ঢাকা, মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২

পবিত্র রমজানের সেহরি ও ইফতারের সময়সূচি প্রকাশ, দেখুন এখানে

২০২৬ জানুয়ারি ২০ ১৯:২০:২৮

পবিত্র রমজানের সেহরি ও ইফতারের সময়সূচি প্রকাশ, দেখুন এখানে

ধর্ম ডেস্ক: চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৯ বা ২০ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে পবিত্র রমজান মাস। হিজরি ১৪৪৭ সনের এই পবিত্র মাসটিকে সামনে রেখে ঢাকার সেহরি ও ইফতারের সময়সূচি চূড়ান্ত করেছে ইসলামিক ফাউন্ডেশন।

মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে এই সময়সূচি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়।

ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিবের নেতৃত্বে দেশের শীর্ষ স্থানীয় মুফতিরা এই সময়সূচি চূড়ান্ত করেছেন। ১৯ ফেব্রুয়ারি প্রথম রমজান ধরে এই ক্যালেন্ডার তৈরি করা হয়েছে।

সময়সূচি অনুযায়ী, ১৯ ফেব্রুয়ারি প্রথম রমজানে ঢাকায় সেহরির শেষ সময় ভোর ৫টা ১২ মিনিট এবং ইফতারের সময় ৫টা ৫৮ মিনিট। তবে দূরত্ব অনুযায়ী ঢাকার সময়ের সঙ্গে দেশের বিভিন্ন অঞ্চলের সময়ের কিছুটা পার্থক্য হবে। ঢাকার সময়ের সঙ্গে সর্বোচ্চ ৯ মিনিট পর্যন্ত যোগ এবং ৯ মিনিট পর্যন্ত বিয়োগ করে অন্যান্য জেলার মানুষ সেহরি ও ইফতার করবেন।

বিভাগীয় ও জেলা পর্যায়ের নির্দিষ্ট সময়সূচি ইসলামিক ফাউন্ডেশনের সংশ্লিষ্ট জেলা ও বিভাগীয় কার্যালয় থেকে প্রকাশ করা হবে। চাঁদ দেখার ওপর ভিত্তি করে রমজান শুরুর প্রকৃত তারিখ নিশ্চিত হওয়া যাবে।

পবিত্র রমজানের সেহরি ও ইফতারের সময়সূচি দেখতে এখানে ক্লিক করুন।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত