ঢাকা, বুধবার, ২৮ জানুয়ারি ২০২৬, ১৪ মাঘ ১৪৩২

ক্ষমতায় এলে এক মাসেই হাদী হত্যার বিচার হবে: আসিফ মাহমুদ

২০২৬ জানুয়ারি ২৮ ১৪:৩৩:০০

ক্ষমতায় এলে এক মাসেই হাদী হত্যার বিচার হবে: আসিফ মাহমুদ

নিজস্ব প্রতিবেদক: ক্ষমতায় গেলে দ্রুত সময়ের মধ্যেই আলোচিত ওসমান হাদী হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করার অঙ্গীকার করেছে জামায়াত-এনসিপিসহ এগারো দলীয় ঐক্য জোট। জোট নির্বাচিত হলে মাত্র এক মাসের মধ্যেই এই হত্যার বিচার কার্যক্রম সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

বুধবার (২৮ জানুয়ারি) কুমিল্লার দেবিদ্বার নিউমার্কেট চত্বরে এনসিপির নির্বাচনি পদযাত্রা উপলক্ষে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আসিফ মাহমুদ বলেন, এগারো দলীয় ঐক্য জোট রাষ্ট্রক্ষমতায় গেলে হাদী হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের আওতায় আনা হবে। তিনি উপস্থিত জনতার উদ্দেশে বলেন, যারা ভোট চাইতে আসবে, তাদের কাছে আগে হাদী হত্যার বিচার নিশ্চিত করার অঙ্গীকার জানতে হবে।

তিনি আরও বলেন, দেশ এখন একটি গুরুত্বপূর্ণ সময় পার করছে। আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনই নির্ধারণ করবে বাংলাদেশের ভবিষ্যৎ কোন পথে যাবে। দেবিদ্বার উপজেলা থেকে এগারো জন তরুণ ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশের স্বপ্নে জীবন দিয়েছেন। গত ১৭ বছর ধরে মানুষ নিপীড়নের শিকার হয়েছে।

তার অভিযোগ, অতীতে ক্ষমতাসীনদের সময়ে গুম, খুন ও হত্যার মতো ভয়াবহ ঘটনা ঘটেছে। আবার সাম্প্রতিক সময়ে একটি দল ক্ষমতায় না থেকেও একই ধরনের নিপীড়ন চালাচ্ছে, যা জনগণ প্রত্যক্ষ করেছে।

এই প্রেক্ষাপটেই ভোট দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার জন্য জনগণের কাছে পর্যাপ্ত কারণ রয়েছে বলে মন্তব্য করেন আসিফ মাহমুদ। তিনি বলেন, গুম, খুন ও দমন-পীড়নের রাজনীতি থেকে মুক্তি পেতে হলে এগারো দলীয় ঐক্য জোটকে বিজয়ী করতে হবে।

বিএনপির সমালোচনা করে তিনি বলেন, দেবিদ্বার ও কুমিল্লা-৩ আসনে উন্নয়ন কার্যক্রম বন্ধ রাখতে একটি দল প্রধান উপদেষ্টার কাছেও অনুরোধ করেছে।

এগারো দলীয় জোট ক্ষমতায় গেলে তরুণদের আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তোলার পরিকল্পনার কথাও জানান তিনি। জুলাই বিপ্লবে যারা জীবন দিয়েছেন, তারা কারও দয়ার ওপর নির্ভরশীল হতে পারে না উল্লেখ করে তরুণদের সম্মানজনক কর্মসংস্থানের প্রতিশ্রুতি দেন তিনি।

ব্যাংক লুটেরা ও বিদেশি নাগরিকদের মনোনয়ন দেওয়ার বিরোধিতা করে আসিফ মাহমুদ বলেন, এসব ব্যক্তিকে মনোনয়ন দেওয়ার ফল কী হতে পারে, তা জনগণ ইতোমধ্যেই দেখেছে।

আরেকটি বড় দলের সমালোচনা করে তিনি বলেন, উপরে উপরে সৌহার্দ্যের কথা বলা হলেও তাদের নেতাদের বক্তব্য ও মাঠপর্যায়ের কর্মকাণ্ড ভিন্ন চিত্র তুলে ধরে। তিনি দাবি করেন, এগারো দলীয় জোটের প্রার্থীদের ওপর বিভিন্ন সময়ে হামলা চালানো হচ্ছে।

তিনি বলেন, ‘হ্যাঁ’ ভোটের বিজয় নিশ্চিত হলে ভবিষ্যতে আর কেউ ফ্যাসিস্ট হতে পারবে না এবং অধিকার আদায়ে কাউকে জীবন দিতে হবে না। তবে বড় দলের কেন্দ্রীয় নেতারা ‘হ্যাঁ’ ভোটের কথা বললেও জেলা ও উপজেলা পর্যায়ে তাদের নেতারা ‘না’ ভোটের পক্ষে কাজ করছে বলেও অভিযোগ করেন তিনি।

পথসভায় এনসিপির যুগ্ম সদস্য সচিব লুৎফর রহমানের সঞ্চালনায় আরও বক্তব্য দেন নির্বাচন কমিটির সদস্য সচিব মনিরা শারমিন, জাতীয় যুব শক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তরিকুল ইসলাম এবং কুমিল্লা উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি সাইফুল ইসলাম শহীদসহ অন্য নেতারা।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত