ঢাকা, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫, ১৭ পৌষ ১৪৩২

ডা. শফিকুর রহমান

'আমরা অন্তত পাঁচ বছরের জন্য একটি স্থিতিশীল দেশ চাই'

২০২৫ ডিসেম্বর ৩১ ২২:১১:১৫

'আমরা অন্তত পাঁচ বছরের জন্য একটি স্থিতিশীল দেশ চাই'

আন্তর্জাতিক ডেস্ক: আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর দেশকে অন্তত পাঁচ বছর স্থিতিশীল রাখতে ‘জাতীয় ঐক্যের সরকার’ গঠনে জামায়াতে ইসলামী প্রস্তুত বলে জানিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান।

বুধবার (৩১ ডিসেম্বর) ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এই রাজনৈতিক আগ্রহের কথা জানান।

সাক্ষাৎকারে ডা. শফিকুর রহমান বলেন, “আমরা অন্তত পাঁচ বছরের জন্য একটি স্থিতিশীল দেশ চাই। যদি রাজনৈতিক দলগুলো ঐকমত্যে পৌঁছায়, তবে আমরা একসঙ্গে সরকার পরিচালনায় অংশ নিতে প্রস্তুত।” তিনি জানান, ইতোমধ্যে কয়েকটি দলের সঙ্গে এই বিষয়ে প্রাথমিক আলোচনাও হয়েছে। জামায়াত আমিরের মতে, যেকোনো ঐক্যবদ্ধ সরকারের প্রধান লক্ষ্য হওয়া উচিত দুর্নীতিবিরোধী কর্মসূচি।

প্রধানমন্ত্রী পদের প্রার্থী হওয়া প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচনে সবচেয়ে বেশি আসন জয়ী দল থেকেই প্রধানমন্ত্রী নির্বাচিত হবেন। যদি জামায়াত সংখ্যাগরিষ্ঠতা পায়, তবে কে প্রধানমন্ত্রী হবেন সেই সিদ্ধান্ত দলই নেবে। সাম্প্রতিক বিভিন্ন জনমত জরিপ অনুযায়ী, দীর্ঘ ১৭ বছর পর মূলধারার রাজনীতিতে ফেরা জামায়াতে ইসলামী নির্বাচনে দ্বিতীয় শীর্ষ দল হওয়ার সম্ভাবনা রয়েছে।

ভারতের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন প্রসঙ্গে জামায়াত আমির জানান, শেখ হাসিনার ভারতে অবস্থান দুই দেশের সম্পর্কে উদ্বেগের সৃষ্টি করেছে। তবে তিনি ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন। এ সময় তিনি প্রকাশ করেন যে, চলতি বছরের শুরুর দিকে একজন ভারতীয় কূটনীতিকের সঙ্গে তাঁর ‘গোপন’ বৈঠক হয়েছিল। ওই কূটনীতিক বৈঠকটি গোপন রাখার অনুরোধ জানিয়েছিলেন বলে তিনি উল্লেখ করেন। পাকিস্তানের সঙ্গে সম্পর্ক নিয়ে তিনি বলেন, জামায়াত কোনো নির্দিষ্ট দেশের দিকে ঝুঁকতে আগ্রহী নয়, বরং সবার সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চায়।

অভ্যন্তরীণ রাজনীতি ও রাষ্ট্রপতি প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, জামায়াতকে অন্তর্ভুক্ত করে কোনো সরকার গঠিত হলে তারা রাষ্ট্রপতি মো. শাহাবুদ্দিনকে নিয়ে ‘স্বস্তিবোধ’ করবে না। উল্লেখ্য, বর্তমান রাষ্ট্রপতি নিজেও পূর্বে মেয়াদ শেষ হওয়ার আগেই পদত্যাগ করার ইচ্ছা প্রকাশ করেছিলেন। তবে রয়টার্সের পক্ষ থেকে রাষ্ট্রপতির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এই বিষয়ে কোনো মন্তব্য করে পরিস্থিতি আর জটিল করতে চান না বলে জানিয়েছেন।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

দেশের বাজারে ফের কমলো স্বর্ণের দাম

দেশের বাজারে ফের কমলো স্বর্ণের দাম

নিজস্ব প্রতিবেদক: ইংরেজি নববর্ষ ২০২৬-এর প্রথম দিন থেকেই দেশের বাজারে স্বর্ণের দাম আরও কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।... বিস্তারিত