ঢাকা, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫, ১৪ পৌষ ১৪৩২

রাজনৈতিক অবস্থান নিয়ে যা জানালেন মাহফুজ আলম

২০২৫ ডিসেম্বর ২৮ ২০:৪৭:৩২

রাজনৈতিক অবস্থান নিয়ে যা জানালেন মাহফুজ আলম

নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-তে যুক্ত না হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন সাবেক উপদেষ্টা মাহফুজ আলম। তিনি জানিয়েছেন, গত দেড় বছর ধরে পরামর্শ, দিকনির্দেশনা ও নীতিনির্ধারণী পর্যায়ে সহযোগিতা করলেও বর্তমান বাস্তবতায় নিজের দীর্ঘদিনের রাজনৈতিক অবস্থান বজায় রাখাকেই তিনি বেশি গুরুত্বপূর্ণ মনে করছেন। রোববার (২৮ ডিসেম্বর) নিজের ফেসবুক পোস্টে এ সিদ্ধান্তের কথা জানান তিনি।

‘আমার রাজনৈতিক অবস্থান’ শিরোনামে দেওয়া পোস্টে মাহফুজ আলম লিখেছেন, জুলাই আন্দোলনের সম্মুখসারির নেতৃত্বে নাগরিক কমিটি ও এনসিপি সংগঠিত হয়েছিল। এ দুটি সংগঠনে তার জুলাই সহযোদ্ধারা থাকায় তিনি গত দেড় বছরে প্রয়োজন অনুযায়ী পরামর্শ, নির্দেশনা ও নীতিগত সহায়তা দিয়ে এসেছেন।

তিনি বলেন, নতুন রাজনৈতিক-অর্থনৈতিক বন্দোবস্ত, ফ্যাসিবাদের বিরুদ্ধে সাংস্কৃতিক লড়াই, সামাজিক ফ্যাসিবাদ মোকাবিলা, রিকনসিলিয়েশন এবং দায়-দরদের সমাজ গঠনের মতো বিষয়গুলো তিনি ধারাবাহিকভাবে তুলে ধরেছেন। তার সহযোদ্ধারাও এনসিপি ও নাগরিক কমিটি থেকে এসব কথা বলেছেন। তবে এনসিপিকে একটি বৃহৎ ‘জুলাই আম্ব্রেলা’ হিসেবে স্বতন্ত্রভাবে দাঁড় করানোর চেষ্টা সফল হয়নি বলে তিনি উল্লেখ করেন।

মাহফুজ আলম আরও লেখেন, বিদ্যমান বাস্তবতায় তার জুলাই সহযোদ্ধাদের প্রতি সম্মান, স্নেহ ও বন্ধুত্ব অটুট থাকবে। তবে তিনি এনসিপির অংশ হচ্ছেন না। জামায়াত-এনসিপি জোট থেকে তাকে প্রস্তাব দেওয়া হয়নি এমন দাবি সঠিক নয় বলেও উল্লেখ করেন তিনি। তবে ঢাকার কোনো আসন থেকে ওই জোটের প্রার্থী হওয়ার চেয়ে নিজের দীর্ঘদিনের রাজনৈতিক অবস্থান ধরে রাখাই তার কাছে বেশি গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, বর্তমান সময়কে তিনি বাংলাদেশের জন্য এক ধরনের ‘শীতল যুদ্ধের’ পর্ব হিসেবে দেখছেন। এই পর্যায়ে কোনো পক্ষ না নিয়ে নিজস্ব বক্তব্য ও নীতিতে অটল থাকাই শ্রেয় বলে তিনি মনে করেন। বিকল্প ও মধ্যপন্থী তরুণ কিংবা জুলাই শক্তির সম্ভাবনা এখনো শেষ হয়ে যায়নি বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

শেষাংশে মাহফুজ আলম জানান, গত দেড় বছরে যে নীতিতে তিনি বিশ্বাস রেখেছেন, তা রাজনৈতিক, সাংস্কৃতিক ও বুদ্ধিবৃত্তিক সব পথেই অব্যাহত রাখবেন। তার মতে, নতুন রাজনৈতিক-অর্থনৈতিক বন্দোবস্ত সম্ভব এবং বিকল্প তরুণ ও জুলাই শক্তির উত্থান সময়ের অপেক্ষা মাত্র।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত