ঢাকা, মঙ্গলবার, ২৭ জানুয়ারি ২০২৬, ১৩ মাঘ ১৪৩২
চানখারপুল মামলার রায়ে অসন্তোষ জানাল শহীদ পরিবার
নিজস্ব প্রতিবেদক: জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর চানখারপুল এলাকায় ছয়জন হত্যাকাণ্ডের ঘটনায় দেওয়া মানবতাবিরোধী অপরাধের রায় নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছে শহীদ পরিবারগুলো। তারা এ রায়কে ন্যায়বিচারের পরিপন্থি উল্লেখ করে পুনর্বিবেচনার দাবি জানিয়েছে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর রেজিস্ট্রারের কাছে এ সংক্রান্ত একটি স্মারকলিপি জমা দেওয়া হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লিগ্যাল সেল সম্পাদক মোতাসিম বিল্লাহ মাহফুজ স্মারকলিপিটি প্রদান করেন। এ সময় জুলাই-আগস্ট আন্দোলনে নিহতদের একাধিক পরিবারের সদস্য উপস্থিত ছিলেন।
স্মারকলিপিতে বলা হয়, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত সহিংসতায় যারা প্রাণ হারিয়েছেন, তারা ইতিহাসে শহীদ হিসেবে অমর হয়ে থাকবেন। তাদের আত্মত্যাগের মধ্য দিয়েই গণতন্ত্র পুনরুদ্ধার, মানবাধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠার সংগ্রাম নতুন শক্তি পেয়েছে। তবে সোমবার (২৬ জানুয়ারি) চানখারপুলে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া রায় শহীদ পরিবারগুলোকে গভীরভাবে হতাশ করেছে।
রায়ের বিরুদ্ধে অসন্তোষের পেছনের কারণগুলোও স্মারকলিপিতে বিস্তারিতভাবে তুলে ধরা হয়। এতে বলা হয়, মামলার রায়টি আইনগতভাবে সংগত নয়। কারণ ঘটনার সুস্পষ্ট ভিডিও ফুটেজ থাকা সত্ত্বেও তা রায়ে যথাযথভাবে প্রতিফলিত হয়নি, যা ন্যায়বিচারের মৌলিক নীতির সঙ্গে সাংঘর্ষিক।
এছাড়া স্মারকলিপিতে উল্লেখ করা হয়, মামলার মূল অপরাধীদের উপযুক্ত শাস্তি না দিয়ে বরং ঊর্ধ্বতন কর্মকর্তাদের মৃত্যুদণ্ড দেওয়ায় ভবিষ্যতে এ রায় টিকে থাকবে কি না, তা নিয়ে গুরুতর সংশয় রয়েছে।
শহীদ পরিবারগুলোর অভিযোগ, এই রায় জুলাই আন্দোলনের চেতনার সঙ্গে পুরোপুরি সাংঘর্ষিক। এর ফলে আন্দোলনে শহীদ হওয়া প্রায় ১ হাজার ৪০০ পরিবারের সদস্যরা চরমভাবে মর্মাহত ও মানসিকভাবে বিপর্যস্ত হয়েছেন।
আরও বলা হয়, এ রায় ভবিষ্যতে মানবতাবিরোধী অপরাধের বিচার প্রক্রিয়ায় একটি নেতিবাচক দৃষ্টান্ত স্থাপন করতে পারে, যা ন্যায়বিচার প্রতিষ্ঠার পথে বাধা হয়ে দাঁড়াতে পারে। এ কারণে ন্যায়বিচার নিশ্চিত এবং জুলাই আন্দোলনের চেতনার প্রতি সম্মান জানাতে ট্রাইব্যুনালের কাছে রায় পুনর্বিবেচনার জোর দাবি জানানো হয়।
স্মারকলিপিতে চানখারপুলে নিহত শহীদ মীর মুগ্ধর বড় ভাই মীর মাহমুদুর রহমান দীপ্তসহ অন্যান্য শহীদ পরিবারের সদস্যদের স্বাক্ষর সংযুক্ত করা হয়।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ম্যারিকোর বিরুদ্ধে ১৮২৩ কোটি টাকার মামলা
- বিপিএল কোয়ালিফায়ার ১: চট্টগ্রাম বনাম রাজশাহী-দেখুন সরাসরি (LIVE)
- বিপিএল ২০২৬ ফাইনাল: রাজশাহী বনাম চট্টগ্রাম-খেলাটি সরাসরি দেখুন
- ঢাবিতে পার্সিয়ান ডিবেটিং ক্লাবের উদ্যোগে ‘ফিউশন ফেস্ট’ অনুষ্ঠিত
- প্রাথমিক শিক্ষক নিয়োগের ফল প্রকাশ, তালিকা দেখুন এখানে
- ইপিএস প্রকাশ করেছে তিন কোম্পানি
- ঢাবি 'বি' ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, যেভাবে দেখবেন
- রংপুর রাইডার্স বনাম সিলেট টাইটান্সের জমজমাট খেলাটি শেষ-দেখুন ফলাফল
- ইপিএস প্রকাশ করবে ১৮ কোম্পানি
- ইপিএস প্রকাশ করেছে এপেক্স ট্যানারি
- সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঢাবি অ্যালামনাইয়ের শীতবস্ত্র বিতরণ
- ইপিএস প্রকাশ করেছে শাহজীবাজার পাওয়ার
- ইপিএস-ডিভিডেন্ড প্রকাশ করবে ১৮ কোম্পানি
- শেয়ারবাজারে সূচক হ্রাস, বিনিয়োগকারীদের মনোবল অক্ষুণ্ণ
- ইপিএস প্রকাশ করেছে আনোয়ার গ্যালভানাইজিং