ঢাকা, শনিবার, ১৬ আগস্ট ২০২৫, ১ ভাদ্র ১৪৩২

আসিয়ানের ছায়ায় রোহিঙ্গা সমাধান চায় বাংলাদেশ

ডুয়া নিউজ- জাতীয়
২০২৫ আগস্ট ১৬ ১৮:৩৫:০৩
আসিয়ানের ছায়ায় রোহিঙ্গা সমাধান চায় বাংলাদেশ

বাংলাদেশ রোহিঙ্গা শরণার্থী সংকটে আঞ্চলিক সমাধানের জন্য আসিয়ানের নেতৃত্বে একটি কার্যকর উদ্যোগ গড়ে তুলতে চায় বাংলাদেশ। এই লক্ষ্যেই মালয়েশিয়ার ভূমিকাকে বিশেষভাবে গুরুত্ব দিচ্ছে ঢাকা, কারণ আসিয়ানভুক্ত এই দেশটি শুধু রোহিঙ্গা সংকটে অভিজ্ঞই নয়, বর্তমানে আসিয়ানের সভাপতির দায়িত্বও পালন করছে।

সম্প্রতি মালয়েশিয়া সফর শেষে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এ বিষয়ে আশাবাদ প্রকাশ করেছেন। তিনি বলেন, মালয়েশিয়া চাইলে আলোচনার কেন্দ্রবিন্দুতে থেকে এই সংকট সমাধানে আসিয়ানের ভিতর ও বাইরের অংশীদারদের একত্রিত করতে পারে।

মিয়ানমারের রাখাইন রাজ্যে আরাকান আর্মি ও সরকারি বাহিনীর চলমান সংঘর্ষের কারণে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আবারও রোহিঙ্গাদের ঢল শুরু হয়েছে। গত ১৮ মাসে নতুন করে প্রায় ১ লাখ ৫০ হাজার রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে। ফলে আগে থেকেই আশ্রয় নেওয়া প্রায় ১২ লাখ শরণার্থীর সঙ্গে মিলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে।

এই অবস্থায় বাংলাদেশের জন্য সবচেয়ে বড় উদ্বেগ হয়ে দাঁড়িয়েছে আন্তর্জাতিক সহায়তার ঘাটতি। যুক্তরাষ্ট্র ইতিমধ্যে রোহিঙ্গাদের রক্ষণাবেক্ষণে আর্থিক সহায়তা বন্ধ করে দিয়েছে, যা পুরো পরিস্থিতিকে আরও সংকটময় করে তুলেছে।

বাংলাদেশ বলছে, শুধু মানবিক নয়, রোহিঙ্গা সংকট এখন রাজনৈতিক ও নিরাপত্তাজনিত ইস্যু। তাই এ সমস্যার টেকসই সমাধানে কূটনৈতিক সমর্থন, আন্তর্জাতিক চাপ এবং আঞ্চলিক উদ্যোগ একসাথে প্রয়োজন।

এই লক্ষ্যেই আসন্ন কয়েক মাসে রোহিঙ্গা সংকট নিয়ে তিনটি আন্তর্জাতিক সম্মেলন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ। এই সম্মেলনগুলোতে আসিয়ান, ইউরোপীয় ইউনিয়ন, ওআইসি, জাতিসংঘসহ অন্যান্য আন্তর্জাতিক অংশীদারদের সম্পৃক্ত করা হবে।

বাংলাদেশের আশাবাদ, মালয়েশিয়ার সক্রিয় অংশগ্রহণ ও আসিয়ানের সম্মিলিত নেতৃত্বে এই দীর্ঘস্থায়ী সংকটের একটি কার্যকর ও সম্মানজনক সমাধান সম্ভব হবে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত