ঢাকা, শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬, ২ মাঘ ১৪৩২

বাংলাদেশ বনাম মালদ্বীপের জমজমাট ম্যাচটি শেষ-দেখুন ফলাফল

২০২৬ জানুয়ারি ১৬ ২১:৩৯:৩৯

বাংলাদেশ বনাম মালদ্বীপের জমজমাট ম্যাচটি শেষ-দেখুন ফলাফল

সরকার ফারাবী: থাইল্যান্ডের ব্যাংককে চলমান নারী ও পুরুষ ‘সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপ ২০২৬’-এ আজ পুরুষদের বিভাগে বাংলাদেশের কাছে বড় হার হয়েছে। মালদ্বীপ তাদের শক্তিশালী ফুটসাল দক্ষতার প্রমাণ দিয়ে বাংলাদেশকে ৬-১ গোলে পরাজিত করেছে।

ম্যাচের শুরু থেকেই নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়েছে মালদ্বীপ। প্রথমার্ধের শেষ মুহূর্তে বাংলাদেশ একটি গোল করতে সক্ষম হলেও মালদ্বীপ চার গোল করে এগিয়ে যায়। দ্বিতীয়ার্ধে বাংলাদেশ কিছুটা নিয়ন্ত্রিত খেলতে চেষ্টা করলেও মালদ্বীপ আরও দুটি গোল তুলে জয় নিশ্চিত করে।

পুরুষ দলের প্রথম ম্যাচে ভারতের সঙ্গে লড়াই হয়েছিল দারুণ। প্রথমে বাংলাদেশ দুই গোলে এগিয়ে থাকলেও ভারত সমতা এনে দেয়। দ্বিতীয়ার্ধে ভারত দুই দফা লিড নেয়, এরপর বাংলাদেশ দুইবার গোল করে ম্যাচ ড্র করে। তবে আজ মালদ্বীপের বিপক্ষে সেই লড়াকু পারফরম্যান্স দেখা যায়নি।

নারী দলের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে ৩-১ গোলে জয় হয়েছে। অধিনায়ক সাবিনা খাতুন জোড়া গোল করেন, আর এক গোল করেন সুমাইয়া। আগামীকাল তারা ভুটানের সঙ্গে মুখোমুখি হবে।

সাফ ফুটসালে নারী ও পুরুষ উভয় বিভাগে ছয়টি দেশ অংশগ্রহণ করছে। প্রতিটি দল পাঁচটি করে ম্যাচ খেলে, সর্বোচ্চ পয়েন্ট অর্জনকারী দলকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত