ঢাকা, সোমবার, ৩ নভেম্বর ২০২৫, ১৯ কার্তিক ১৪৩২
২০২৪ সালে ইউরোপে আশ্রয় আবেদনে বাংলাদেশিদের রেকর্ড
ডুয়া ডেস্ক : ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দেশগুলোতে গত বছর বাংলাদেশি নাগরিকদের আশ্রয় আবেদনের সংখ্যা রেকর্ড সৃষ্টি করেছে। তবে ৯৬ শতাংশেরও বেশি আবেদন প্রত্যাখ্যাত হয়েছে।
আজ সোমবার (৩ মার্চ) ইউরোপীয় আশ্রয় সংস্থা ইউরোপীয় ইউনিয়ন এজেন্সি ফর অ্যাসাইলার (ইইউএএ) প্রকাশিত পরিসংখ্যান থেকে এই তথ্য জানা গেছে।
পরিসংখ্যান অনুযায়ী, ২০২৪ সালে ইইউ প্লাস দেশগুলোতে প্রায় ৪৩,২৩৬ বাংলাদেশি নাগরিক আশ্রয়ের জন্য আবেদন করেছেন। এটা ওই অঞ্চলে একক কোনও দেশ থেকে সবচেয়ে বেশি সংখ্যক নাগরিকের আশ্রয় চাওয়া দেশগুলোর মধ্যে ষষ্ঠতম।
ইইউএএ জানিয়েছে, ২০২৪ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ইউরোপের বিভিন্ন দেশে ২৩,০০৩ বাংলাদেশি আশ্রয়ের আবেদন করেছেন। এরপর জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত আরও ২০,২৩৩ বাংলাদেশি আবেদন জমা দিয়েছেন। ২০২৩ সালে বাংলাদেশ থেকে প্রায় ৪০,৩৩২ জন ইউরোপে আশ্রয়ের আবেদন করেছিলেন। ২০২৪ সালে আশ্রয় আবেদনের সংখ্যা ২০২৩ সালের তুলনায় প্রায় ৭.২ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
ইইউএএর পরিসংখ্যান অনুযায়ী, ২০২৪ সালে ইউরোপে সর্বাধিক বাংলাদেশি আশ্রয় আবেদন জমা পড়েছে ইতালিতে। ইইউ প্লাস অঞ্চলে বাংলাদেশের মোট আশ্রয় আবেদনের ৭৭ শতাংশই ইতালিতে জমা পড়েছে।
২০২৪ সালে ইতালিতে আশ্রয় আবেদন করেছেন ৩৩ হাজার ৪৫৫ বাংলাদেশি। যদিও ২০২৩ সালে বাংলাদেশিদের আশ্রয় আবেদনের এই সংখ্যা ছিল ২৩ হাজার ৪৪৮। একই বছরে ইতালির পর বাংলাদেশিদের দ্বিতীয় ও তৃতীয় সর্বোচ্চ আশ্রয় আবেদন জমা পড়েছে ফ্রান্স ও আয়ারল্যান্ডে।
গত বছর ইউ প্লাস দেশগুলোতে বাংলাদেশিদের মোট আশ্রয় আবেদনের প্রায় ১৫ শতাংশ করা হয়েছিল ফ্রান্সে। সেখানে মোট ৬,৪২৯ জন বাংলাদেশি আশ্রয়ের আবেদন করেছিলেন। এছাড়া আয়ারল্যান্ডে এক হাজার ৬ জন বাংলাদেশি আশ্রয় আবেদন জমা দেন।
ইইউএএর পরিসংখ্যান অনুযায়ী, ২০২৪ সালে ইউরোপের দেশগুলোতে বাংলাদেশিদের করা আশ্রয় আবেদনের প্রায় ৪৭,৭৭৮টি নিষ্পত্তির অপেক্ষায় ছিল। একই বছর প্রায় এক হাজার ৯৮৯ জন বাংলাদেশি তাদের আশ্রয় আবেদন প্রত্যাহার করে নেন। ২০২৪ সালে বাংলাদেশিদের আশ্রয় আবেদনের স্বীকৃতির হার ছিল প্রায় ৩.৯ শতাংশ।
ইউরোপে আশ্রয় আবেদনে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবার ওপরে রয়েছে আফগানিস্তান। গত বছর ৮৭,৩৮২ আফগান নাগরিক ইউ প্লাস দেশগুলোতে আশ্রয়ের আবেদন করেছেন। বাংলাদেশের পর তৃতীয় অবস্থানে ছিল পাকিস্তান, যেখানে ২০২৪ সালে ২৩,২৪০ পাকিস্তানি নাগরিক ইউরোপে আশ্রয়ের আবেদন করেছিলেন।
ইইউএএর তথ্য মতে, ২০২৪ সালে প্রাপ্ত সকল আবেদনের প্রায় ৪৮ শতাংশ নাগরিকত্বের জন্য করা হয়েছিল, কিন্তু তাদের মধ্যে স্বীকৃতির হার ছিল ২০ শতাংশেরও কম। এই গোষ্ঠীর মধ্যে বাংলাদেশি, মরোক্কান এবং তিউনিসিয়ান নাগরিকরা অন্তর্ভুক্ত ছিলেন।
সূত্র: ইইউএএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ফাইনাল: কবে, কখন-যেভাবে দেখবেন লাইভ
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি মোবাইলে সরাসরি(LIVE) দেখুন
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি ফ্রিতে সরাসরি(LIVE) দেখুন
- আজ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-টোয়েন্টি: যেভাবে দেখবেন লাইভ (LIVE)
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ৯৫ কোম্পানি, দেখুন এক নজরে
- ডিএসই’র দুই ব্রোকারেজের ট্রেডিং লাইসেন্স বাতিল
- বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-২০: কবে, কখন, কোথায়-যেভাবে দেখবেন খেলাটি
- ইপিএস প্রকাশ করেছে ৬৮ কোম্পানি, দেখুন এক নজরে
- মার্জিন রুল থেকে মিউচুয়াল ফান্ড—সবখানেই আসছে বড় পরিবর্তন
- দক্ষিণ আফ্রিকা বনাম পাকিস্তান, খেলাটি সরাসরি(LIVE) দেখুন
- ডিভিডেন্ড ঘোষণা করেছে অগ্নী সিস্টেমস
- ডিভিডেন্ড ঘোষণা করেছে তালিকাভুক্ত২৪ কোম্পানি
- বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ৩য় টি-টোয়েন্টি: খেলাটি সরাসরি(LIVE) দেখবেন যেভাবে
- পাকিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা: খেলাটি সরাসরি(LIVE) দেখবেন যেভাবে
- এবারও বিনিয়োগকারীদের হতাশ করল মিরাকেল ইন্ডাস্ট্রিজ