ঢাকা, বুধবার, ৭ জানুয়ারি ২০২৬, ২৩ পৌষ ১৪৩২
বিনা খরচে অক্সফোর্ড পড়ার স্বপ্ন পূরণ: আবেদন প্রক্রিয়া ও খুঁটিনাটি
ডুয়া ডেস্ক: বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুযোগ অনেক শিক্ষার্থীর আজীবনের স্বপ্ন। তবে বিশাল শিক্ষা ব্যয়ের কারণে অনেকেই এই স্বপ্ন পূরণ করতে পারেন না। এমন শিক্ষার্থীদের জন্য প্রতিবছর বিনা খরচে স্নাতকোত্তর ও পিএইচডি করার সুযোগ নিয়ে আসে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের মর্যাদাপূর্ণ ‘ক্ল্যারেন্ডন স্কলারশিপ’ (Clarendon Scholarship)। ২০২৬ শিক্ষাবর্ষে মেধা ও প্রতিভার ভিত্তিতে বাংলাদেশসহ বিশ্বের সব দেশের শিক্ষার্থীদের এই স্কলারশিপ প্রদান করা হচ্ছে।
২০০১ সাল থেকে আন্তর্জাতিক শিক্ষার্থীদের আর্থিক সহায়তা দিতে ক্ল্যারেন্ডন ফান্ডের যাত্রা শুরু হয়। এটি যুক্তরাজ্যের অন্যতম প্রতিযোগিতামূলক ও মর্যাদাপূর্ণ স্কলারশিপ প্রোগ্রাম। প্রতিবছর প্রায় ২০০টিরও বেশি ফুল-ফান্ডেড স্কলারশিপ প্রদান করা হয়। শিক্ষার্থীরা স্নাতকোত্তর ও ডি-ফিল (পিএইচডি) প্রোগ্রামের বিভিন্ন বিষয়ে এই সুবিধার আওতায় অক্সফোর্ডে অধ্যয়ন করতে পারেন।
আবেদনের যোগ্যতা: ১. আবেদনকারীকে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রিধারী হতে হবে।
২. একাডেমিক ফলাফল অত্যন্ত ভালো হতে হবে (উচ্চ সিজিপিএ প্রত্যাশিত)।
৩. যেকোনো বিষয়ের শিক্ষার্থীরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন।
৪. ইংরেজি ভাষায় দক্ষতার প্রমাণ হিসেবে আইইএলটিএস (IELTS) বা টোফেল (TOEFL) স্কোর থাকতে হবে।
৫. আবেদনকারীকে অবশ্যই অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ফুলটাইম বা পার্টটাইম স্নাতকোত্তর অথবা পিএইচডি কোর্সে ভর্তির জন্য আবেদন করতে হবে।
সুযোগ-সুবিধা: ক্ল্যারেন্ডন স্কলারশিপের আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা নিম্নোক্ত সুবিধাসমূহ পাবেন:
সম্পূর্ণ টিউশন ফি: অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সম্পূর্ণ কোর্স ফি মওকুফ করা হয়।
লিভিং অ্যালাওয়েন্স: ফুলটাইম শিক্ষার্থীদের বার্ষিক জীবনযাত্রার খরচ বা স্টাইপেন্ড প্রদান করা হয় (যুক্তরাজ্যের নির্ধারিত ন্যূনতম মান অনুযায়ী)।
পার্টটাইম সুবিধা: পার্টটাইম শিক্ষার্থীদের জন্য টিউশন ফি ও একাডেমিক খরচে বিশেষ সহায়তা দেওয়া হয়।
নেটওয়ার্কিং: নির্বাচিত শিক্ষার্থীরা ‘Clarendon Scholars’ Association’-এ যুক্ত হওয়ার মাধ্যমে আন্তর্জাতিক নেটওয়ার্কিংয়ের সুযোগ পান।
প্রয়োজনীয় নথিপত্র:
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অনলাইন ভর্তি ফরম।
একাডেমিক ট্রান্সক্রিপ্ট ও সার্টিফিকেট।
পার্সোনাল স্টেটমেন্ট (Personal Statement)।
রিসার্চ প্রপোজাল (গবেষণাভিত্তিক কোর্সের ক্ষেত্রে)।
ইংরেজি ভাষাদক্ষতার সনদ (IELTS/TOEFL)।
রেকমেন্ডেশন লেটার (Recommendation Letter)।
আবেদন প্রক্রিয়া:
ক্ল্যারেন্ডন স্কলারশিপের সবচেয়ে বড় সুবিধা হলো—এর জন্য আলাদাভাবে কোনো আবেদন করার প্রয়োজন হয় না। ডিসেম্বর থেকে জানুয়ারির মধ্যে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত স্নাতকোত্তর বা পিএইচডি প্রোগ্রামে আবেদন করলেই ওই শিক্ষার্থী স্বয়ংক্রিয়ভাবে স্কলারশিপের জন্য বিবেচিত হবেন। পরবর্তীতে শর্টলিস্ট করা শিক্ষার্থীদের ই-মেইলের মাধ্যমে বিস্তারিত জানানো হয়। কোর্সভেদে আবেদনের সময়সীমা ভিন্ন হতে পারে, তাই অক্সফোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট থেকে বিস্তারিত জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- রাজশাহী ওয়ারিয়র্স বনাম রংপুর রাইডার্স: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- ঢাকা ক্যাপিটালস বনাম সিলেট টাইটান্স: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- চলছে ঢাকা বনাম চট্টগ্রামের ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- জগন্নাথ বিশ্ববিদ্যালয়‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- সিলেটে মুখোমুখি সিলেট টাইটান্স ও রংপুর রাইডার্স-দেখুন সরাসরি (LIVE)
- সিলেট বনাম চট্টগ্রামের খেলা চলছে: ম্যাচটি সরাসরি দেখুন( LIVE)
- সিলেট টাইটান্স ও ঢাকা ক্যাপিটালসের খেলা শেষ-জেনে নিন ফলাফল
- চট্টগ্রাম বনাম রংপুরের ম্যাচটি শেষ: জানুন ফলাফল
- চট্টগ্রাম বনাম ঢাকা: ১০ উইকেটে বিশাল জয়-দেখুন ফলাফল
- ঢাকা ক্যাপিটালস বনাম নোয়াখালী এক্সপ্রেসের খেলা শেষ-দেখুন ফলাফল
- নোয়াখালী এক্সপ্রেস বনাম ঢাকা ক্যাপিটালস: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- ঢাবি ব্যবসায় শিক্ষা ইউনিটের ফল প্রকাশ, প্রথম হলেন যারা
- সিলেট বনাম রংপুর: ৬ উইকেটে বিশাল জয়-দেখুন ফলাফল
- নোয়াখালী বনাম সিলেটের জমজমাট ম্যাচটি শেষ: দেখে নিন ফলাফল
- ইপিএস প্রকাশ করেছে অলটেক্স ইন্ডাস্ট্রিজ