ঢাকা, শনিবার, ১৬ আগস্ট ২০২৫, ১ ভাদ্র ১৪৩২

চিকিৎসার নামে টেস্ট বাণিজ্যে ক্ষুব্ধ আসিফ নজরুল

ডুয়া নিউজ- জাতীয়
২০২৫ আগস্ট ১৬ ১৪:১৩:৫৩
চিকিৎসার নামে টেস্ট বাণিজ্যে ক্ষুব্ধ আসিফ নজরুল

রোগীদের অপ্রয়োজনে মেডিকেল টেস্ট করানো এবং ওষুধ কোম্পানির হয়ে মধ্যস্থতাকারী হওয়ার প্রবণতা থেকে চিকিৎসকদের বিরত থাকার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা ,বিশিষ্ট আইনজীবী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল।

শনিবার (১৬ আগস্ট) দুপুরে বাংলাদেশ প্রাইভেট হসপিটাল, ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক মালিক সমিতির এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব বলেন।

চিকিৎসকদের উদ্দেশে তিনি বলেন, একজন রোগীকে অপ্রয়োজনীয়ভাবে একাধিক টেস্টে পাঠানো শুধু অনৈতিকই নয়, বরং সাধারণ মানুষের ওপর আর্থিক নির্যাতনের নামান্তর। তিনি প্রশ্ন তোলেন, চিকিৎসকরা কি ওষুধ কোম্পানির দালালে পরিণত হচ্ছেন? রোগীদের নির্দিষ্ট কোম্পানির ওষুধ কিনতে বাধ্য করা, ওষুধ প্রতিনিধিদের জন্য আলাদা সময় বরাদ্দ রাখা—এমন অনৈতিক কাজ কতদূর গড়াবে?

ড. আসিফ নজরুল বলেন, বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা আসলে সক্ষম, তবে এসব অনিয়মের কারণে মানুষ বিদেশমুখী হয়ে উঠছে। তিনি এক উদাহরণ তুলে ধরে বলেন, তার বাসার সহকারী একদিন ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে ১৪টি টেস্টের তালিকা পেয়ে বিরক্ত হয়ে শহরের বাইরে গিয়ে চিকিৎসা নিয়েছে, যেখানে এত টেস্টের প্রয়োজনই হয়নি।

হাসপাতালের সেবার মান নিয়েও প্রশ্ন তোলেন তিনি। বলেন, একজন নার্স যদি মাত্র ১২ হাজার টাকা বেতন পান, তাহলে তিনি কীভাবে মানসম্মত সেবা দিতে পারবেন? এ অবস্থার উন্নয়নে হাসপাতাল মালিকদের কম মুনাফা করার আহ্বান জানান তিনি।

অসাধু চিকিৎসা পদ্ধতির বিরুদ্ধে দাঁড়িয়ে, তিনি দেশজুড়ে ন্যায়সঙ্গত ও মানবিক চিকিৎসা ব্যবস্থার জন্য সবাইকে সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত