ঢাকা, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫, ১৫ পৌষ ১৪৩২
খালেদা জিয়ার আসনে বিএনপির আরও ৩ নেতার মনোনয়ন সংগ্রহ
নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমার শেষ দিনে ফেনী-১ (ছাগলনাইয়া, ফুলগাজী ও পরশুরাম) আসনটি নিয়ে ব্যাপক রাজনৈতিক কৌতূহল সৃষ্টি হয়েছে। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার এই ঐতিহ্যবাহী আসনটি থেকে তিনি নিজে ছাড়াও দলটির আরও তিন নেতা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
সোমবার (২৯ ডিসেম্বর) সকালে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় জানায়, ফেনী-১ আসন থেকে এখন পর্যন্ত মোট ১৩ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বিএনপির পক্ষে বেগম খালেদা জিয়া ছাড়াও মনোনয়নপত্র নিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু, ফেনী জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি হাবিবুর রহমান নান্টু এবং তাঁর ছেলে মজুমদার আরিফুর রহমান।
একই আসন থেকে অন্য দলের প্রার্থীদের মধ্যে রয়েছেন— এস এম কামাল উদ্দিন (জামায়াতে ইসলামী), কাজী গোলাম কিবরিয়া (ইসলামী আন্দোলন বাংলাদেশ), মোতাহের হোসেন চৌধুরী (জাতীয় পার্টি), মাহবুব মোর্শেদ মজুমদার (গণমুক্তি জোট), মোহাম্মদ নাজমুল আলম (খেলাফত মজলিস) প্রমুখ। এ ছাড়া একজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে নিজাম উদ্দিন ভূঞাও মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
বেগম খালেদা জিয়ার আসনে বিএনপির আরও তিন নেতার মনোনয়ন সংগ্রহের বিষয়টি নিয়ে দলের ভেতরে-বাইরে ব্যাপক আলোচনা চলছে। এ বিষয়ে ফেনী জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল বিস্ময় প্রকাশ করে বলেন, "যেখানে ম্যাডাম নিজে প্রার্থী হচ্ছেন, সেখানে দলের অন্য নেতাদের মনোনয়ন নেওয়ার দুঃসাহস দেখানো ঠিক হয়নি। কেউ দলীয় শৃঙ্খলা ভঙ্গ করলে অবশ্যই দল ব্যবস্থা নেবে।"
জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মনিরা হক জানিয়েছেন, আজ সোমবার বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়ার সুযোগ রয়েছে। এরপর যাচাই-বাছাই ও অন্যান্য নির্বাচনী প্রক্রিয়া শুরু হবে। উল্লেখ্য, ফেনী-১ আসনে মোট ৩ লাখ ৮১ হাজার ১৬২ জন ভোটার রয়েছেন এবং ভোটকেন্দ্র নির্ধারণ করা হয়েছে ১২১টি।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে চট্টগ্রাম বনাম নোয়াখালীর ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- বিপিএল ২০২৬: সিলেট বনাম রাজশাহী-খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- নোয়াখালী বনাম চট্টগ্রাম: জমজমাট ম্যাচটি শেষ-জেনে নিন ফলাফল
- চলছে সিলেট বনাম নোয়াখালীর ম্যাচ: দেখুন সরাসরি (LIVE)
- ঢাকা ক্যাপিটালস বনাম রাজশাহী ওয়ারিয়র্স: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- আজ সিলেট বনাম রাজশাহীর ম্যাচ: সরাসরি দেখার উপায়-সময়সূচি
- রাজশাহী ওয়ারিয়র্স বনাম সিলেট টাইটান্স: জমজমাট খেলাটি শেষ-জানুন ফলাফল
- ২০২৬ বিপিএল: কবে, কখন, কোথায়-জানুন পূর্ণাঙ্গ সময়সূচি
- দুবাই ক্যাপিটালস বনাম এমআই ইমিরেটস-খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- জায়ান্টস বনাম এমিরেটস: বোলিংয়ে সাকিব-দেখুন সরাসরি (LIVE)
- আবু ধাবি নাইট রাইডার্স বনাম শারজাহ ওয়ারিয়র্জ: বোলিংয়ে তাসকিন-দেখুন সরাসরি (LIVE)
- কিছুক্ষণ পর চট্টগ্রাম বনাম নোয়াখালীর ম্যাচ: সরাসরি দেখবেন যেভাবে
- শারজাহ ওয়ারিয়র্স বনাম দুবাই ক্যাপিটালস: ব্যাটিংয়ে মুস্তাফিজরা-সরাসরি দেখুন
- ঢাকা বনাম রাজশাহীর ম্যাচ চলছে: ব্যাটিংয়ে ক্যাপিটালস, দেখুন সরাসরি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফল প্রকাশ-ফলাফল দেখবেন যেভাবে