ঢাকা, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫, ১৫ পৌষ ১৪৩২

নির্বাচনকে কেন্দ্র করে সীমান্ত দিয়ে অবৈধ অস্ত্র ঢুকছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

২০২৫ ডিসেম্বর ২৯ ১৫:১৪:০৪

নির্বাচনকে কেন্দ্র করে সীমান্ত দিয়ে অবৈধ অস্ত্র ঢুকছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সীমান্ত দিয়ে দেশে অবৈধ অস্ত্র প্রবেশ করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

সোমবার (২৯ ডিসেম্বর) সকালে পিলখানায় বিজিবি সদর দপ্তরে 'বিজিবি দিবস-২০২৫' উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য নিশ্চিত করেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, "নির্বাচনকে টার্গেট করে দু-চারটি অবৈধ অস্ত্র যে ঢুকছে না তা আমি বলব না। অস্ত্র ঢুকছে এবং আমাদের বাহিনী সেগুলো ধরছেও। প্রতিদিন গড়ে একটি-দুটি করে অবৈধ অস্ত্র উদ্ধার করা হচ্ছে। অস্ত্র চোরাচালানের ক্ষেত্রে কাউকে কোনো ধরনের ছাড় দেওয়া হচ্ছে না।"

নির্বাচনের নিরাপত্তা প্রস্তুতি সম্পর্কে তিনি জানান, জাতীয় নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সব ধরনের ব্যবস্থা নিচ্ছে। বিশেষ করে সীমান্তে কড়াকড়ি আরোপের পাশাপাশি নির্বাচনে প্রায় ৩৫ হাজার বিজিবি সদস্য মোতায়েন করার পরিকল্পনা রয়েছে। নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই উল্লেখ করে তিনি বলেন, "ফ্যাসিস্টরা সবসময়ই বাধা দেওয়ার চেষ্টা করবে। তবে সাধারণ মানুষের সহযোগিতা থাকলে নির্বাচন অবশ্যই উৎসবমুখর হবে।"

শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের আসামিদের গ্রেপ্তার নিয়ে মেঘালয় পুলিশের ভিন্নধর্মী দাবির বিষয়ে প্রশ্ন করা হলে উপদেষ্টা ডিবি (ডিটেকটিভ ব্রাঞ্চ) থেকে দেওয়া রাতের বিবৃতির তথ্য পর্যালোচনার পরামর্শ দেন। এছাড়া কেরানীগঞ্জের মাদরাসায় বিস্ফোরণের ঘটনায় প্রধান অভিযুক্ত পলাতক থাকলেও তার সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে বলে তিনি জানান।

এর আগে, বিজিবিতে কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ ৭২ জন সদস্যকে বিভিন্ন ক্যাটাগরিতে পদক পরিয়ে দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। পদকপ্রাপ্তদের মধ্যে রয়েছেন বিজিবিএম পদক ১২ জন, পিবিজিএম ২৪ জন, বিজিবিএমএস ১২ জন এবং পিবিজিএমএস পদক ২৪ জন। পদক প্রদান শেষে তিনি বিজিবির খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারকে সংবর্ধনা ও উপহার সামগ্রী প্রদান করেন। অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি এবং বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী উপস্থিত ছিলেন।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত