ঢাকা, মঙ্গলবার, ২৭ জানুয়ারি ২০২৬, ১৩ মাঘ ১৪৩২

দেশের উন্নয়ন বর্তমানে পেছনের দিকে যাত্রা করছে: সড়ক উপদেষ্টা

২০২৬ জানুয়ারি ২৭ ১৪:১২:৩০

দেশের উন্নয়ন বর্তমানে পেছনের দিকে যাত্রা করছে: সড়ক উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: দেশের বর্তমান প্রশাসনিক স্থবিরতা এবং সামাজিক সমস্যার প্রতি ইঙ্গিত করে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, "আমরা বর্তমানে উটপাখির মতো বালিতে মাথা গুঁজে আছি। ভাবছি কিছুই হবে না, কিন্তু অন্ধ হলে প্রলয় বন্ধ থাকে না।"

মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে তেজগাঁওয়ে বিআরটিসি প্রশিক্ষণ ইনস্টিটিউটে গাড়িচালকদের দক্ষতা ও শব্দদূষণ সচেতনতা বিষয়ক এক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনকালে তিনি এ মন্তব্য করেন।

উপদেষ্টা গভীর ক্ষোভ প্রকাশ করে বলেন, বাংলাদেশের উন্নয়ন বর্তমানে পেছনের দিকে যাত্রা করছে। পরিবেশ ও বায়ু দূষণ থেকে শুরু করে বসবাসযোগ্যতা—সব সূচকেই দেশ নেতিবাচক অবস্থানে রয়েছে। সড়ক দুর্ঘটনায় প্রতিদিন মানুষের মৃত্যুকে নিজের সবচেয়ে বড় গ্লানি উল্লেখ করে তিনি বলেন, "প্রতিদিনই সড়কে মানুষ মারা যাচ্ছে এবং এই সংখ্যা বাড়ছে। দায়িত্ব নেওয়ার পর থেকেই আমি এটি কমানোর চেষ্টা করছি, কিন্তু আমলাতান্ত্রিক জটিলতায় সংস্কার কাজ বাধাগ্রস্ত হচ্ছে।"

আমলাতন্ত্রের সমালোচনা করে ফাওজুল কবির খান বলেন, "আমি অনেক নীতিমালা (স্ক্যাপ) করার চেষ্টা করেছি, ব্ল্যাকবোর্ডে দাঁড়িয়ে কর্মকর্তাদের বুঝিয়েছি। কিন্তু তারা পরিবর্তন চান না। তারা কেবল নিজেদের সুযোগ-সুবিধা এবং পে-স্কেল বাড়ানো নিয়ে ব্যস্ত। সাধারণ মানুষের মৃত্যু নিয়ে তাদের কোনো মাথাব্যথা নেই।"

ড্রাইভিং লাইসেন্স প্রদান পদ্ধতিতে বড় ধরনের পরিবর্তনের ঘোষণা দিয়ে তিনি জানান, লাইসেন্স দেওয়ার প্রচলিত ‘কমিটি প্রথা’ বিলুপ্ত করা হচ্ছে। এখন থেকে চালকদের প্রশিক্ষণ, দক্ষতা এবং শারীরিক সক্ষমতার ওপর ভিত্তি করে লাইসেন্স দেওয়া হবে। এছাড়া চালকদের শুধু শাস্তি না দিয়ে তাদের সঠিক ড্রাইভিং শেখানোর ওপর জোর দেন তিনি।

শব্দদূষণ প্রসঙ্গে উপদেষ্টা বলেন, বিশ্বের উন্নত দেশে হর্ন দেওয়াকে অপমানজনক মনে করা হয়, অথচ আমাদের দেশে যত্রতত্র হর্ন বাজানো হচ্ছে। উন্নয়নের নামে সব খারাপ সূচকে আমরা বিশ্বের ‘শেষ দিক থেকে প্রথম’ হওয়ার প্রতিযোগিতায় নেমেছি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী শেখ মইনউদ্দিন, বিআরটিএ চেয়ারম্যান আবু মমতাস সাদ উদ্দিন আহমেদ এবং বিআরটিসি চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লাসহ পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত