ঢাকা, শনিবার, ২৪ জানুয়ারি ২০২৬, ১০ মাঘ ১৪৩২

মুক্তিযুদ্ধে জামায়াত ছিল পাকিস্তানের পক্ষে: মির্জা ফখরুল

২০২৬ জানুয়ারি ২৪ ১৪:১৫:২৯

মুক্তিযুদ্ধে জামায়াত ছিল পাকিস্তানের পক্ষে: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক: ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যারা আজ দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে ভোট চাইছে, তারা একাত্তরের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি বাহিনীর পক্ষেই অবস্থান নিয়েছিল।

শনিবার (২৪ জানুয়ারি) দুপুর ১২টার দিকে ঠাকুরগাঁও সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নে আয়োজিত এক নির্বাচনি পথসভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, ১৯৭১ সালের সেই ভয়াবহ সময় এখনও মানুষের স্মৃতিতে। তিনি বলেন, “আমরাই অস্ত্র হাতে নিয়ে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করেছি। স্বাধীনতার জন্য লড়াই করতে আমরা দেশ ছেড়ে পালাইনি, কেউ এসে আমাদের হয়ে যুদ্ধও করেনি।”

তিনি বলেন, যারা তখন বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল, তারাই আজ দাঁড়িপাল্লা প্রতীক হাতে নিয়ে জনগণের কাছে ভোট চাইছে। “আপনারাই বিচার করুন তারা স্বাধীনতার পক্ষে ছিল, না বিপক্ষে,” বলেন বিএনপি মহাসচিব।

নারী ও কৃষকদের কল্যাণমূলক পরিকল্পনার কথাও তুলে ধরেন মির্জা ফখরুল। তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উদ্যোগে নারীদের জন্য ‘ফ্যামিলি কার্ড’ চালু করা হবে, যা পরিবারের নিত্যপ্রয়োজন মেটাতে মা-বোনদের সরাসরি সহায়তা দেবে।

তিনি আরও জানান, কৃষকদের জন্য চালু করা হবে কৃষি কার্ড, যার মাধ্যমে তারা বিভিন্ন সুবিধা পাবেন। পাশাপাশি স্বাস্থ্যকার্ডের মাধ্যমে সাধারণ মানুষের জন্য সহজ ও স্বল্প ব্যয়ে চিকিৎসাসেবা নিশ্চিত করার পরিকল্পনার কথাও জানান তিনি।

আসন্ন নির্বাচন প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার একটি গুরুত্বপূর্ণ সুযোগ। তিনি ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ধানের শীষে ভোট দিয়ে তাকে সংসদে পাঠালে তিনি জনগণের অধিকার ও স্বার্থের পক্ষে কথা বলবেন।

পথসভায় উপস্থিত কয়েকজন ভোটার মঞ্চে উঠে অতীতে সংসদ সদস্য হিসেবে মির্জা ফখরুলের সময়ে বাস্তবায়িত বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের কথা স্মরণ করেন। তারা বরেন্দ্র বহুমুখী উন্নয়ন প্রকল্পের আওতায় সেচ সুবিধা বৃদ্ধি, কৃষি উন্নয়নসহ নানা কাজের কথা উল্লেখ করে ভবিষ্যতেও নতুন উন্নয়ন প্রত্যাশার কথা জানান।

শেষে নির্বাচিত হলে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন জোরদার করা এবং সব ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করার আশ্বাস দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

১২ ঘণ্টার ব্যবধানেই সোনার দামে বড় লাফ

১২ ঘণ্টার ব্যবধানেই সোনার দামে বড় লাফ

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক বাজারে সোনার দামের অস্বাভাবিক অস্থিতিশীলতার কারণে দেশের বাজারে আবারও বড় ধরনের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স... বিস্তারিত