ঢাকা, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫, ১৩ পৌষ ১৪৩২

নির্ধারিত সময়েই হবে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা

২০২৫ ডিসেম্বর ২৭ ১২:৫৯:১৬

নির্ধারিত সময়েই হবে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা

নিজস্ব প্রতিবেদক: সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের গুজব ছড়িয়ে পড়েছে। অনেক পেজ ও আইডি থেকে বলা হচ্ছে পরীক্ষা স্থগিত হয়েছে। তবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এসব গুজবকে সম্পূর্ণ মিথ্যা বলে জানিয়েছে। নির্ধারিত সময়সূচি অনুযায়ী পরীক্ষা আগামী ২ জানুয়ারি অনুষ্ঠিত হবে। আজ শনিবার (২৭ ডিসেম্বর) থেকে প্রার্থীরা প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন।

জানা গেছে, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আওতাধীন ‘হিসাব সহকারী’ পদের পরীক্ষা স্থগিত করা হয়েছে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগের কারণে। শুক্রবার (২৬ ডিসেম্বর) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রকাশ করা হয়। এ খবর ছড়িয়ে পড়ার পর শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত হয়েছে বলে গুজব ছড়িয়ে যায়, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা সৃষ্টি করে।

এর পরিপ্রেক্ষিতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর রাতেই নতুন এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০২৫ আগামী শুক্রবার (২ জানুয়ারি) সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। পরীক্ষার্থীদের সকাল ৯টার মধ্যে নিজ নিজ কেন্দ্রে উপস্থিত থাকতে হবে।

প্রার্থীদের আবেদনে উল্লেখিত মোবাইল নম্বরে ০১৫৫২-১৪৬০৫৬ নম্বর থেকে প্রবেশপত্র ডাউনলোডের জন্য এসএমএস প্রেরণ করা হবে। এছাড়া, আগামীকাল শনিবার (২৭ ডিসেম্বর) সকাল ১০টা থেকে admit.dpe.gov.bd ওয়েবসাইটে Username ও Password বা এসএসসির রোল, বোর্ড ও পাশের সন দিয়ে লগইন করে প্রবেশপত্র ডাউনলোড করে প্রিন্ট কপি সংগ্রহ করতে পারবেন।

পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীদের ডাউনলোডকৃত প্রবেশপত্রের রঙিন প্রিন্ট এবং জাতীয় পরিচয়পত্র (মূল এনআইডি/স্মার্টকার্ড) সঙ্গে আনতে হবে। ওএমআর শিট পূরণের নির্দেশাবলী ও অন্যান্য পরীক্ষাসংক্রান্ত তথ্যও প্রবেশপত্রে উল্লেখ থাকবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, পরীক্ষাকেন্দ্রে মোবাইল ফোন, বই, উত্তরপত্র, নোট, ক্যালকুলেটর, ব্যাগ, পার্স, হাতঘড়ি বা অন্যান্য ঘড়িজাতীয় বস্তু, ইলেকট্রনিক ডিভাইস বা যেকোনো ধরনের কমিউনিকেশন ডিভাইস সঙ্গে নিয়ে প্রবেশ করা সম্পূর্ণ নিষিদ্ধ। এতে অমান্যকারী পরীক্ষার্থীকে তাৎক্ষণিক বহিষ্কার করা হবে এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ‘হিসাব সহকারী’ পদের পরীক্ষা স্থগিত করা হয়েছিল। শুক্রবার বিকেল ৩টা থেকে ৪টা ২০ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, কিন্তু শুরু হওয়ার কিছুক্ষণ আগে পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়। পরীক্ষা স্থগিত হওয়ার ঘটনায় পরীক্ষার্থীরা বিপদে পড়েন।

প্রার্থীরা অভিযোগ করেছিলেন, প্রশ্নপত্র ফাঁস হয়ে গিয়েছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমেও তা ছড়িয়ে পড়েছে। এরপরই প্রাথমিক শিক্ষা অধিদপ্তর অফিসিয়াল বিজ্ঞপ্তিতে পরীক্ষা স্থগিত হওয়ার কথা ঘোষণা করে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত