ঢাকা, শুক্রবার, ২৩ জানুয়ারি ২০২৬, ৯ মাঘ ১৪৩২

নিপীড়ন, বুলিং ও র‌্যাগিং প্রতিরোধে একসঙ্গে কাজ করবে ঢাবি ও ব্র্যাক

২০২৬ জানুয়ারি ২৩ ১৭:৪৩:৪২

নিপীড়ন, বুলিং ও র‌্যাগিং প্রতিরোধে একসঙ্গে কাজ করবে ঢাবি ও ব্র্যাক

নিজস্ব প্রতিবেদক: বিশ্ববিদ্যালয়ে জেন্ডারভিত্তিক সহিংসতা, বুলিং ও যৌন হয়রানি প্রতিরোধ এবং প্রতিকার ব্যবস্থাপনা নিশ্চিত করতে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ব্র্যাক একযোগে কাজ করবে।

বৃহস্পতিবার উপাচার্যের সভাকক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের সঙ্গে ব্র্যাকের প্রতিনিধি দলের এক মতবিনিময় সভায় এব্যাপারে সিদ্ধান্ত গৃহীত হয়।

মতবিনিময় সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ড. উপমা কবির, ব্র্যাকের উর্ধ্বতন পরিচালক কেএএম মোর্শেদ, পরিচালক এএফএম শহিদুর রহমান, চীফ অপারেটিং অফিসার ব্রিগেডিয়ার জেনারেল (অব:) মো. গোলাম ফারুক এবং প্রোগ্রাম কো-অর্ডিনেটর ইশতিয়াক জাহান শোয়েফ উপস্থিত ছিলেন।

সভায় বিশ্ববিদ্যালয়ে জেন্ডারভিত্তিক সহিংসতা, বুলিং ও যৌন হয়রানি প্রতিরোধ ও প্রতিকারের লক্ষ্যে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা গ্রহণ এবং এবিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ও ব্র্যাকের মধ্যে সম্ভাব্য সহযোগিতার ক্ষেত্রসমূহ নিয়ে আলোচনা করা হয়।

ব্র্যাকের প্রতিনিধি দলের সদস্যগণ জেন্ডারভিত্তিক সহিংসতা, বুলিং ও যৌন হয়রানি বিষয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে সচেতনতা বৃদ্ধি, এসংক্রান্ত অভিযোগ গ্রহণ ও অনুসন্ধান পদ্ধতির উন্নয়ন এবং ন্যায়সঙ্গত শাস্তিমূলক ব্যবস্থা নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়কে সহযোগিতা প্রদানে আগ্রহ প্রকাশ করেন। এই আগ্রহের জন্য উপাচার্য ব্র্যাকের প্রতিনিধি দলকে ধন্যবাদ জানান।

উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের সিদ্ধান্তের আলোকে ক্যাম্পাসে যৌন হয়রানি ও নিপীড়ন প্রতিরোধ এবং বুলিং ও র‌্যাগিং প্রতিরোধে পৃথক দু’টি কমিটি কাজ করছে। ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ড. উপমা কবিরকে আহ্বায়ক করে ‘যৌন হয়রানি ও নিপীড়ন প্রতিরোধকল্পে তদন্ত কমিটি’ এবং আইন বিভাগের অধ্যাপক ড. শাহনাজ হুদাকে আহ্বায়ক করে ‘এ্যান্টি বুলিং এন্ড র‌্যাগিং কমিটি’ গঠন করা হয়েছে। যৌন হয়রানি ও নিপীড়ন এবং বুলিং ও র‌্যাগিং সংক্রান্ত যাবতীয় অভিযোগ সংশ্লিষ্ট কমিটির আহ্বায়ককে নিয়মিতভাবে অবহিত করার জন্য ইতোমধ্যেই সকল অনুষদের ডিন, হলসমূহের প্রাধ্যক্ষ, হোস্টেলসমূহের ওয়ার্ডেন, সকল বিভাগের চেয়ারম্যান, ইনস্টিটিউটসমূহের পরিচালক ও প্রক্টর বরাবর পত্র প্রেরণ করা হয়েছে। পত্রে সকল অনুষদ, বিভাগ, ইনস্টিটিউট, হল, হোস্টেল ও প্রক্টর অফিসে অভিযোগ বাক্স স্থাপন করে সাপ্তাহিক ভিত্তিতে প্রাপ্ত অভিযোগসমূহ সংশ্লিষ্ট কমিটির আহ্বায়কদের কাছে প্রেরণের জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে।

এছাড়া, শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে প্রত্যেক বিভাগ ও ইনস্টিটিউটে যৌন হয়রানি ও নিপীড়ন এবং বুলিং ও র‌্যাগিং বিষয়ে কর্মশালা আয়োজনের জন্য পরামর্শ দেয়া হয়েছে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

১২ ঘণ্টার ব্যবধানেই সোনার দামে বড় লাফ

১২ ঘণ্টার ব্যবধানেই সোনার দামে বড় লাফ

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক বাজারে সোনার দামের অস্বাভাবিক অস্থিতিশীলতার কারণে দেশের বাজারে আবারও বড় ধরনের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স... বিস্তারিত