ঢাকা, শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৩ মাঘ ১৪৩২
সাংবাদিক নিরাপত্তা প্রশ্নে ঢাকায় গণমাধ্যম সম্মিলন
নিজস্ব প্রতিবেদক: গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগের প্রেক্ষাপটে আজ রাজধানীতে বসছে গুরুত্বপূর্ণ এক সম্মিলন। ঢাকার কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে শনিবার অনুষ্ঠিত হচ্ছে ‘গণমাধ্যম সম্মিলন ২০২৬’, যেখানে দেশের শীর্ষ গণমাধ্যম মালিক ও সম্পাদকরা একত্রিত হচ্ছেন।
নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) এবং সম্পাদক পরিষদের উদ্যোগে আয়োজিত এই সম্মিলনকে সাধারণ কোনো পেশাগত আয়োজন হিসেবে নয়, বরং বর্তমান রাজনৈতিক বাস্তবতায় গণতান্ত্রিক মূল্যবোধ ও মতপ্রকাশের স্বাধীনতা রক্ষার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে দেখা হচ্ছে।
সাম্প্রতিক সময়ে দেশের রাজনৈতিক ও সামাজিক অস্থিরতা গভীর হয়েছে। সংঘবদ্ধ সহিংসতা বা ‘মব ভায়োলেন্স’ শুধু রাজপথে সীমাবদ্ধ না থেকে সংবাদমাধ্যমের কার্যালয় ও সাংবাদিকদের ওপর সরাসরি আঘাত হানছে। এ ধরনের ঘটনা মতপ্রকাশের স্বাধীনতার জন্য বড় হুমকি তৈরি করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এই পরিস্থিতিতে ভয় ও চাপের পরিবেশ ভেঙে সাংবাদিকদের ঐক্যবদ্ধ অবস্থান গড়ে তোলাই আজকের সম্মিলনের অন্যতম লক্ষ্য। আয়োজকদের মতে, গণমাধ্যমের ওপর যেকোনো ধরনের সংগঠিত হামলা গণতন্ত্রের মৌলিক ভিত্তিকে দুর্বল করে দেয়।
বর্তমান প্রেক্ষাপটে সাংবাদিকতা একাধিক সংকটের মুখে পড়েছে। একদিকে নিরাপত্তাহীনতা, অন্যদিকে সঠিক তথ্য যাচাই করে নির্ভীকভাবে সংবাদ প্রকাশের চ্যালেঞ্জ। নোয়াব ও সম্পাদক পরিষদ যৌথভাবে এই বার্তাই তুলে ধরতে চায় যে, দায়িত্বশীল ও সাহসী সাংবাদিকতাই পারে একটি নড়বড়ে গণতান্ত্রিক কাঠামোকে শক্ত ভিত দিতে।
সম্মিলনে নোয়াব ও সম্পাদক পরিষদের সদস্যদের পাশাপাশি অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স, ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার, জাতীয় প্রেসক্লাব, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, ঢাকা সাংবাদিক ইউনিয়ন, ঢাকা রিপোর্টার্স ইউনিটি, ডিপ্লোমেটিক করেসপনডেন্ট অ্যাসোসিয়েশন, ইকোনমিক রিপোর্টার্স ফোরাম, ফটো জার্নালিস্টস অ্যাসোসিয়েশন, ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারা অংশ নিচ্ছেন।
এ ছাড়া রাজধানীর বাইরের গণমাধ্যমকর্মী, সম্পাদক-প্রকাশক, কলাম লেখক ও গণমাধ্যম প্রতিনিধিদেরও এই সম্মিলনে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
আয়োজক সূত্র জানিয়েছে, সম্মিলন থেকে সরকারের প্রতি বিশেষ আহ্বান জানানো হতে পারে—সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর আইনি ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের। বিশেষ করে মব ভায়োলেন্সে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং গণমাধ্যমের স্বাধীন পরিবেশ পুনঃপ্রতিষ্ঠার দাবি আজকের আলোচনায় গুরুত্ব পাবে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে রাজশাহী ওয়ারিয়র্স বনাম সিলেট টাইটান্সের ম্যাচ-দেখুন সরাসরি (LIVE)
- ঢাকা বনাম রাজশাহী: ২৩ বল হাতে রেখেই জয়-দেখুন ফলাফল
- চলছে রাজশাহী ওয়ারিয়র্স বনাম ঢাকা ক্যাপিটালসের খেলা-সরাসরি দেখুন (LIVE)
- চিকিৎসা জগতের আলোকবর্তিকা ডা. কোহিনূর আহমেদ আর নেই
- সিলেট টাইটানস বনাম রংপুর রাইডার্স- খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- শেয়ারবাজার স্থিতিশীলতায় বড় পদক্ষেপ নিল বিএসইসি
- ডিভিডেন্ড পেতে হলে নজর রাখুন ২ কোম্পানির রেকর্ড ডেটে
- নির্বাচনের পর বাজার আরও স্থিতিশীল হবে বলে আশা সংশ্লিষ্টদের
- বেগম খালেদা জিয়ার সমাধিতে ঢাবি অ্যালামনাইয়ের শ্রদ্ধা
- মিশ্র সূচকের মধ্যেও বাজারে আশাবাদ অব্যাহত
- মিরাকল ইন্ডাস্ট্রিজের লোকসানের পাল্লা আরও ভারী হলো
- সাপ্তাহিক লেনদেন বৃদ্ধিতে শীর্ষে ৬ বড় খাত
- প্রত্যাশার বাজারে সূচকের উত্থান অব্যাহত
- ডিভিডেন্ড অনুমোদনে সপ্তাহজুড়ে ৩ কোম্পানিরএজিএম
- রোববার দর পতনের শীর্ষ কোম্পানির ভেতরের গল্প