ঢাকা, বুধবার, ২৮ জানুয়ারি ২০২৬, ১৪ মাঘ ১৪৩২
বিমানবন্দর দুর্নীতিতে বেবিচকের সাবেক প্রকৌশলী গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক: কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল ও রানওয়ে উন্নয়ন প্রকল্পে বড় অঙ্কের অর্থ আত্মসাতের অভিযোগে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সাবেক প্রধান প্রকৌশলী মো. হাবিবুর রহমানকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার (২৮ জানুয়ারি) রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে দুদকের একটি বিশেষ দল তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর তাকে আদালতে হাজির করা হয়েছে।
দুদকের জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক তানজির আহমেদ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মামলার তদন্তের স্বার্থে হাবিবুর রহমানকে আদালতে সোপর্দ করা হয়েছে।
দুদক সূত্রে জানা গেছে, কক্সবাজার বিমানবন্দরের রানওয়ে সম্প্রসারণ প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে চলতি বছরের ২৭ জানুয়ারি একটি মামলা দায়ের করা হয়। ওই মামলায় সাবেক প্রধানমন্ত্রীর সামরিক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকীসহ মোট ১০ জনকে আসামি করা হয়। তদন্তের অংশ হিসেবে আজ হাবিবুর রহমানকে গ্রেপ্তার করা হলো।
দুদক আদালতে আবেদনে উল্লেখ করেছে, মামলার সুষ্ঠু তদন্ত নিশ্চিত করতে এবং আলামত নষ্ট বা সাক্ষীদের প্রভাবিত করার আশঙ্কা থাকায় তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখা প্রয়োজন।
মামলার অন্যান্য উল্লেখযোগ্য আসামিরা হলেন— সাবেক সিনিয়র সচিব মুহিবুল হক, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সাবেক যুগ্ম সচিব জনেন্দ্রনাথ সরকার, বেবিচকের সাবেক চেয়ারম্যান এম মফিদুর রহমান, সাবেক প্রধান প্রকৌশলী মো. আব্দুল মালেক, অ্যারোনেস ইন্টারন্যাশনালের মালিক লুৎফুল্লাহ মাজেদ, এমডি মাহবুব আনাম, সাবেক উপসচিব মো. শফিকুল ইসলাম এবং প্রকল্প পরিচালক মো. ইউনুস ভূঁইয়া।
এজাহার অনুযায়ী, কক্সবাজার বিমানবন্দর উন্নয়ন প্রকল্পে প্রায় এক হাজার ৫০০ কোটি টাকার অনিয়মের তথ্য পেয়েছে দুদক। প্রচলিত ক্রয়প্রক্রিয়া ও সরকারি বিধি লঙ্ঘন করে একটি চীনা প্রতিষ্ঠানকে কার্যাদেশ দিতে প্রত্যক্ষ ভূমিকা রাখেন তারিক আহমেদ সিদ্দিকীসহ সংশ্লিষ্ট আসামিরা।
এজাহারে আরও বলা হয়, পছন্দের ঠিকাদারকে কাজ পাইয়ে দিতে স্থানীয় এজেন্ট অ্যারোনেস ইন্টারন্যাশনাল লিমিটেডের সঙ্গে যোগসাজশ করা হয়। এর মাধ্যমে প্রকল্প থেকে অন্তত ১৫০ কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিপিএল ২০২৬ ফাইনাল: রাজশাহী বনাম চট্টগ্রাম-খেলাটি সরাসরি দেখুন
- প্রাথমিক শিক্ষক নিয়োগের ফল প্রকাশ, তালিকা দেখুন এখানে
- ইপিএস প্রকাশ করেছে তিন কোম্পানি
- ইপিএস প্রকাশ করেছে এপেক্স ট্যানারি
- ইপিএস প্রকাশ করেছে শাহজীবাজার পাওয়ার
- ইপিএস প্রকাশ করেছে আনোয়ার গ্যালভানাইজিং
- ইপিএস-ডিভিডেন্ড প্রকাশ করবে ১৮ কোম্পানি
- শেয়ারবাজারে সূচক হ্রাস, বিনিয়োগকারীদের মনোবল অক্ষুণ্ণ
- ইপিএস প্রকাশ করবে ৫৮ কোম্পানি
- নবম পে-স্কেল ২০২৫: ২০টি গ্রেডের পূর্ণাঙ্গ বেতন তালিকা প্রকাশ
- ইপিএস প্রকাশ করেছে ইনটেক
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ফলাফল প্রকাশ
- রাতেই হতে পারে প্রাথমিক শিক্ষক নিয়োগের ফল, যেভাবে দেখবেন
- ইপিএস প্রকাশ করেছে ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল
- ইপিএস প্রকাশ করেছে বঙ্গজ