ঢাকা, বুধবার, ২৮ জানুয়ারি ২০২৬, ১৪ মাঘ ১৪৩২
‘তারেক রহমানের নেতৃত্বে দেশের মানুষ নতুন আশা দেখছে’
নিজস্ব প্রতিবেদক: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের মানুষ তারেক রহমানের মাধ্যমে ভবিষ্যতের নেতৃত্বের নতুন আলো দেখছে। তারেক যেখানে যাচ্ছেন, সেখানেই লাখো মানুষের ঢল নামে। মানুষ তার নেতৃত্বে দেশের উন্নতির সম্ভাবনা দেখছেন।
বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নের মলানী বাজারে আয়োজিত নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন।
ফখরুল ইসলাম বলেন, তারেক রহমান ক্ষমতায় গেলে মায়েদের জন্য ফ্যামিলি কার্ড, কৃষকদের জন্য কৃষি কার্ড চালু করা হবে এবং যুব সমাজের জন্য কর্মসংস্থান বৃদ্ধি করা হবে।
তিনি আরও বলেন, গত ১৫ বছর ধরে ফ্যাসিস্ট সরকার জনগণের ভোটাধিকার সীমিত করেছে। পুলিশ ও প্রশাসনের শোষণজনিত কারণে আমরা ভোট দিতে পারিনি। মিথ্যা মামলায় হয়রানি, প্রিজাইডিং অফিসার হত্যার মতো ঘটনা সহ্য করতে হয়েছে। এবার মানুষ ভয়মুক্তভাবে ভোট দিতে চায়।
মহাসচিব বলেন, দেশের সকল ধর্মের মানুষ এবার নির্বিঘ্নে ভোট দিতে পারবে। তিনি ভোটারদের উদ্দেশে বলেন, “ভয় পাবেন না, নিশ্চিন্তে ভোটকেন্দ্রে যান।”
ফখরুল আরও বলেন, বর্তমানে আমরা কিছুটা শান্তিতে জীবন কাটাতে পারছি। ধানক্ষেতে রাত কাটানোর অভিজ্ঞতাও কমেছে এবং মিথ্যা মামলার আতঙ্কও কমেছে। দেশের সবচেয়ে বেশি প্রয়োজন এখন শান্তি। নির্বাচিত হলে সবার আগে দেশে শান্তি ফিরিয়ে আনাই আমাদের মূল লক্ষ্য।
নিজের রাজনৈতিক জীবনের স্বচ্ছতার কথাও তুলে ধরে তিনি বলেন, মানুষের জন্য রাজনীতি করতে গিয়ে নিজের বসতবাড়ির অর্ধেক বিক্রি করেছি। কিন্তু কখনো কারও কাছ থেকে সুবিধা নেই, এমনকি এক কাপ চা পর্যন্ত পাইনি।
তিনি বলেন, আমরা প্রতিশোধের রাজনীতি চাই না। প্রতিহিংসার পথে হাঁটব না। দেশটিতে আবারও শান্তি ও সহাবস্থান প্রতিষ্ঠাই আমাদের উদ্দেশ্য।
পথসভার শেষ পর্যায়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিপিএল ২০২৬ ফাইনাল: রাজশাহী বনাম চট্টগ্রাম-খেলাটি সরাসরি দেখুন
- প্রাথমিক শিক্ষক নিয়োগের ফল প্রকাশ, তালিকা দেখুন এখানে
- ইপিএস প্রকাশ করেছে তিন কোম্পানি
- ইপিএস প্রকাশ করেছে এপেক্স ট্যানারি
- ইপিএস প্রকাশ করেছে শাহজীবাজার পাওয়ার
- ইপিএস প্রকাশ করেছে আনোয়ার গ্যালভানাইজিং
- ইপিএস-ডিভিডেন্ড প্রকাশ করবে ১৮ কোম্পানি
- শেয়ারবাজারে সূচক হ্রাস, বিনিয়োগকারীদের মনোবল অক্ষুণ্ণ
- ইপিএস প্রকাশ করবে ৫৮ কোম্পানি
- নবম পে-স্কেল ২০২৫: ২০টি গ্রেডের পূর্ণাঙ্গ বেতন তালিকা প্রকাশ
- ইপিএস প্রকাশ করেছে ইনটেক
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ফলাফল প্রকাশ
- রাতেই হতে পারে প্রাথমিক শিক্ষক নিয়োগের ফল, যেভাবে দেখবেন
- ইপিএস প্রকাশ করেছে বঙ্গজ
- ইপিএস প্রকাশ করেছে ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল