ঢাকা, বুধবার, ২৮ জানুয়ারি ২০২৬, ১৪ মাঘ ১৪৩২
বাংলার জনগণ কোনো ষড়যন্ত্র সহ্য করবে না: মির্জা আব্বাস
নিজস্ব প্রতিবেদক: যারা সন্ত্রাস ও চাঁদাবাজি করে তারাই বেশি লম্বা লম্বা কথা বলছে বলে মন্তব্য করেছেন ঢাকা-৮ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, নির্বাচনি গণমিছিলের মাধ্যমেই আজ ষড়যন্ত্রকারীদের জবাব দেওয়া হয়েছে।
বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে রাজধানীর মতিঝিল টিঅ্যান্ডটি কলোনি এলাকায় নির্বাচনি গণমিছিল শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
মির্জা আব্বাস বলেন, “সারাদেশে বিএনপির যে নির্বাচনি জোয়ার তৈরি হয়েছে, এই মিছিল তারই প্রতিফলন। আমরা স্পষ্ট করে বলে দিতে চাই—বাংলার জনগণ কোনো ষড়যন্ত্র সহ্য করবে না। যারা নির্বাচনকে কেন্দ্র করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার অপচেষ্টা চালাচ্ছে, জনগণ তাদের ফাঁদে পা দেবে না।”
বিরোধীদের সমালোচনা করে তিনি বলেন, একটি বিশেষ রাজনৈতিক দল ও তাদের সহযোগী ‘বাচ্চা দল’ মিলে বিএনপির বিরুদ্ধে পরিকল্পিত অপপ্রচার চালাচ্ছে। তারা চক্রান্তের মাধ্যমে জনগণের সহানুভূতি পাওয়ার চেষ্টা করছে। তবে বিএনপি কখনোই সন্ত্রাসবাদে বিশ্বাস করে না। উল্টো যারা প্রকৃতপক্ষে চাঁদাবাজি ও সন্ত্রাসের সঙ্গে জড়িত, তারাই আজ বড় বড় কথা বলছে। তিনি রাজনৈতিক প্রতিপক্ষকে উদ্দেশ্য করে বলেন, “জনগণকে ভাঁওতা দেবেন না, মানুষ সবকিছু বোঝে। তাদের বোকা বানানোর চেষ্টা করে কোনো লাভ হবে না।”
নির্বাচন প্রসঙ্গে মির্জা আব্বাস আরও বলেন, “আমি কারও বিরুদ্ধে হুঁশিয়ারি দিচ্ছি না, আমরা কেবল একটি সুন্দর ও শান্তিপূর্ণ নির্বাচন চাই। জনগণ যাকে খুশি ভোট দিয়ে নির্বাচিত করবে, আমরা সেই রায় মেনে নেব। কিন্তু কোনো অশুভ শক্তি যেন নির্বাচনকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা না করে।”
দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং ভোটাধিকার রক্ষায় বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ উল্লেখ করে তিনি বলেন, বেগম খালেদা জিয়ার স্বপ্ন বাস্তবায়নে দেশের মানুষ ঐক্যবদ্ধভাবে ধানের শীষে ভোট দেবে। জনগণের এই আস্থা বিএনপি যেকোনো মূল্যে রক্ষা করবে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিপিএল ২০২৬ ফাইনাল: রাজশাহী বনাম চট্টগ্রাম-খেলাটি সরাসরি দেখুন
- প্রাথমিক শিক্ষক নিয়োগের ফল প্রকাশ, তালিকা দেখুন এখানে
- ইপিএস প্রকাশ করেছে তিন কোম্পানি
- ইপিএস প্রকাশ করেছে এপেক্স ট্যানারি
- ইপিএস প্রকাশ করেছে শাহজীবাজার পাওয়ার
- ইপিএস প্রকাশ করেছে আনোয়ার গ্যালভানাইজিং
- ইপিএস-ডিভিডেন্ড প্রকাশ করবে ১৮ কোম্পানি
- শেয়ারবাজারে সূচক হ্রাস, বিনিয়োগকারীদের মনোবল অক্ষুণ্ণ
- ইপিএস প্রকাশ করবে ৫৮ কোম্পানি
- নবম পে-স্কেল ২০২৫: ২০টি গ্রেডের পূর্ণাঙ্গ বেতন তালিকা প্রকাশ
- ইপিএস প্রকাশ করেছে ইনটেক
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ফলাফল প্রকাশ
- রাতেই হতে পারে প্রাথমিক শিক্ষক নিয়োগের ফল, যেভাবে দেখবেন
- ইপিএস প্রকাশ করেছে ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল
- ইপিএস প্রকাশ করেছে বঙ্গজ