ঢাকা, বৃহস্পতিবার, ১ জানুয়ারি ২০২৬, ১৭ পৌষ ১৪৩২

সর্বসাধারণের জন্য উন্মুক্ত হলো শহীদ জিয়া ও খালেদা জিয়ার সমাধিস্থল

২০২৬ জানুয়ারি ০১ ১৮:৫৪:১৫

সর্বসাধারণের জন্য উন্মুক্ত হলো শহীদ জিয়া ও খালেদা জিয়ার সমাধিস্থল

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সদ্য প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) সন্ধ্যার দিকে রাজধানীর শেরে বাংলা নগরের জিয়া উদ্যানে গিয়ে তিনি এই শ্রদ্ধা নিবেদন করেন।

গাড়ি থেকে নেমে মির্জা ফখরুল তাঁর রাজনৈতিক অভিভাবক শহীদ জিয়া এবং প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার কবরের পাশে বেশ কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন। এরপর তিনি মরহুমদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন। কবর জিয়ারত শেষে সমাধিস্থল থেকে বের হয়ে সাংবাদিকদের সঙ্গে কোনো কথা না বলেই তিনি স্থান ত্যাগ করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন একান্ত সহকারী ইউনূছ আলী।

এদিকে, রাষ্ট্রীয় মর্যাদায় গতকাল বুধবার বিকেলে বেগম খালেদা জিয়াকে তাঁর স্বামী জিয়াউর রহমানের কবরের পাশেই সমাহিত করা হয়। দাফন কাজের জন্য একদিন বন্ধ থাকার পর আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে শেরে বাংলা নগরের সমাধিস্থলটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।

খবর পেয়ে সকাল থেকেই প্রিয় নেত্রীকে শেষ শ্রদ্ধা জানাতে সারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরা ভিড় করতে থাকেন। এক পর্যায়ে বিজয় সরণি এলাকায় মানুষের ঢল নামে। শুরুতে নিরাপত্তার কারণে প্রবেশপথে কড়াকড়ি থাকলেও দুপুর ১২টার পর সাধারণ মানুষ ও নেতাকর্মীরা ভেতরে প্রবেশের সুযোগ পান। তারা পুষ্পস্তবক অর্পণের পাশাপাশি প্রিয় নেত্রীর বিদেহী আত্মার শান্তি কামনায় মোনাজাত করেন।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত