ঢাকা, রবিবার, ২৫ জানুয়ারি ২০২৬, ১১ মাঘ ১৪৩২

দেশের খেটে-খাওয়া মানুষদের জন্য ফ্যামিলি কার্ড করতে চাই: তারেক রহমান

২০২৬ জানুয়ারি ২৫ ২০:২১:২৬

দেশের খেটে-খাওয়া মানুষদের জন্য ফ্যামিলি কার্ড করতে চাই: তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক: রাজনৈতিক প্রতিপক্ষকে আক্রমণ করার চেয়ে জনগণের সমস্যা সমাধানে সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণই এখন সবচেয়ে জরুরি বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

রোববার (২৫ জানুয়ারি) বিকেলে ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক বিশাল নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, "আমি আপনাদের সামনে দাঁড়িয়ে আজ হয় তো আমাদের যে রাজনৈতিক প্রতিপক্ষ রয়েছে তাদের নিয়ে কথা বলতে পারতাম। কিন্তু তাতে জনগণের কোনো লাভ হবে না। জনগণের লাভ তখনই হবে যখন আমরা পরিকল্পিতভাবে খাল খনন, স্বাস্থ্যসেবা, তরুণদের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারব। জনগণের লাভ হবে যখন আমরা আইনশৃঙ্খলা পরিস্থিতি সঠিক রাখতে পারব।"

জনগণের ভাগ্যোন্নয়নে তার দলের ভবিষ্যৎ রূপরেখা তুলে ধরে তিনি বলেন, "আমি দেশে এসে বলেছিলাম দেশের মানুষের জন্য কিছু পরিকল্পনা তৈরি করেছি। সেগুলো হলো, দেশের যে নারী সমাজ রয়েছে, যারা খেটে-খাওয়া মানুষ তাদের জন্য ফ্যামিলি কার্ড করতে চাই। এ কার্ডের মাধ্যমে প্রতিমাসে একজন গৃহিণী অল্প হলেও কিছু সহযোগিতা পাবে। কেউ কেউ বলছেন, এই অল্প সহযোগিতা দিয়ে কী সংসার চলবে? আমরাও জানি চলবে না। এক মাসের চার সপ্তাহ, অন্তত এক সপ্তাহ যদি সরকারের পক্ষ থেকে সহযোগিতা করতে পারি সেটিও অনেক মানুষের জন্য অনেক বড় সুবিধা।"

কৃষকদের সহায়তার বিষয়ে তিনি বলেন, "গৃহিণীদের যেমন ফ্যামিলি কার্ড দেওয়া হবে তেমনি কৃষকদের পাশে দাঁড়ানোর জন্য আমরা কৃষক কার্ড দিতে চাই। এর মাধ্যমে সার, বীজ ও কীটনাশক সরাসরি পৌঁছে দিতে চাই।"

ফেনীসহ বৃহত্তর নোয়াখালী অঞ্চলের উন্নয়নে তার পরিকল্পনার কথা জানিয়ে তারেক রহমান বলেন, "ইনশাআল্লাহ, আমরা মেডিকেল কলেজ করব, কিন্তু গ্রামের মানুষ যেন চিকিৎসা সুবিধা পায় সেজন্য সারা দেশে হেলথকেয়ার করতে চাই। যাদের কাজ হবে ঘরে ঘরে মা-বোনদের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া। ফেনী, লক্ষ্মীপুর ও নোয়াখালীর মানুষের এলাকার উন্নয়নে যেমন দাবি আছে, তেমনি বিএনপিরও আপনাদের কাছে একটি দাবি আছে। ধানের শীষকে জয়যুক্ত করাই সেই দাবি।"

বন্যা মোকাবিলায় তিনি সারা দেশে খাল খননের প্রতিশ্রুতি দিয়ে বলেন, "এক বছর আগে ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুরে ভয়াবহ বন্যায় ঘরবাড়ি, ফসল, গবাদি পশুর ক্ষতি হয়েছে। আমরা সারা দেশে এজন্য খাল খনন করতে চাই। খাল খনন করলে এলাকার মানুষের উপকার হবে।"

কর্মসংস্থান ও দক্ষ জনশক্তি তৈরিতে তারেক রহমান বলেন, "শহীদ জিয়া ও দেশনেত্রী খালেদা জিয়ার সময়ে চট্টগ্রামে যেভাবে ইপিজেড হয়েছে, ফেনী অঞ্চলেও আমরা এমন নিয়ে আসতে চাই। এছাড়া তরুণদের বিভিন্ন ধরনের প্রশিক্ষণ ও ভাষা শিখিয়ে বিদেশে পাঠাতে চাই। এতে তারা ভালো বেতন পাবে এবং দেশের জন্য বেশি পরিমাণ বৈদেশিক মুদ্রা পাঠাতে পারবে।"

বিগত স্বৈরাচারী শাসনের অবসান প্রসঙ্গে তিনি বলেন, "সারা দেশের মানুষ সাক্ষী আছে, কীভাবে গত ১৫ বছর মানুষের কথা বলার অধিকার ও ভোটের অধিকারকে দাবিয়ে রাখা হয়েছিল। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে সেই স্বৈরাচার পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আজ একটি পরিবর্তনের সুযোগ এসেছে।"

জনসভা থেকে তারেক রহমান ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার বিভিন্ন সংসদীয় আসনের ধানের শীষের প্রার্থীদের আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেন। এছাড়া তিনি ২০২৪ সালের ৪ আগস্ট ফেনীতে গণঅভ্যুত্থানে শহীদ হওয়া পরিবার ও আহতদের সঙ্গে সাক্ষাৎ করেন।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত