ঢাকা, শনিবার, ১৬ আগস্ট ২০২৫, ১ ভাদ্র ১৪৩২

আকরিক লোহার দাম পড়ল আন্তর্জাতিক বাজারে

ডুয়া নিউজ- অর্থনীতি
২০২৫ আগস্ট ১৬ ১৭:৪৪:৩৫
আকরিক লোহার দাম পড়ল আন্তর্জাতিক বাজারে

চীনের ধীরগতির অর্থনৈতিক তথ্য ও ইস্পাতের দাম কমার প্রভাবে আন্তর্জাতিক বাজারে আকরিক লোহার দামে ধস নেমেছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) দালিয়ান কমোডিটি এক্সচেঞ্জে সবচেয়ে বেশি লেনদেন হওয়া জানুয়ারির আকরিক লোহা চুক্তির দাম ১.৮৮ শতাংশ হ্রাস পেয়ে প্রতি মেট্রিক টন ৭৮৩.৫ ইউয়ান (প্রায় ১০৯ ডলার) হয়েছে। সূত্র: দ্য ইকোনমিক টাইমস।

সিঙ্গাপুর এক্সচেঞ্জে সেপ্টেম্বরের আকরিক লোহার মানদণ্ড দামও ০.৭৮ শতাংশ কমে প্রতি টন ১০২.৭ ডলারে নেমেছে।

চীনে জুলাই মাসে নতুন ইউয়ান ঋণ দুই দশকের মধ্যে প্রথমবারের মতো হ্রাস পেয়েছে, যা বেসরকারি খাতের দুর্বল চাহিদার ইঙ্গিত দিচ্ছে। তবে সামগ্রিক ঋণ প্রবাহ কিছুটা উন্নত হওয়ায় মনে করা হচ্ছে, চীনের কেন্দ্রীয় ব্যাংক এখনই নীতি শিথিল করার পথে যাবে না।

চীনা পরামর্শক প্রতিষ্ঠান মাইস্টিল জানিয়েছে, আগস্টে নতুন প্রকল্পের শুরু হওয়ায় নির্মাণ ইস্পাতের চাহিদা কিছুটা স্থিতিশীল থাকতে পারে। তবে সাম্প্রতিক প্রতিকূল আবহাওয়ার কারণে বাইরের নির্মাণকাজে ব্যাঘাত সৃষ্টি হয়েছে।

ব্রোকারেজ প্রতিষ্ঠান গ্যালাক্সি ফিউচারস জানিয়েছে, সমাপ্ত ইস্পাতপণ্যের জল্পনামূলক চাহিদা থাকা সত্ত্বেও কাঁচা ইস্পাতের উচ্চ সরবরাহ এবং মৌসুমি কম চাহিদার কারণে দামের ওপর চাপ বিরাজ করছে। তবু ইস্পাত কারখানায় উৎপাদন সীমিত করার খবর, যুক্তরাষ্ট্র-চীনের শুল্কবিরতির সময় বৃদ্ধির সিদ্ধান্ত এবং অভ্যন্তরীণ মূল্যযুদ্ধ রোধে নেওয়া পদক্ষেপ দামকে সামান্য সহায়তা প্রদান করছে।

দালিয়ান এক্সচেঞ্জে কোকিং কয়লার দাম ৫.১৭ শতাংশ এবং কোকের দাম ৩.৫৯ শতাংশ কমেছে। চীনের কোকিং কয়লার বাজারে সাম্প্রতিক কেনাবেচার ঢেউয়ের পর ব্যবহারকারীরা খরচ নিয়ন্ত্রণে মনোযোগী হওয়ায় বাজার নরম হয়েছে।

এদিকে সাংহাই ফিউচারস এক্সচেঞ্জে রিবারের দাম ১.২৯ শতাংশ, হট-রোল্ড কয়েলের দাম ১.০৪ শতাংশ, তারের দাম ১.১ শতাংশ এবং স্টেইনলেস স্টিলের দাম ০.৭৬ শতাংশ হ্রাস পেয়েছে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত