ঢাকা, শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৩ মাঘ ১৪৩২
‘সাংবাদিকদের ঐক্য ছাড়া মুক্ত গণমাধ্যম সম্ভব নয়’
নিজস্ব প্রতিবেদক: গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা রক্ষায় বিভক্তি নয়, ঐক্যই একমাত্র পথ এমন মন্তব্য করেছেন প্রথম আলো সম্পাদক মতিউর রহমান। তার মতে, সাংবাদিকদের মধ্যে যেকোনো সময়, যেকোনো বিষয়ে বিরোধ তৈরি হলে তা পেশা ও সমাজ উভয়ের জন্যই ক্ষতিকর হয়ে দাঁড়ায়।
শনিবার (১৬ জানুয়ারি) সকালে রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে আয়োজিত এক গণমাধ্যম সম্মিলনে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানের আয়োজন করে নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ (নোয়াব) এবং সম্পাদক পরিষদ।
পত্রিকা, অনলাইন, টেলিভিশন ও সাংবাদিক ইউনিয়নের প্রতিনিধিদের এক মঞ্চে সমবেত হওয়াকে একটি যুগান্তকারী অগ্রগতি হিসেবে দেখছেন মতিউর রহমান। তিনি বলেন, গত ৫৫ বছর কিংবা সাম্প্রতিক ১৫ বছরের প্রেক্ষাপট বিবেচনায় নিলেও এমন সম্মিলন একটি বড় ভাবনা ও গুরুত্বপূর্ণ অগ্রযাত্রার প্রতীক।
প্রথম আলো সম্পাদক বলেন, মতাদর্শ, রাজনৈতিক চিন্তা কিংবা ব্যক্তিগত বিশ্বাস যাই হোক না কেন সংবাদপত্র, সাংবাদিকতা এবং সাংবাদিকদের ব্যক্তিগত নিরাপত্তার প্রশ্নে সবাইকে এক জায়গায় দাঁড়াতে হবে। পারস্পরিক সমঝোতা ও সহযোগিতার বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, একত্রিত থাকা, একে অপরের পাশে দাঁড়ানো এবং পারস্পরিক সহানুভূতি প্রকাশ করা এখন সময়ের সবচেয়ে জরুরি দাবি। তবে নির্বাচনের মাধ্যমে নতুন সরকার এলেই সব সমস্যার সমাধান হবে এমন ভাবনার কোনো বাস্তব ভিত্তি নেই বলে মন্তব্য করেন তিনি। অতীতেও তা হয়নি, ভবিষ্যতেও হবে না এ কথাও স্পষ্ট করেন মতিউর রহমান।
সাংবাদিক শফিক রেহমানের ওপর নির্যাতনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত এমন কোনো সরকার নেই, যারা কোনো না কোনোভাবে গণমাধ্যমের ওপর চাপ প্রয়োগ করেনি। ১৯৭৫ সালে একযোগে পত্রিকা বন্ধ করে দেওয়াকে তিনি স্বাধীন বাংলাদেশে প্রথম বড় স্বৈরতান্ত্রিক পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন। এরপর সামরিক ও তথাকথিত গণতান্ত্রিক সব শাসনামলেই সাংবাদিকরা কমবেশি একই অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছেন বলে জানান তিনি।
মতিউর রহমান বলেন, অতীতের ভুল ও দমনমূলক নীতিগুলো নিয়ে এখন আলোচনা শুরু হওয়াটা ইতিবাচক দিক। দেরিতে হলেও এসব বিতর্ক সামনে আসছে, পরিবর্তনের ইঙ্গিত মিলছে এবং বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। তার মতে, এই গণমাধ্যম সম্মিলন সেই পরিবর্তনেরই একটি গুরুত্বপূর্ণ ধাপ। ঐক্য, সমঝোতা ও সংহতিই আগামী দিনের জন্য সাংবাদিক সমাজের সবচেয়ে শক্তিশালী বার্তা এ কথা দিয়েই বক্তব্য শেষ করেন তিনি।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে রাজশাহী ওয়ারিয়র্স বনাম সিলেট টাইটান্সের ম্যাচ-দেখুন সরাসরি (LIVE)
- ঢাকা বনাম রাজশাহী: ২৩ বল হাতে রেখেই জয়-দেখুন ফলাফল
- চলছে রাজশাহী ওয়ারিয়র্স বনাম ঢাকা ক্যাপিটালসের খেলা-সরাসরি দেখুন (LIVE)
- চিকিৎসা জগতের আলোকবর্তিকা ডা. কোহিনূর আহমেদ আর নেই
- সিলেট টাইটানস বনাম রংপুর রাইডার্স- খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- শেয়ারবাজার স্থিতিশীলতায় বড় পদক্ষেপ নিল বিএসইসি
- ডিভিডেন্ড পেতে হলে নজর রাখুন ২ কোম্পানির রেকর্ড ডেটে
- বেগম খালেদা জিয়ার সমাধিতে ঢাবি অ্যালামনাইয়ের শ্রদ্ধা
- নির্বাচনের পর বাজার আরও স্থিতিশীল হবে বলে আশা সংশ্লিষ্টদের
- মিশ্র সূচকের মধ্যেও বাজারে আশাবাদ অব্যাহত
- মিরাকল ইন্ডাস্ট্রিজের লোকসানের পাল্লা আরও ভারী হলো
- সাপ্তাহিক লেনদেন বৃদ্ধিতে শীর্ষে ৬ বড় খাত
- প্রত্যাশার বাজারে সূচকের উত্থান অব্যাহত
- ডিভিডেন্ড অনুমোদনে সপ্তাহজুড়ে ৩ কোম্পানিরএজিএম
- রোববার দর পতনের শীর্ষ কোম্পানির ভেতরের গল্প