ঢাকা, মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২

নির্বাচনের আগে দেড় লাখ পুলিশকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে: আইজিপি

২০২৬ জানুয়ারি ২০ ২১:৫৯:০৭

নির্বাচনের আগে দেড় লাখ পুলিশকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে: আইজিপি

নিজস্ব প্রতিবেদক: আইনের শাসন, মতপ্রকাশের স্বাধীনতা এবং গণমাধ্যমের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ পুলিশ ও ইউনেস্কোর মধ্যে সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্ব আরোপ করা হয়েছে। এ লক্ষ্যেই পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমের সঙ্গে ইউনেস্কোর একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেছে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) পুলিশ হেডকোয়ার্টার্সে অনুষ্ঠিত এ সাক্ষাতে অংশ নেন ইউনেস্কো বাংলাদেশ অফিসের কান্ট্রি ডিরেক্টর ডা. সুসান ভাইজ, ইউনেস্কো সদর দপ্তরের রুল অব ল’ অ্যান্ড ফ্রিডম অব এক্সপ্রেশন সেকশনের টিম লিডার মেহেদি বেনচেলাহসহ তিন সদস্যের প্রতিনিধি দল।

সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত আলোচনায় পুলিশ ও সাংবাদিকদের মধ্যে পেশাদার ও গঠনমূলক সম্পর্ক উন্নয়ন, আইনের শাসন সুসংহত করা, মতপ্রকাশের স্বাধীনতা রক্ষা এবং ভুল তথ্য ও অপতথ্য প্রতিরোধে ইউনেস্কোর ভূমিকা নিয়ে বিস্তারিত মতবিনিময় হয়।

পুলিশ সদর দপ্তরের পক্ষ থেকে জানানো হয়, প্রতিনিধিদল মতপ্রকাশের স্বাধীনতা, সাংবাদিকদের নিরাপত্তা এবং তথ্যপ্রাপ্তির অধিকার জোরদারে ইউনেস্কোর বৈশ্বিক দায়িত্ব ও অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। পাশাপাশি পুলিশ ও গণমাধ্যমের পারস্পরিক আস্থা বৃদ্ধিতে ফ্যাক্ট-চেকিং বিষয়ে সাংবাদিক ও সংশ্লিষ্ট অংশীজনদের জন্য প্রশিক্ষণ আয়োজনের প্রস্তাব দেন তারা।

প্রতিনিধিদল আরও বলেন, ভুল তথ্য, অপতথ্য ও গুজব প্রতিরোধে তথ্য যাচাই অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের প্রশিক্ষণ জনস্বার্থ রক্ষা এবং সংকটকালীন পরিস্থিতি ব্যবস্থাপনায় কার্যকর ভূমিকা রাখতে পারে বলেও তারা উল্লেখ করেন।

সাক্ষাৎকালে আইজিপি বাহারুল আলম প্রতিনিধিদলকে স্বাগত জানিয়ে দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে পুলিশের প্রস্তুতি এবং অন্যান্য প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে অবহিত করেন।

আইজিপি জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে এবার প্রথমবারের মতো প্রায় দেড় লাখ পুলিশ সদস্যকে বিশেষ নির্বাচনী প্রশিক্ষণের আওতায় আনা হয়েছে। চলতি মাসের মধ্যেই এই প্রশিক্ষণ কার্যক্রম শেষ হবে। নির্বাচনকালীন শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে নেওয়া সার্বিক প্রস্তুতির কথাও তুলে ধরেন তিনি।

এ সময় স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত আইজি মো. গোলাম রসুলসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এমজে/

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত