ঢাকা, মঙ্গলবার, ২৭ জানুয়ারি ২০২৬, ১৩ মাঘ ১৪৩২
কেন্দ্র দখলের পরিকল্পনা চলছে: ডা. তাহের
নিজস্ব প্রতিবেদক: আসন্ন নির্বাচনে জোর করে ক্ষমতায় যাওয়ার চেষ্টা হলে পরিস্থিতি আগের যেকোনো সময়ের চেয়ে ভয়াবহ রূপ নিতে পারে এমন সতর্কবার্তা দিয়েছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের। তিনি অভিযোগ করেন, দেশের বিভিন্ন এলাকায় পরিকল্পিতভাবে নারীদের লক্ষ্য করে হামলা, ভয়ভীতি ও কেন্দ্র দখলের অপচেষ্টা চলছে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, যশোর, চুয়াডাঙ্গা, কুমিল্লা, টাঙ্গাইল, লালমনিরহাট, ভোলা, চাঁপাইনবাবগঞ্জ ও কেরানীগঞ্জসহ বিভিন্ন স্থানে নারীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। পাশাপাশি বহু জেলায় হুমকি দেওয়া হচ্ছে এবং ভোটকেন্দ্র দখলের টার্গেট নির্ধারণ করা হয়েছে বলেও দাবি করেন তিনি।
ডা. তাহের বলেন, সংশ্লিষ্ট পক্ষগুলো বুঝতে পেরেছে তারা নির্বাচনে জিততে পারবে না বলেই ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের মতো অন্যায় পন্থায় ক্ষমতায় যাওয়ার পথ বেছে নিতে চাইছে। এ ধরনের চেষ্টা হলে আবারও আন্দোলন গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।
সংবাদ সম্মেলনে তিনি ঘোষণা দেন, নারীদের ওপর হামলার প্রতিবাদে আগামী ৩১ জানুয়ারি সকাল ১০টায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামীর উদ্যোগে নারী সমাবেশ অনুষ্ঠিত হবে। সারাদেশে জামায়াতের নারী কর্মীদের ওপর বিএনপি নেতাকর্মীদের হামলার প্রতিবাদেই এই কর্মসূচি ঘোষণা করা হয়েছে বলে জানান তিনি।
নারী কর্মীদের ভূমিকা তুলে ধরে জামায়াতের নায়েবে আমির বলেন, অন্যান্য রাজনৈতিক দলের তুলনায় জামায়াতে ইসলামীর নারী কর্মীর সংখ্যা বেশি এবং তারা সারাদেশে সক্রিয়ভাবে কাজ করছেন। এতে করে দলটি বেশি ভোট পেতে পারে এই আশঙ্কা থেকেই নারীদের ভয় দেখানো ও আক্রমণের শিকার করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
তিনি আরও বলেন, যারা প্রকাশ্যে নারী অধিকারের কথা বলেন, তারাই এখন নারীদের ওপর হামলা চালাচ্ছেন। বিভিন্ন এলাকায় নারী কর্মীদের হাত কেটে ফেলা কিংবা জিহ্বা কেটে ফেলার হুমকিও দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলে ডা. তাহের বলেন, জেলা প্রশাসক ও পুলিশ সুপাররা প্রকাশ্যে পক্ষপাতিত্ব করছেন। নির্বাচন কমিশনের আচরণকে অপ্রত্যাশিত ও জাতির সঙ্গে বেঈমানির শামিল উল্লেখ করে তিনি বলেন, কমিশন জেনেশুনে একপক্ষের দিকে ঝুঁকে পড়েছে।
তিনি আরও বলেন, হামলা বন্ধ না হলে জামায়াতের মহিলা বিভাগ ও ১১ দল বাধ্য হয়ে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করবে। নারীদের সামনে এগিয়ে আনার চেষ্টা চললেও এ ধরনের হামলা অব্যাহত থাকলে ভবিষ্যতে নারী প্রার্থী পাওয়া কঠিন হয়ে পড়বে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, সহকারী সেক্রেটারি জেনারেল ও নির্বাচন পরিচালনা কমিটির প্রধান মাওলানা এ টি এম মাছুম এবং অলিউল্লা নোমান।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ম্যারিকোর বিরুদ্ধে ১৮২৩ কোটি টাকার মামলা
- বিপিএল কোয়ালিফায়ার ১: চট্টগ্রাম বনাম রাজশাহী-দেখুন সরাসরি (LIVE)
- বিপিএল ২০২৬ ফাইনাল: রাজশাহী বনাম চট্টগ্রাম-খেলাটি সরাসরি দেখুন
- ঢাবিতে পার্সিয়ান ডিবেটিং ক্লাবের উদ্যোগে ‘ফিউশন ফেস্ট’ অনুষ্ঠিত
- প্রাথমিক শিক্ষক নিয়োগের ফল প্রকাশ, তালিকা দেখুন এখানে
- ইপিএস প্রকাশ করেছে তিন কোম্পানি
- ঢাবি 'বি' ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, যেভাবে দেখবেন
- রংপুর রাইডার্স বনাম সিলেট টাইটান্সের জমজমাট খেলাটি শেষ-দেখুন ফলাফল
- ইপিএস প্রকাশ করবে ১৮ কোম্পানি
- সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঢাবি অ্যালামনাইয়ের শীতবস্ত্র বিতরণ
- ইপিএস প্রকাশ করেছে এপেক্স ট্যানারি
- ইপিএস প্রকাশ করেছে শাহজীবাজার পাওয়ার
- ইপিএস-ডিভিডেন্ড প্রকাশ করবে ১৮ কোম্পানি
- শেয়ারবাজারে সূচক হ্রাস, বিনিয়োগকারীদের মনোবল অক্ষুণ্ণ
- ইপিএস প্রকাশ করেছে আনোয়ার গ্যালভানাইজিং