ঢাকা, মঙ্গলবার, ২৭ জানুয়ারি ২০২৬, ১৩ মাঘ ১৪৩২
ডাকসু নিয়ে আপত্তিকর মন্তব্যের জেরে পদ হারালেন জামায়াত নেতা
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নিয়ে কুরুচিপূর্ণ ও অবমাননাকর বক্তব্য দেওয়ায় বরগুনা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মো. শামীম আহসানকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে তার সাংগঠনিক সদস্য (রুকন) পদও স্থগিত করা হয়েছে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) বরগুনা জেলা জামায়াতের আমির মাওলানা মহিবুল্লাহ হারুন স্বাক্ষরিত এক পত্রে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়।
অব্যাহতি পত্রে উল্লেখ করা হয়েছে, গত ২৫ জানুয়ারি পাথরঘাটায় এক নির্বাচনি জনসভায় শামীম আহসান ঢাকা বিশ্ববিদ্যালয়কে নিয়ে যে কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন, তা দেশের সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের প্রচণ্ড ক্ষুব্ধ ও মর্মাহত করেছে। তার এই ‘বেফাঁস’ বক্তব্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর নীতি ও আদর্শের পরিপন্থী এবং এতে দলের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ণ হয়েছে। সংগঠনের শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাকে জেলা সহকারী সেক্রেটারির পদসহ সব ধরণের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হলো।
বরগুনা জেলা জামায়াতের আমির মাওলানা মহিবুল্লাহ হারুন বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের সবার হৃদয়ের স্পন্দন। এই বিদ্যাপীঠ নিয়ে এমন অগ্রহণযোগ্য মন্তব্য কোনোভাবেই কাম্য নয়। আমরা তার বক্তব্যের জন্য গভীর দুঃখ প্রকাশ করছি। ভবিষ্যতে যাতে দলের কেউ এমন আচরণ না করে, সেজন্যই এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
উল্লেখ্য, গত শনিবার (২৪ জানুয়ারি) বরগুনা-২ আসনের এক জনসভায় শামীম আহসান বলেছিলেন, “ডাকসু মাদকের আড্ডাখানা এবং বেশ্যাখানা ছিল, যা ইসলামী ছাত্রশিবির পরিবর্তন করেছে।” তার এই বক্তব্য গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর দেশজুড়ে নিন্দার ঝড় ওঠে। ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই বক্তব্যের তীব্র নিন্দা জানায় এবং সাধারণ শিক্ষার্থীরা রাজু ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভ ও কুশপুতুল দাহ করে তার শাস্তির দাবি জানান।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ম্যারিকোর বিরুদ্ধে ১৮২৩ কোটি টাকার মামলা
- বিপিএল কোয়ালিফায়ার ১: চট্টগ্রাম বনাম রাজশাহী-দেখুন সরাসরি (LIVE)
- বিপিএল ২০২৬ ফাইনাল: রাজশাহী বনাম চট্টগ্রাম-খেলাটি সরাসরি দেখুন
- ঢাবিতে পার্সিয়ান ডিবেটিং ক্লাবের উদ্যোগে ‘ফিউশন ফেস্ট’ অনুষ্ঠিত
- প্রাথমিক শিক্ষক নিয়োগের ফল প্রকাশ, তালিকা দেখুন এখানে
- ইপিএস প্রকাশ করেছে তিন কোম্পানি
- ঢাবি 'বি' ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, যেভাবে দেখবেন
- রংপুর রাইডার্স বনাম সিলেট টাইটান্সের জমজমাট খেলাটি শেষ-দেখুন ফলাফল
- ইপিএস প্রকাশ করবে ১৮ কোম্পানি
- সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঢাবি অ্যালামনাইয়ের শীতবস্ত্র বিতরণ
- ইপিএস প্রকাশ করেছে এপেক্স ট্যানারি
- ইপিএস প্রকাশ করেছে শাহজীবাজার পাওয়ার
- ইপিএস-ডিভিডেন্ড প্রকাশ করবে ১৮ কোম্পানি
- শেয়ারবাজারে সূচক হ্রাস, বিনিয়োগকারীদের মনোবল অক্ষুণ্ণ
- ইপিএস প্রকাশ করেছে আনোয়ার গ্যালভানাইজিং