ঢাকা, বুধবার, ২১ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

ঢাবি উদ্ভাবিত 'এফএমডি ভ্যাকসিন সিড' এবার বাণিজ্যিক উৎপাদনে

২০২৬ জানুয়ারি ২১ ২২:০০:৩১

ঢাবি উদ্ভাবিত 'এফএমডি ভ্যাকসিন সিড' এবার বাণিজ্যিক উৎপাদনে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে প্রাণিসম্পদের অন্যতম প্রধান শত্রু ‘ফুট অ্যান্ড মাউথ ডিজিজ’ (FMD) নিয়ন্ত্রণে দেশীয় ভ্যাকসিন উন্নয়ন ও উৎপাদনের লক্ষ্যে একটি ঐতিহাসিক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

বুধবার (২১ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষের কার্যালয়ে বিশ্ববিদ্যালয়ের ‘মাইক্রোবিয়াল জেনেটিক্স অ্যান্ড বায়োইনফরমেটিক্স ল্যাবরেটরি’ (MGBL-109) এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অধীন ‘লাইভস্টক রিসার্চ ইনস্টিটিউট’ (LRI)-এর মধ্যে এই চুক্তি সম্পন্ন হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী এবং লাইভস্টক রিসার্চ ইনস্টিটিউটের পক্ষে পরিচালক ড. মো. মোস্তফা কামাল এই সমঝোতা স্মারকে (MoU) স্বাক্ষর করেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অণুজীব বিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. মো. আনোয়ার হোসাইন, চেয়ারপারসন অধ্যাপক ড. শাকিলা নার্গিস খান, প্রধান গবেষক অধ্যাপক ড. মুনাওয়ার সুলতানা এবং এলআরআই-এর ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই চুক্তির আওতায় উভয় প্রতিষ্ঠান যৌথ গবেষণা, এফএমডিভি ভ্যাকসিন সিড উন্নয়ন, প্রযুক্তি ও ফর্মুলেশন হস্তান্তর এবং রোগ নির্ণয়ে ডায়াগনস্টিক কিট উদ্ভাবনে কাজ করবে। ঢাকা বিশ্ববিদ্যালয় উদ্ভাবিত এফএমডিভি ভ্যাকসিন সিড ও প্রোটোকল এলআরআই-এর মাধ্যমে নিবন্ধিত হয়ে বাণিজ্যিক উৎপাদনে ব্যবহৃত হবে। এছাড়াও বিজ্ঞানী ও শিক্ষার্থীদের সক্ষমতা বৃদ্ধিতে গবেষণা তথ্য বিনিময় ও প্রশিক্ষণ কার্যক্রম চলবে।

চুক্তি শেষে ঢাবি কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, "এই সমঝোতা চুক্তির মাধ্যমে শিক্ষা ও গবেষণায় এক তাৎপর্যপূর্ণ অগ্রগতি সাধিত হবে। এটি দেশের প্রাণিসম্পদ খাতের উন্নয়নে ও ভ্যাকসিনে আত্মনির্ভরশীলতা অর্জনে বড় ভূমিকা রাখবে।"

তিন বছর মেয়াদি এই চুক্তির ফলে দেশের প্রাণিসম্পদ খাতের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি জনস্বার্থে গবেষণাভিত্তিক উদ্ভাবন আরও ত্বরান্বিত হবে বলে আশা করা হচ্ছে।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত