ঢাকা, শনিবার, ১৬ আগস্ট ২০২৫, ১ ভাদ্র ১৪৩২

যবিপ্রবিতে ৫ শিক্ষক-কর্মকর্তা বরখাস্ত, ৮ শিক্ষার্থী বহিষ্কার

ডুয়া নিউজ- বিশ্ববিদ্যালয়
২০২৫ আগস্ট ১৬ ১৫:২০:৫৬
যবিপ্রবিতে ৫ শিক্ষক-কর্মকর্তা বরখাস্ত, ৮ শিক্ষার্থী বহিষ্কার

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) নানা অনিয়ম ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে পাঁচ শিক্ষক-কর্মকর্তাকে বরখাস্ত ও আট শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। শুক্রবার (১৫ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত রিজেন্ট বোর্ডের ১০৮তম সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয়।

ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগের সহকারী অধ্যাপক ড. ফিরোজ কবিরকে শিক্ষার্থীদের নামাজে বাধা ও অনুপযুক্ত আচরণের কারণে সাময়িক বরখাস্ত করা হয়েছে। অনুমতিবিহীনভাবে বিদেশে পোস্টডক করতে যাওয়ায় কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. অছিকুর রহমানও সাময়িক বরখাস্ত হয়েছেন। দুর্নীতি দমন কমিশনের চার্জশিটভুক্ত আসামি পিএনডি দপ্তরের উপ-পরিচালক ড. মো. আব্দুর রউফ ও ইঞ্জিনিয়ারিং দপ্তরের সহকারী প্রকৌশলী মো. শফিউল আলমকেও সাময়িক বরখাস্ত করা হয়েছে। তদন্তের সুপারিশে কর্মকর্তা হেলালুল ইসলামকে স্থায়ীভাবে বরখাস্ত করা হয়।

এদিকে সাংবাদিক শিহাব উদ্দিনকে মারধরের ঘটনায় চার শিক্ষার্থী এবং অপহরণ মামলার আসামি ছাত্রলীগ কর্মী মোহাম্মদ রাফিকে হল থেকে বের করতে বাধা দেওয়ায় আরও চার শিক্ষার্থীকে বহিষ্কার করে ক্যাম্পাসে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

সভায় আরও সিদ্ধান্ত হয়— স্নাতকোত্তর শিক্ষার্থীদের জন্য ফেলোশিপ চালু, অ্যাক্রেডিটেশন রিসার্চ সেল ও ইনোভেশন–স্টার্টআপ সাপোর্ট সেল গঠন, কর্মকর্তা-কর্মচারীদের পদোন্নতি, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার স্থাপিত ভিত্তিপ্রস্তরের সম্মানে নতুন ফটক নির্মাণ এবং অনুমোদনহীন ফেসবুক পেজ-গ্রুপ এক সপ্তাহের মধ্যে বন্ধ না করলে সংশ্লিষ্টদের ছাত্রত্ব বা সনদ বাতিল।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত