ঢাকা, শুক্রবার, ৯ জানুয়ারি ২০২৬, ২৫ পৌষ ১৪৩২

তারেক রহমানের উত্তরাঞ্চল সফর স্থগিত: মির্জা ফখরুল

২০২৬ জানুয়ারি ০৯ ২৩:২৯:২০

তারেক রহমানের উত্তরাঞ্চল সফর স্থগিত: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক: নির্বাচন কমিশনারের অনুরোধে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের উত্তরাঞ্চল সফর স্থগিত করা হয়েছে।

শুক্রবার (৯ জানুয়ারি) রাতে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত স্থায়ী কমিটির সভায় গঠনতন্ত্র অনুযায়ী তারেক রহমানের বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণে সন্তোষ প্রকাশ করা হয়েছে। পাশাপাশি দল ও জাতির জন্য তিনি যেন সফলভাবে দায়িত্ব পালন করতে পারেন, সে জন্য দোয়া করা হয়েছে।

মির্জা ফখরুল জানান, আগামী ১১ জানুয়ারি থেকে তারেক রহমান জাতীয় নেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী এবং ২০২৪ সালের গণঅভ্যুত্থানে শহীদ আবু সাঈদসহ অন্যান্য শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে কবর জিয়ারত ও কিছু পারিবারিক দায়িত্ব পালনের উদ্দেশ্যে দেশের উত্তরাঞ্চলের কয়েকটি এলাকায় সফরের সিদ্ধান্ত নিয়েছিলেন। তবে নির্বাচন কমিশনারের অনুরোধের পরিপ্রেক্ষিতে সেই সফর আপাতত স্থগিত করা হয়েছে।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা চলছে বলে দাবি করে বিএনপির মহাসচিব বলেন, নির্বাচন বানচাল করতে নানা ধরনের ষড়যন্ত্র করা হচ্ছে। তার অংশ হিসেবে একের পর এক হত্যাকাণ্ড ঘটছে বলে অভিযোগ করেন তিনি।

তিনি আরও বলেন, ওসমান হাদিকে হত্যার পাশাপাশি সম্প্রতি স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সাবেক সদস্য সচিব আজিজুর রহমান মোসাব্বিরকেও হত্যা করা হয়েছে। এসব ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে দোষীদের গ্রেপ্তারের দাবি জানান তিনি।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত