ঢাকা, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫, ১৩ পৌষ ১৪৩২

১৪ বছর বয়সে ‘প্রধানমন্ত্রী বাল পুরস্কার’ পেলেন সূর্যবংশী

২০২৫ ডিসেম্বর ২৭ ১২:০০:২৫

১৪ বছর বয়সে ‘প্রধানমন্ত্রী বাল পুরস্কার’ পেলেন সূর্যবংশী

আন্তর্জাতিক ডেস্ক: ভারত সরকার ৫ থেকে ১৮ বছর বয়সীদের মধ্যে সাহসিকতা, শিল্প ও সংস্কৃতি, পরিবেশ, উদ্ভাবনী দক্ষতা, বিজ্ঞান ও প্রযুক্তি, সমাজসেবা এবং ক্রীড়া ক্ষেত্রে অসাধারণ পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে সর্বোচ্চ নাগরিক সম্মান ‘প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কার’ প্রদান করে। ক্রীড়াক্ষেত্রে অসাধারণ পারফরম্যান্সের জন্য এই সম্মান পেয়েছেন মাত্র ১৪ বছর বয়সি ক্রিকেটার সূর্যবংশী।

সূর্যবংশী ২০২৫ সালের পারফরম্যান্সের ভিত্তিতে এই পুরস্কার অর্জন করেছেন। ১৩ বছর বয়সেই তিনি আইপিএলের মেগা নিলামে জায়গা পেয়ে দলের হয়ে রেকর্ড গড়ে শুরু করেছিলেন। তার আইপিএল ক্যারিয়ার শুরু হয় ছক্কা মেরে, দ্বিতীয় ম্যাচেই তিনি ত্রেফুড়ে সেঞ্চুরি হাঁকান।

সূর্যবংশীর ব্যাট থেকে তারপর থেকে রানের ফোয়ারা থামেনি। তিনি যুব ওয়ানডের ইতিহাসে দ্রুততম সেঞ্চুরিয়ান হয়েছেন। গত জুলাইয়ে ইংল্যান্ড যুব দলের বিপক্ষে মাত্র ৫২ বলে সেঞ্চুরি হাঁকান। সেই ইনিংসে ৭৮ বলে ১৪৩ রান করে তিনি আগের রেকর্ডধারী পাকিস্তানের কামরান গুলামকে ছাড়িয়ে যান।

অন্যদিকে, এই ইনিংসের মাধ্যমে তিনি যুব ওয়ানডের ইতিহাসে কনিষ্ঠতম সেঞ্চুরিয়ান হিসেবে বিশ্ব রেকর্ড স্থাপন করেন। বয়স ছিল ১৪ বছর ১০০ দিন। আগের রেকর্ডটি বাংলাদেশের নাজমুল হোসেন শান্তের দখলে ছিল, যিনি ১৪ বছর ২৪১ দিনে যুব ওয়ানডেতে শতক করেছিলেন।

দুদিন আগে বিহারের হয়ে বিজয় হাজারে ট্রফিতে ৮৪ বলে ১৯০ রান করে সূর্যবংশী পুরুষদের লিস্ট ‘এ’ ক্রিকেটে সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান হন। ২০২৪ সালের ডিসেম্বরে মধ্যপ্রদেশের বিপক্ষে অভিষেকের পর এটি তার সপ্তম লিস্ট ‘এ’ ম্যাচ। ওই ম্যাচে মাত্র ৩৬ বলে সেঞ্চুরি হাঁকান এবং ৫৯ বলে ১৫০ রান পূর্ণ করেন, যা লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্রুততম ১৫০ রানের রেকর্ড।

সূর্যবংশী ও সহযোদ্ধা সাকিবুল গনির অসাধারণ পারফরম্যান্সে বিহার দল লিস্ট ‘এ’ ক্রিকেটে নতুন দলীয় রেকর্ডও গড়ে। আগে একমাত্র ২০২২ সালে তামিল নাডু বিজয় হাজারে ট্রফিতে ৫০৬ রান করেছিল, কিন্তু এবার সূর্যবংশী ও গনির তাণ্ডবে দলীয় সংগ্রহ দাঁড়িয়েছে ৫৭৪ রান।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত