ঢাকা, বুধবার, ২৮ জানুয়ারি ২০২৬, ১৪ মাঘ ১৪৩২
চিকিৎসা সেবায় ডিজিটাল যুগে যাচ্ছে বিএমইউ
নিজস্ব প্রতিবেদক: চিকিৎসা সেবাকে আরও সহজ, দ্রুত ও স্বল্পব্যয়ী করতে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) চালু হতে যাচ্ছে পূর্ণাঙ্গ ডিজিটাল ও পেপারলেস ব্যবস্থা। এই উদ্যোগের ফলে রোগীদের দীর্ঘ লাইনে দাঁড়ানো ও নগদ লেনদেনের ভোগান্তি অনেকটাই কমে আসবে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ।
তিনি বলেন, ডিজিটাল পেমেন্ট ও তথ্যভিত্তিক ব্যবস্থাপনার মাধ্যমে চিকিৎসা সেবায় গতি বাড়বে এবং রোগীদের সময় ও খরচ—উভয়ই সাশ্রয় হবে।
বুধবার (২৮ জানুয়ারি) রাজধানীর শহীদ ডা. মিল্টন হলে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় ও সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের এসপায়ার টু ইনোভেট (এটুআই) প্রোগ্রামের মধ্যে স্বাক্ষরিত এক সমঝোতা স্মারক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ফয়েজ আহমেদ।
তিনি জানান, এই সমঝোতা স্মারকের মধ্য দিয়ে বিএমইউতে পেপারলেস কার্যক্রম বাস্তবায়নের একটি দীর্ঘমেয়াদি যাত্রা শুরু হলো। এর ফলে রোগীরা কাউন্টারে গিয়ে হাতে হাতে বিল পরিশোধ না করে ঘরে বসেই ডিজিটাল পদ্ধতিতে বিভিন্ন ফি ও বিল পরিশোধ করতে পারবেন।
ফয়েজ আহমেদ আরও বলেন, ডিজিটাল সিস্টেম চালু হলে ভবিষ্যতে রোগীদের স্বাস্থ্যসংক্রান্ত সব তথ্য সংরক্ষণ ও ব্যবস্থাপনা সহজ হবে। চিকিৎসা, শিক্ষা ও গবেষণায় তথ্যনির্ভর এই ব্যবস্থা বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আনবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএমইউর ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম। তিনি বলেন, চিকিৎসা শিক্ষা ও গবেষণার মান উন্নয়নের পাশাপাশি রোগীদের জন্য সেবা গ্রহণ আরও সহজ করতে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ডিজিটাল ব্যবস্থার মাধ্যমে স্বাস্থ্যসেবার গুণগত মান বাড়বে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. নজরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ, প্রো-ভাইস চ্যান্সেলর (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার, মেডিসিন অনুষদের ডীন অধ্যাপক ডা. শামীম আহমেদ এবং ডেন্টাল অনুষদের ডীন ডা. সাখাওয়াত হোসেনসহ বিএমইউ ও এটুআই প্রোগ্রামের সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সমঝোতা স্মারকের আওতায় বিএমইউর চিকিৎসা সেবা, শিক্ষাদান ও গবেষণাসংক্রান্ত সব ধরনের ফি ও আনুষঙ্গিক বিল আদায়ে ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা চালু করা হবে। এ জন্য বিশ্ববিদ্যালয়ের ওয়েব পোর্টাল ও সেবাসংশ্লিষ্ট সিস্টেমগুলোকে এটুআই প্রোগ্রামের সমন্বিত পেমেন্ট প্ল্যাটফর্ম ‘একপে’-এর সঙ্গে সংযুক্ত করা হবে।
এর ফলে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস, ডিজিটাল ওয়ালেট, অনলাইন ব্যাংকিং, ডেবিট ও ক্রেডিট কার্ড, এজেন্ট ব্যাংকিং কিংবা শাখা ব্যাংকিংয়ের মাধ্যমে যে কোনো সময়, যে কোনো স্থান থেকে ফি ও বিল পরিশোধ করা সম্ভব হবে। সংশ্লিষ্টরা বলছেন, এতে ক্যাশলেস ব্যবস্থা জোরদার হবে এবং আর্থিক লেনদেনে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিপিএল ২০২৬ ফাইনাল: রাজশাহী বনাম চট্টগ্রাম-খেলাটি সরাসরি দেখুন
- প্রাথমিক শিক্ষক নিয়োগের ফল প্রকাশ, তালিকা দেখুন এখানে
- ইপিএস প্রকাশ করেছে তিন কোম্পানি
- ইপিএস প্রকাশ করেছে এপেক্স ট্যানারি
- ইপিএস প্রকাশ করেছে শাহজীবাজার পাওয়ার
- ইপিএস প্রকাশ করেছে আনোয়ার গ্যালভানাইজিং
- ইপিএস-ডিভিডেন্ড প্রকাশ করবে ১৮ কোম্পানি
- শেয়ারবাজারে সূচক হ্রাস, বিনিয়োগকারীদের মনোবল অক্ষুণ্ণ
- ইপিএস প্রকাশ করবে ৫৮ কোম্পানি
- নবম পে-স্কেল ২০২৫: ২০টি গ্রেডের পূর্ণাঙ্গ বেতন তালিকা প্রকাশ
- ইপিএস প্রকাশ করেছে ইনটেক
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ফলাফল প্রকাশ
- রাতেই হতে পারে প্রাথমিক শিক্ষক নিয়োগের ফল, যেভাবে দেখবেন
- ইপিএস প্রকাশ করেছে বঙ্গজ
- ইপিএস প্রকাশ করেছে ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল