ঢাকা, রবিবার, ৩ আগস্ট ২০২৫, ১৯ শ্রাবণ ১৪৩২

শিগগিরই যুক্তরাষ্ট্র সফরে যেতে পারেন নরেন্দ্র মোদি

ডুয়া নিউজ- আন্তর্জাতিক
২০২৫ ফেব্রুয়ারি ০৪ ১৩:৩০:০৬
শিগগিরই যুক্তরাষ্ট্র সফরে যেতে পারেন নরেন্দ্র মোদি

ডুয়া ডেস্ক: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শিগগিরই যুক্তরাষ্ট্র সফর করবেন বলে জানা গেছে। এ সফরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হয়নি। খবর ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

এনডিটিভির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, প্রধানমন্ত্রী মোদি সম্ভবত আগামী ১২ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রে পৌঁছাবেন। এটি ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে মোদির প্রথম সফর হবে। মোদির পরিকল্পনা অনুযায়ী তিনি তার দুই দিনের প্যারিস সফরের পর ওয়াশিংটন ডিসির উদ্দেশে রওনা দেবেন। তিনি ১০ ও ১১ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যাকশন শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ করতে প্যারিসে যাবেন।

মোদির যুক্তরাষ্ট্র সফর অভিবাসন এবং শুল্ক সংক্রান্ত বিষয় নিয়ে ট্রাম্পের দৃষ্টিভঙ্গির কারণে হতে পারে বলে গুঞ্জন চলছে। গত ২০ জানুয়ারি ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন এবং এর এক সপ্তাহ পর ২৭ জানুয়ারি মোদির সঙ্গে ফোনে কথা বলেন। ফোনালাপের সময় দুই নেতা বাণিজ্য, জ্বালানি এবং প্রতিরক্ষা ক্ষেত্রে ভারত-মার্কিন সহযোগিতা বৃদ্ধি ও “বিশ্বস্ত” অংশীদারিত্বের দিকে একসঙ্গে কাজ করার বিষয়ে সমঝোতা করেন।

উল্লেখ্য, মার্কিন সরকার নথিবিহীন ভারতীয় অভিবাসীদের ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে। সম্প্রতি একটি সি-১৭ উড়োজাহাজে ভারতীয় অভিবাসীদের যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো হয়েছে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

উত্তাল শিক্ষার্থীরা, অবরোধ মহাসড়ক

উত্তাল শিক্ষার্থীরা, অবরোধ মহাসড়ক

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস দ্রুত বাস্তবায়নের দাবিতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সাধারণ শিক্ষার্থী, শিক্ষক ও সচেতন নাগরিকরা একত্রিত হয়ে শাহজাদপুরের বিসিক বাসস্ট্যান্ড... বিস্তারিত