ঢাকা, বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬, ৮ মাঘ ১৪৩২

জাপানের বাজারে দেশের ৭ হাজার ৩৭৯ পণ্যের শুল্কমুক্ত সুবিধা নিশ্চিত

২০২৬ জানুয়ারি ২২ ১৮:২৮:৫৭

জাপানের বাজারে দেশের ৭ হাজার ৩৭৯ পণ্যের শুল্কমুক্ত সুবিধা নিশ্চিত

নিজস্ব প্রতিবেদক: জাপানের বাজারে বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকার নিশ্চিত করতে একটি ঐতিহাসিক ‘অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি’ (ইপিএ) স্বাক্ষরের উদ্যোগ নিয়েছে সরকার। এই চুক্তি সম্পাদিত হলে প্রথম দিন থেকেই বাংলাদেশের ৭ হাজার ৩৭৯টি পণ্য জাপানের বাজারে তাৎক্ষণিক শুল্কমুক্ত সুবিধা পাবে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বাণিজ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ ২০২৬ সালে স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণ ঘটাবে। এরপরও জাপানের বাজারে বাণিজ্য সুবিধা ধরে রাখা এবং বিনিয়োগ আকর্ষণের লক্ষে এই বিশেষ চুক্তি স্বাক্ষরিত হতে যাচ্ছে।

চুক্তির আওতায় বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাক খাত সবচেয়ে বড় সুবিধা পাবে। পোশাক রপ্তানিতে ‘সিঙ্গেল স্টেজ ট্রান্সফরমেশন’ সুবিধা পাওয়ায় জাপানের বাজারে বাংলাদেশের সক্ষমতা বহুগুণ বাড়বে। অন্যদিকে, জাপান বাংলাদেশের বাজারে ১ হাজার ৩৯টি পণ্যে তাৎক্ষণিক শুল্কমুক্ত সুবিধা পাবে।

সেবা বাণিজ্যের (ট্রেড ইন সার্ভিসেস) ক্ষেত্রেও দুই দেশ বড় ধরনের প্রতিশ্রুতি দিয়েছে। ডব্লিউটিও সেক্টরাল ক্লাসিফিকেশন অনুযায়ী বাংলাদেশ ১২টি সেক্টরের ৯৭টি সাব-সেক্টর জাপানের জন্য উন্মুক্ত করবে। বিপরীতে জাপান বাংলাদেশের জন্য ১২০টি সাব-সেক্টর উন্মুক্ত করতে সম্মত হয়েছে। এর ফলে বাংলাদেশে জাপানি প্রযুক্তির স্থানান্তর এবং বিদেশি বিনিয়োগ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।

স্বল্পোন্নত দেশ হিসেবে বাংলাদেশ এই প্রথম বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতির দেশ জাপানের সঙ্গে এই ধরনের চুক্তি করতে যাচ্ছে। বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, আগামী ৬ ফেব্রুয়ারি এই ঐতিহাসিক চুক্তিটি স্বাক্ষরিত হতে পারে। এর মাধ্যমে বাংলাদেশ-জাপান অর্থনৈতিক সম্পর্কের এক নতুন দিগন্ত উন্মোচিত হবে।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত