ঢাকা, বৃহস্পতিবার, ৮ জানুয়ারি ২০২৬, ২৪ পৌষ ১৪৩২

‘ভারতেই খেলতে হবে এমন দাবি ভিত্তিহীন’

২০২৬ জানুয়ারি ০৭ ১৩:১৪:৫০

‘ভারতেই খেলতে হবে এমন দাবি ভিত্তিহীন’

স্পোর্টস ডেস্ক: আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে ক্রিকেটারদের নিরাপত্তা শঙ্কার কথা জানিয়ে আইসিসির কাছে আনুষ্ঠানিকভাবে আবেদন করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ভারতের মাটিতে টুর্নামেন্ট আয়োজনকে ঘিরে উত্থাপিত সেই উদ্বেগের বিষয়ে এবার আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) লিখিত প্রতিক্রিয়া পেল বিসিবি।

বুধবার (৬ জানুয়ারি) দুপুর পৌনে একটার দিকে প্রকাশিত এক বিবৃতিতে বিসিবি জানায়, বাংলাদেশ দলের পূর্ণ, নিরাপদ ও নির্বিঘ্ন অংশগ্রহণ নিশ্চিত করতে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে আইসিসি। একই সঙ্গে বোর্ডের উত্থাপিত নিরাপত্তা-সংক্রান্ত বিষয়গুলো সমাধানে বিসিবির সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। আইসিসির পক্ষ থেকে জানানো হয়েছে, টুর্নামেন্টের সার্বিক নিরাপত্তা পরিকল্পনায় বিসিবির মতামত ও পরামর্শকে গুরুত্বের সঙ্গে বিবেচনায় নেওয়া হবে।

বিসিবি আরও জানায়, সম্প্রতি কিছু গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়েছিল এই ইস্যুতে নাকি আইসিসি বিসিবিকে চূড়ান্ত সতর্কবার্তা বা আলটিমেটাম দিয়েছে। তবে বোর্ড স্পষ্টভাবে জানিয়েছে, এসব দাবি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন এবং আইসিসির সঙ্গে বিসিবির প্রকৃত যোগাযোগের সঙ্গে কোনোভাবেই সামঞ্জস্যপূর্ণ নয়।

বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ ক্রিকেট বোর্ড আইসিসি ও সংশ্লিষ্ট ইভেন্ট কর্তৃপক্ষের সঙ্গে পেশাদার, সহযোগিতামূলক ও গঠনমূলক আলোচনার ধারাবাহিকতা বজায় রাখবে, যাতে বাস্তবসম্মত ও সৌহার্দ্যপূর্ণ সমাধানে পৌঁছানো যায় এবং টুর্নামেন্টে দলের অংশগ্রহণ নির্বিঘ্নভাবে সম্পন্ন হয়।

একই সঙ্গে বিসিবি পুনর্ব্যক্ত করেছে, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নিরাপত্তা, সুরক্ষা ও সামগ্রিক কল্যাণ নিশ্চিত করাই বোর্ডের সর্বোচ্চ অগ্রাধিকার।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

খেলাধুলা এর অন্যান্য সংবাদ