ঢাকা, শনিবার, ১৬ আগস্ট ২০২৫, ১ ভাদ্র ১৪৩২

হজের নিবন্ধন ফি জমা নেবে ৩৩ ব্যাংক

ডুয়া নিউজ- জাতীয়
২০২৫ আগস্ট ১৬ ১৮:২৪:১২
হজের নিবন্ধন ফি জমা নেবে ৩৩ ব্যাংক

আসন্ন হজ মৌসুমের জন্য হজযাত্রীদের প্রাক-নিবন্ধন ও নিবন্ধন ফি সংগ্রহের জন্য ৩৩টি ব্যাংকের তালিকা অনুমোদন করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। গত ১৩ আগস্ট মন্ত্রণালয়ের হজ-২ শাখা থেকে একটি বিজ্ঞপ্তির মাধ্যমে এই তালিকা প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তি অনুসারে, তালিকায় থাকা ব্যাংকগুলো হজযাত্রীদের কাছ থেকে নিবন্ধন সংক্রান্ত অর্থ সংগ্রহ করতে পারবে। তবে এ জন্য ব্যাংকগুলোকে সোনালী ব্যাংকের সঙ্গে একটি চুক্তি করতে হবে এবং প্রতি ৩০ দিনের মধ্যে প্রাক-নিবন্ধনের সংগৃহীত অর্থ সোনালী ব্যাংকের নির্দিষ্ট হিসাবে জমা দিতে হবে।

মন্ত্রণালয় আরও কিছু নির্দেশনা জারি করেছে। এতে বলা হয়েছে, কোনো হজ এজেন্সিকে হজযাত্রীর জমা দেওয়া অর্থের বিপরীতে ঋণ প্রদান করা যাবে না। এজেন্সির নির্ধারিত ব্যাংক হিসাবে জমা থাকা হজযাত্রীর অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া অন্য কোনো খাতে ব্যবহার বা স্থানান্তর করা যাবে না। ব্যাংকগুলোকে ‘হজ ও ওমরাহ ব্যবস্থাপনা বিধিমালা ২০২২ (সংশোধিত)’ যথাযথভাবে অনুসরণ করতে বলা হয়েছে।

অনুমতিপ্রাপ্ত ব্যাংকগুলোর মধ্যে সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, ইসলামী ব্যাংক বাংলাদেশ, আল-আরাফাহ ইসলামী ব্যাংক, পূবালী ব্যাংক, ডাচ-বাংলা ব্যাংক এবং ব্যাংক এশিয়াসহ মোট ৩৩টি সরকারি-বেসরকারি ব্যাংক রয়েছে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত