ঢাকা, শনিবার, ১৬ আগস্ট ২০২৫, ১ ভাদ্র ১৪৩২
রাজধানী থেকে ১৫ ছিনতাইকারী গ্রেপ্তার

ডুয়া নিউজ : সম্প্রতি রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে চুরি, ছিনতাই, ডাকাতিসহ সন্ত্রাসী কার্যক্রম বেড়েছে। এসব ব্যাপারে জনগণ আওয়াজ তুললে ছিনতাইকারী ধরতে কঠোর হয়েছে সরকার। এরই অংশ হিসেবে ঢাকার গুলশান, বিমানবন্দর ও গাজীপুর মেট্রোর সদর থানাধীন এলাকা থেকে পৃথক অভিযানে ছিনতাইয়ের অভিযোগে চক্রের ১৫ জনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
সুনির্দিষ্ট অভিযোগ ও গোয়েন্দা কার্যক্রমের ভিত্তিতে র্যাব-১ এর একাধিক দল গতকাল বিকেল থেকে আজ বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকাল পর্যন্ত অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার করে।
র্যাব-১ এর সিনিয়র সহকারী পরিচালক (অপস্ এবং মিডিয়া অফিসার) সিনিয়র সহকারী পুলিশ সুপার সালমান নূর আলম জানান, “গোয়েন্দা অনুসন্ধানে রাজধানীর বিমানবন্দর, বনানী, রূপগঞ্জ, আব্দুল্লাহপুর, টঙ্গী এবং গাজীপুর থানাধীন এলাকায় ছিনতাইকারী, অজ্ঞান পার্টি ও কিশোর গ্যাং চক্রের তৎপরতা বেড়েছে বলে তথ্য পাওয়া যায়।”
ছিনতাইকারী চক্রের সদস্যরা প্রাইভেটকার, মোটরসাইকেল, গাড়ি, টাকা-পয়সা, মোবাইল, স্বর্ণালংকারসহ বিভিন্ন সামগ্রী ছিনতাই করে জনসাধারণের মধ্যে আতঙ্ক সৃষ্টি করছে।
এ পরিস্থিতিতে ছিনতাইকারী চক্রের সদস্যদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য র্যাব-১ তাদের গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে এবং রাজধানীর বিভিন্ন এলাকায় ছিনতাইয়ে জড়িত সংঘবদ্ধ চক্রকে চিহ্নিত করতে সক্ষম হয়।
র্যাব-১ এর একাধিক দল ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গুলশান থানার মাদানী এভিনিউ, গাজীপুর সদর থানার চতরবাজার এলাকা এবং বিমানবন্দর থানার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পূর্ব পাশে ফুটওভার ব্রিজ সংলগ্ন পাকা রাস্তায় পৃথক পৃথক বিশেষ অভিযান চালিয়ে ছিনতাইকারী চক্রের সক্রিয় ১৫ সদস্যকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন— মো. ইমন (২০), রতন (২০), ইয়াসিন (২০), সোহেল রানা (২২), জাহিদ হাসান (২৮), মো. সাকিব (২৪), মো. ইমান (ইমাম হোসেন) (২৬), মো. মারুফ (১৯), মো. পলাশ (২২), মো. শুভ (২২), মো. বাছির (২৪), মো. সাগর (২২), মো. আনোয়ার (৩৫), মো. আরিফ (২২), মো. শাহিন (৩৪)।
এ সময় তাদের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত ১টি সুইচ গিয়ার চাকু, ৬টি ফোল্ডিং চাকু, ১টি ক্ষুর উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- হলে ঢাবি ছাত্রীর হঠাৎ অসুস্থতা, হাসপাতালে মৃত্যু
- ডিভিডেন্ড দিতে পারছে না বস্ত্র খাতের ১৩ কোম্পানি
- মার্জিন ঋণে মিউচুয়াল ফান্ড ও বন্ডে বিনিয়োগ করা যাবে না
- ‘পদত্যাগ করতে পারেন ড. ইউনূস’
- শেয়ারবাজারের ৬ ব্যাংকের রেকর্ড মুনাফা, ৫ ব্যাংকের লোকসান
- ১২ আগস্ট : শেয়ারবাজারের সেরা ৯ খবর
- মার্জিন ঋণ নিয়ে গুজব: ফের অস্থির শেয়ারবাজার
- ডিএসইর সতর্কবার্তার জালে দুর্বল দুই কোম্পানির শেয়ার
- দুই কোম্পানির অস্বাভাবিক শেয়ারদর: ডিএসইর সতর্কবার্তা জারি
- অস্বাভাবিক শেয়ার দাম: ডিএসইর সতর্কবার্তা জারি
- সামিটের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কিনছে আরব আমিরাতের কোম্পানি
- বেক্সিমকো-বেক্সিমকো ফার্মাসহ চার ব্যক্তি-এক প্রতিষ্ঠানকে জরিমানা-সতর্ক
- বেসরকারি হাসপাতাল মালিকদের নতুন কমিটির অভিষেক শনিবার
- ঢাবির হলে 'গাঁ’জার আসর', চার শিক্ষার্থীকে আটক
- বিসিএসে স্বতন্ত্র বিভাগে অন্য বিভাগ অন্তর্ভুক্তির প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ