ঢাকা, মঙ্গলবার, ২৭ জানুয়ারি ২০২৬, ১৩ মাঘ ১৪৩২
বিজয়ী হলেও কারও বিরুদ্ধে প্রতিশোধ নেবে না জামায়াতে ইসলামী
নিজস্ব প্রতিবেদক: প্রতিশোধের রাজনীতি নয়, বরং ক্ষমা ও ন্যায়ের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনার অঙ্গীকার করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তবে কালো টাকা ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথাও স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন তিনি।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুর ১২টায় সাতক্ষীরা সরকারি বালক বিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ডা. শফিকুর রহমান।
তিনি বলেন, জামায়াতে ইসলামী রাষ্ট্রক্ষমতায় গেলে ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করা হবে। মানুষের জান-মাল ও সম্মান সুরক্ষিত থাকবে। কোনো অন্যায় আধিপত্যের কাছে মাথা নত করা হবে না এবং ভয়ভীতির রাজনীতিও গ্রহণ করা হবে না।
জামায়াত আমির অভিযোগ করেন, বিভিন্ন এলাকায় মা-বোনদের ওপর হামলা ও সম্মানহানির ঘটনা ঘটছে। তিনি বলেন, একদিকে ফ্যামিলি কার্ড দেওয়ার প্রতিশ্রুতি, অন্যদিকে নারীদের অসম্মান এই দ্বিচারিতা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।
যুবসমাজ প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, ভাতা দিয়ে তরুণদের ছোট করে রাখার রাজনীতিতে তারা বিশ্বাসী নন। বরং দক্ষতা ও যোগ্যতা অর্জনের মাধ্যমে যুবকদের উৎপাদনশীল নাগরিক হিসেবে গড়ে তুলে দেশ গঠনের কাজে সম্পৃক্ত করা হবে, যাতে তাদের মর্যাদা আরও বৃদ্ধি পায়।
তিনি আরও বলেন, অতীতে যারা জুলুমের শিকার ছিলেন, তাদের কেউ কেউ আজ জালিমের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। বর্তমান প্রজন্ম সেই পুরোনো, জীর্ণ ও পচে যাওয়া রাজনৈতিক ধারার পরিবর্তন চায়। যুবসমাজ সংস্কার ও নতুন রাজনৈতিক বন্দোবস্তের পক্ষে অবস্থান নিয়েছে।
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে অবস্থান নিয়ে দেশ গড়ার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান ডা. শফিকুর রহমান।
জনসভায় জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুলের সভাপতিত্বে আরও বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহসভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধান, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দামসহ সাতক্ষীরা-১, ২, ৩ ও ৪ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থীরা।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ম্যারিকোর বিরুদ্ধে ১৮২৩ কোটি টাকার মামলা
- বিপিএল কোয়ালিফায়ার ১: চট্টগ্রাম বনাম রাজশাহী-দেখুন সরাসরি (LIVE)
- বিপিএল ২০২৬ ফাইনাল: রাজশাহী বনাম চট্টগ্রাম-খেলাটি সরাসরি দেখুন
- ঢাবিতে পার্সিয়ান ডিবেটিং ক্লাবের উদ্যোগে ‘ফিউশন ফেস্ট’ অনুষ্ঠিত
- প্রাথমিক শিক্ষক নিয়োগের ফল প্রকাশ, তালিকা দেখুন এখানে
- ইপিএস প্রকাশ করেছে তিন কোম্পানি
- ঢাবি 'বি' ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, যেভাবে দেখবেন
- রংপুর রাইডার্স বনাম সিলেট টাইটান্সের জমজমাট খেলাটি শেষ-দেখুন ফলাফল
- ইপিএস প্রকাশ করবে ১৮ কোম্পানি
- সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঢাবি অ্যালামনাইয়ের শীতবস্ত্র বিতরণ
- ইপিএস প্রকাশ করেছে এপেক্স ট্যানারি
- ইপিএস প্রকাশ করেছে শাহজীবাজার পাওয়ার
- ইপিএস-ডিভিডেন্ড প্রকাশ করবে ১৮ কোম্পানি
- শেয়ারবাজারে সূচক হ্রাস, বিনিয়োগকারীদের মনোবল অক্ষুণ্ণ
- ইপিএস প্রকাশ করেছে আনোয়ার গ্যালভানাইজিং