ঢাকা, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫, ১৪ পৌষ ১৪৩২

নিরপেক্ষ নির্বাচনের দাবি জি এম কাদেরের

২০২৫ ডিসেম্বর ২৮ ২১:১৮:৪৫

নিরপেক্ষ নির্বাচনের দাবি জি এম কাদেরের

নিজস্ব প্রতিবেদক: জাতীয় পার্টির (জাপা) শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত রংপুরে দলীয় অবস্থান আরও দৃঢ় করতে তিন দিনের কর্মসূচি নিয়ে মাঠে নেমেছেন দলের চেয়ারম্যান ও রংপুর-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী গোলাম মোহাম্মদ কাদের (জি এম কাদের)। সফরের শুরুতেই তিনি সমসাময়িক রাজনীতি, নির্বাচন কমিশনের ভূমিকা এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে নিজের অবস্থান স্পষ্ট করেছেন।

রোববার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় রংপুর নগরীর সেনপাড়ায় স্কাই ভিউতে স্থানীয় ও জাতীয় গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে জি এম কাদের বলেন, দেশের মানুষ একটি শান্তিপূর্ণ, অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচন চায়। তার মতে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাম্প্রতিক বক্তব্য দেশের রাজনৈতিক পরিবেশকে কিছুটা স্থিতিশীল করেছে এবং রাজনীতিতে ইতিবাচক বার্তা দিয়েছে।

এ সময় জাতীয় পার্টির চেয়ারম্যান অভিযোগ করেন, দীর্ঘদিন ধরেই তার দল সরকারের কাছ থেকে বৈষম্যমূলক আচরণের শিকার। তিনি বলেন, জাতীয় পার্টি সমান রাজনৈতিক অধিকার প্রত্যাশা করলেও বাস্তবে ধারাবাহিকভাবে দলটির সঙ্গে বিমাতাসুলভ আচরণ করা হচ্ছে। পাশাপাশি নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও তিনি অসন্তোষ প্রকাশ করেন।

মনোনয়ন ফরম নিয়েও উদ্বেগের কথা জানান জি এম কাদের। তার দাবি, বর্তমান ফরমের কারণে দুই-একজন প্রার্থী বাদ পড়ার ঝুঁকি রয়েছে। তিনি আরও বলেন, জাতীয় পার্টির তিনজন প্রার্থী জেল থেকেই নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন, যারা এর আগে একাধিক মিথ্যা মামলার শিকার হয়েছেন। নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তুলে তিনি মন্তব্য করেন, কমিশনের ভেতরে একটি বিশেষ রাজনৈতিক ‘ফোবিয়া’ কাজ করছে বলে মনে হচ্ছে।

নির্বাচন নিয়ে নিজের দৃঢ় অবস্থানের কথা তুলে ধরে জাপা চেয়ারম্যান বলেন, শেষ মুহূর্ত পর্যন্ত নির্বাচনের মাঠে থাকার চেষ্টা অব্যাহত থাকবে। তিনি আক্ষেপ করে বলেন, দুঃখজনকভাবে নির্বাচন কমিশনের সঙ্গে এ বিষয়ে কোনো কার্যকর আলোচনা হচ্ছে না।

তিন দিনের সফরে রংপুরে জি এম কাদেরের আগমনকে কেন্দ্র করে জাতীয় পার্টির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। দলীয় নেতাদের ধারণা, এই সফরের মাধ্যমে রংপুরে জাতীয় পার্টির সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী হবে।

এর আগে রোববার বিকেলে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছালে জি এম কাদেরকে উষ্ণ অভ্যর্থনা জানান দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও রংপুর মহানগর সভাপতি আলহাজ মো. মোস্তাফিজার রহমান মোস্তফা, নীলফামারী-৪ আসনের মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় সদস্যসচিব সাজ্জাদসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এ ছাড়া উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব হাজি আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক মো. লোকমান হোসেন, হাসানুজ্জামান নাজিম এবং সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো. জাহেদুল ইসলামসহ মহানগর ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ।

রংপুরে পৌঁছে জি এম কাদের নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং সংগঠনকে আরও শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, জাতীয় পার্টি জনগণের অধিকার আদায়ে আপসহীন ভূমিকা রেখে এসেছে এবং আসন্ন নির্বাচন সামনে রেখে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

সফরের বাকি সময়ে তিনি রংপুর মহানগর ও জেলার বিভিন্ন সাংগঠনিক সভা, নির্বাচনী প্রস্তুতি সভা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময়ে অংশ নেবেন। দলীয় নেতারা আশা করছেন, এই সফর জাতীয় পার্টির নেতাকর্মীদের নতুন উদ্যমে নির্বাচনী মাঠে সক্রিয় করবে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত