ঢাকা, মঙ্গলবার, ২৭ জানুয়ারি ২০২৬, ১৩ মাঘ ১৪৩২
হাবিবুল্লাহ বাহার কলেজে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ
নিজস্ব প্রতিবেদক: ঢাকার হাবিবুল্লাহ বাহার কলেজে আমন্ত্রিত অতিথি হিসেবে একটি অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে হামলার শিকার হয়েছেন ঢাকা-৮ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এমন অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘিরে রাজনৈতিক অঙ্গনে তাৎক্ষণিক প্রতিক্রিয়া ও উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) হাবিবুল্লাহ বাহার কলেজ প্রাঙ্গণে এই ঘটনা ঘটে বলে জানানো হয়।
ঘটনার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানান এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক এবং কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে জামায়াত জোটের প্রার্থী হাসনাত আবদুল্লাহ। নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি সরাসরি ছাত্রদলকে এই হামলার জন্য দায়ী করেন।
পোস্টে হাসনাত আবদুল্লাহ লেখেন, হাবিবুল্লাহ বাহার কলেজের সামনে আমার ভাই নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ছাত্রদল হামলা চালিয়েছে। তিনি স্মরণ করিয়ে দেন, নাসীরুদ্দীন পাটওয়ারী ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সময়ের একজন সক্রিয় বিপ্লবী যোদ্ধা ছিলেন। এরপর প্রশ্ন তুলে তিনি লেখেন, পাটওয়ারীদের এত ভয় পাওয়ার কারণ কী?
তিনি আরও অভিযোগ করেন, বিরোধী মতের প্রতি সহনশীলতা না দেখিয়ে হামলার পথ বেছে নেওয়ার প্রবণতা দ্রুতই শুরু হয়েছে। এটি পূর্বপরিকল্পিত কোনো রাজনৈতিক কৌশলের অংশ কি না, সে প্রশ্নও তোলেন তিনি।
ঢাকা-৮ আসনের ভোটারদের উদ্দেশে দেওয়া বার্তায় হাসনাত আবদুল্লাহ বলেন, এবারের নির্বাচনে জনগণকেই সিদ্ধান্ত নিতে হবে ফ্যাসিস্ট শাসনামলে শত কোটি টাকা বানানো, নেতাকর্মীদের রক্তের ওপর দাঁড়িয়ে ব্যবসা টিকিয়ে রাখা ব্যক্তিদের সংসদে পাঠাবেন কি না। যারা একজন এমপি প্রার্থীর প্রতিও সহনশীল হতে পারে না, তারা কীভাবে জনগণের অধিকারের ন্যায়বিচার নিশ্চিত করবে এমন প্রশ্নও রাখেন তিনি।
পোস্টের শেষ অংশে তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, গুন্ডা-পান্ডা ও লুটেরা-মাফিয়াদের হাতে দেশের ভবিষ্যৎ তুলে না দিতে সচেতন হতে হবে। নিজেদের অধিকার ও নিরাপত্তা রক্ষায় সবাইকে সতর্ক থাকার কথাও উল্লেখ করেন তিনি।
এই ঘটনার পরিপ্রেক্ষিতে ‘ঐক্যবদ্ধ বাংলাদেশ’ জোট ঢাকা-৮ আসনে জরুরি সংবাদ সম্মেলনের ঘোষণা দিয়েছে। আজ দুপুর ২টায় ফকিরাপুল মোড়ে পারাবত হোটেলের আন্ডারগ্রাউন্ডে অবস্থিত প্রধান নির্বাচন পরিচালনা কার্যালয়ে ওই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ম্যারিকোর বিরুদ্ধে ১৮২৩ কোটি টাকার মামলা
- বিপিএল কোয়ালিফায়ার ১: চট্টগ্রাম বনাম রাজশাহী-দেখুন সরাসরি (LIVE)
- বিপিএল ২০২৬ ফাইনাল: রাজশাহী বনাম চট্টগ্রাম-খেলাটি সরাসরি দেখুন
- ঢাবিতে পার্সিয়ান ডিবেটিং ক্লাবের উদ্যোগে ‘ফিউশন ফেস্ট’ অনুষ্ঠিত
- প্রাথমিক শিক্ষক নিয়োগের ফল প্রকাশ, তালিকা দেখুন এখানে
- ইপিএস প্রকাশ করেছে তিন কোম্পানি
- ঢাবি 'বি' ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, যেভাবে দেখবেন
- রংপুর রাইডার্স বনাম সিলেট টাইটান্সের জমজমাট খেলাটি শেষ-দেখুন ফলাফল
- ইপিএস প্রকাশ করবে ১৮ কোম্পানি
- সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঢাবি অ্যালামনাইয়ের শীতবস্ত্র বিতরণ
- ইপিএস প্রকাশ করেছে এপেক্স ট্যানারি
- ইপিএস প্রকাশ করেছে শাহজীবাজার পাওয়ার
- ইপিএস-ডিভিডেন্ড প্রকাশ করবে ১৮ কোম্পানি
- শেয়ারবাজারে সূচক হ্রাস, বিনিয়োগকারীদের মনোবল অক্ষুণ্ণ
- ইপিএস প্রকাশ করেছে আনোয়ার গ্যালভানাইজিং