ঢাকা, বুধবার, ২৮ জানুয়ারি ২০২৬, ১৪ মাঘ ১৪৩২
বিএনপি জনগণের সরকার গঠন করবে: সালাহউদ্দিন আহমদ
নিজস্ব প্রতিবেদক: বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, দেশবাসীকে শক্তিশালী গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার মধ্য দিয়ে বিএনপি জনগণের সরকার গঠন করবে। তিনি জানান, তাদের লক্ষ্য এমন একটি বাংলাদেশ তৈরি করা যেখানে কেউ গুম হবে না এবং কোনো মা তার সন্তান হারানোর বেদনায় কাঁদবে না।
আজ (২৮ জানুয়ারি) বেলা ১১টায় কক্সবাজারের চকরিয়া উপজেলার সাহারবিল বিএমএস উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, “আগামী নির্বাচনের মাধ্যমে জনগণ রাষ্ট্রের প্রকৃত মালিকানা ফিরে পাবেন। ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে গণতন্ত্রকে শক্তিশালী করতে হবে। আপনার ভোট, আপনার ইচ্ছা এটাই গণতন্ত্রের প্রকৃত রূপ।”
তিনি আরও বলেন, বিএনপি এমন একটি দেশ গড়তে চায় যেখানে মানুষ নিরাপদে কথা বলতে পারবে, স্বাধীনভাবে ভোট দিতে পারবে এবং নাগরিক অধিকার রক্ষা পাবে। পাশাপাশি অন্য রাজনৈতিক দলকেও জনগণের সামনে তাদের কর্মসূচি তুলে ধরার আহ্বান জানান তিনি।
একটি রাজনৈতিক দলের বিরুদ্ধে সতর্ক করে তিনি বলেন, “কিছু দল ভোট দিলে মরার পর জান্নাত পাওয়া যাবে এমন বিভ্রান্তিকর বক্তব্য দিয়ে জনগণকে ধোঁকা দিচ্ছে। এই ধরনের প্রতারণা থেকে সবাইকে সতর্ক থাকতে হবে।”
নিজের রাজনৈতিক অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, “৩৫ বছর ধরে রাজনীতি করছি। ২০০৮ সালে কারাবন্দি থাকার কারণে নির্বাচন করতে পারিনি। তখন আমার স্ত্রী অ্যাডভোকেট হাসিনা আহমদ আমাকে ছাড়িয়ে নির্বাচিত হন। এজন্য আমি ও আমার পরিবার আজীবন জনগণের কাছে কৃতজ্ঞ।”
সালাহউদ্দিন যোগ করেন, “গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে আমার জীবনও একসময় হুমকির মুখে পড়েছিল। এমন সময় ছিল, যখন মানুষ মুক্তভাবে কথা বলতে বা ভোট দিতে পারত না।”
পথসভায় উপস্থিত ছিলেন মাতামুহুরি উপজেলা বিএনপির সভাপতি জামিল ইব্রাহীম চৌধুরী, সাধারণ সম্পাদক হেফাজতুর রহমান টিপু, সাংগঠনিক সম্পাদক শোয়াইবুল ইসলাম সবুজসহ বিএনপি ও অঙ্গসংগঠনের অসংখ্য নেতাকর্মী।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিপিএল ২০২৬ ফাইনাল: রাজশাহী বনাম চট্টগ্রাম-খেলাটি সরাসরি দেখুন
- প্রাথমিক শিক্ষক নিয়োগের ফল প্রকাশ, তালিকা দেখুন এখানে
- ইপিএস প্রকাশ করেছে তিন কোম্পানি
- ইপিএস প্রকাশ করেছে এপেক্স ট্যানারি
- ইপিএস প্রকাশ করেছে শাহজীবাজার পাওয়ার
- ইপিএস প্রকাশ করেছে আনোয়ার গ্যালভানাইজিং
- ইপিএস-ডিভিডেন্ড প্রকাশ করবে ১৮ কোম্পানি
- শেয়ারবাজারে সূচক হ্রাস, বিনিয়োগকারীদের মনোবল অক্ষুণ্ণ
- ইপিএস প্রকাশ করবে ৫৮ কোম্পানি
- নবম পে-স্কেল ২০২৫: ২০টি গ্রেডের পূর্ণাঙ্গ বেতন তালিকা প্রকাশ
- ইপিএস প্রকাশ করেছে ইনটেক
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ফলাফল প্রকাশ
- রাতেই হতে পারে প্রাথমিক শিক্ষক নিয়োগের ফল, যেভাবে দেখবেন
- ইপিএস প্রকাশ করেছে ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল
- ইপিএস প্রকাশ করেছে বঙ্গজ