ঢাকা, মঙ্গলবার, ২৭ জানুয়ারি ২০২৬, ১৩ মাঘ ১৪৩২
ওমানে ফের চালু হচ্ছে বাংলাদেশি কর্মীদের ভিসা
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘদিনের স্থবিরতার পর প্রবাসী শ্রমবাজারে বড় সুখবর এলো বাংলাদেশিদের জন্য। আগামী দুই মাসের মধ্যেই বাংলাদেশি কর্মীদের জন্য ওমান নতুন করে ওয়ার্ক ভিসা চালু করতে যাচ্ছে বলে জানিয়েছে দেশটির সরকার।
মঙ্গলবার সৌদি আরবের রাজধানী রিয়াদে অনুষ্ঠিত গ্লোবাল লেবার মার্কেট সম্মেলনের ফাঁকে এক দ্বিপক্ষীয় বৈঠকে এ আশ্বাস দেন ওমানের শ্রমমন্ত্রী ড. মাহাদ বিন সাঈদ বিন আলীবাওয়াইন সালিম আল-বুসাইদি। বৈঠকে বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল।
আলোচনায় ড. আসিফ নজরুল ওমানে অবস্থানরত অনিয়মিত ও নথিহীন বাংলাদেশি কর্মীদের জরিমানা ছাড়া বৈধ করার উদ্যোগ নেওয়ায় ওমান সরকারকে ধন্যবাদ জানান। পাশাপাশি তিনি প্রকৌশলী, চিকিৎসক ও নার্সসহ দক্ষ বাংলাদেশি পেশাজীবীদের জন্য ওমানের শ্রমবাজার আরও উন্মুক্ত করার আহ্বান জানান।
একই সঙ্গে অদক্ষ ও আধা দক্ষ বাংলাদেশি কর্মীদের জন্য দীর্ঘদিন ধরে চলমান ওয়ার্ক ভিসা স্থগিতাদেশ পুনর্বিবেচনার অনুরোধ করেন তিনি।
জবাবে ওমানের শ্রমমন্ত্রী জানান, ২০২৩ সাল থেকে দেশটিতে অবস্থানরত অনিয়মিত প্রবাসীদের নিয়মিতকরণকে অগ্রাধিকার দিতে গিয়ে অদক্ষ ও আধা দক্ষ কর্মীদের নতুন ভিসা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল। তবে সামগ্রিক পরিস্থিতি পর্যালোচনা শেষে বাংলাদেশিদের জন্য আগামী দুই মাসের মধ্যেই ওয়ার্ক ভিসা পুনরায় চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তিনি আশ্বস্ত করেন।
বৈঠকে ড. আসিফ নজরুল অভিবাসন ব্যবস্থাপনায় প্রযুক্তির ব্যবহার, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতকরণ, আইনি সংস্কার, বিদেশে যাওয়ার আগে কর্মীদের দক্ষতা যাচাই এবং প্রাক্-বহির্গমন প্রশিক্ষণের মাধ্যমে ভাষা, সংস্কৃতি ও আইন বিষয়ে প্রস্তুতির ওপর সরকারের গুরুত্ব তুলে ধরেন।
এ ছাড়া চলতি বছরের প্রথমার্ধে মাস্কাটে যৌথ কারিগরি কমিটির (জেটিসি) পরবর্তী বৈঠক আয়োজনের প্রস্তাব দেন তিনি। শ্রম সহযোগিতা আরও জোরদার করতে এরই মধ্যে চূড়ান্ত হওয়া দ্বিপক্ষীয় সমঝোতা স্মারক (এমওইউ) দ্রুত স্বাক্ষরের আহ্বানও জানান বাংলাদেশের উপদেষ্টা।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ম্যারিকোর বিরুদ্ধে ১৮২৩ কোটি টাকার মামলা
- বিপিএল কোয়ালিফায়ার ১: চট্টগ্রাম বনাম রাজশাহী-দেখুন সরাসরি (LIVE)
- বিপিএল ২০২৬ ফাইনাল: রাজশাহী বনাম চট্টগ্রাম-খেলাটি সরাসরি দেখুন
- ঢাবিতে পার্সিয়ান ডিবেটিং ক্লাবের উদ্যোগে ‘ফিউশন ফেস্ট’ অনুষ্ঠিত
- প্রাথমিক শিক্ষক নিয়োগের ফল প্রকাশ, তালিকা দেখুন এখানে
- ইপিএস প্রকাশ করেছে তিন কোম্পানি
- ঢাবি 'বি' ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, যেভাবে দেখবেন
- রংপুর রাইডার্স বনাম সিলেট টাইটান্সের জমজমাট খেলাটি শেষ-দেখুন ফলাফল
- ইপিএস প্রকাশ করবে ১৮ কোম্পানি
- সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঢাবি অ্যালামনাইয়ের শীতবস্ত্র বিতরণ
- ইপিএস প্রকাশ করেছে এপেক্স ট্যানারি
- ইপিএস প্রকাশ করেছে শাহজীবাজার পাওয়ার
- ইপিএস-ডিভিডেন্ড প্রকাশ করবে ১৮ কোম্পানি
- শেয়ারবাজারে সূচক হ্রাস, বিনিয়োগকারীদের মনোবল অক্ষুণ্ণ
- ইপিএস প্রকাশ করেছে আনোয়ার গ্যালভানাইজিং