাত্রীর ছবি নিয়ে তোলপাড়, ক্ষোভ
- শেয়ারবাজারে আসছে রাষ্ট্র ও বহুজাতিক ১৫ কোম্পানি
- ১১'শ শিক্ষার্থীকে বৃত্তি দিবে ঘুড্ডি ফাউন্ডেশন
- স্কয়ার ফার্মার বাজার মূলধনে নতুন মাইলফলক
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ৭ প্রতিষ্ঠান
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ৪ প্রতিষ্ঠান
- ডিভিডেন্ড পেল দুই কোম্পানির বিনিয়োগকারীরা
- বিকালে আসছে ১০ কোম্পানির ইপিএস
- ক্যাশ ডিভিডেন্ড পেল দুই কোম্পানির বিনিয়োগকারীরা
- বিকালে আসছে ২১ কোম্পানির ইপিএস
- নতুন সিনেট সদস্য হলেন ঢাবির ৫ অধ্যাপক
- সর্বোচ্চ উচ্চতায় ১৭ কোম্পানির শেয়ার
- শিবলী রুবাইয়াত ও শেখ শামসুদ্দিন শেয়ারবাজারে অবাঞ্ছিত ঘোষণা
- গেস্ট হাউজ থেকে সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহ উদ্ধার
- চলতি সপ্তাহে ঘোষণা আসছে ১২ প্রতিষ্ঠানের ডিভিডেন্ড-ইপিএস