ঢাকা, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫, ১২ পৌষ ১৪৩২

প্রধান শিক্ষকদের নতুন স্কেলে যত টাকা বেতন পাবেন

২০২৫ ডিসেম্বর ২৫ ০৭:২৭:৩১

প্রধান শিক্ষকদের নতুন স্কেলে যত টাকা বেতন পাবেন

নিজস্ব প্রতিবেদক: দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের দীর্ঘদিনের দাবি পূরণ করে তাঁদের বেতন গ্রেড ১১তম থেকে ১০ম গ্রেডে উন্নীত করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। সম্প্রতি মন্ত্রণালয়ের বিদ্যালয়-২ শাখা থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে, যেখানে প্রধান শিক্ষকদের বর্তমান বেতন স্কেল ১২,৫০০-৩০,২৩০ টাকা (গ্রেড-১১) থেকে ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০) তথা দ্বিতীয় শ্রেণির গেজেটেড কর্মকর্তা হিসেবে উন্নীত করার ঘোষণা দেওয়া হয়েছে। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জারি করা এই আদেশ প্রজ্ঞাপনের তারিখ থেকেই কার্যকর হবে বলে জানানো হয়েছে।

নতুন এই সিদ্ধান্তের ফলে প্রধান শিক্ষকদের আর্থিক ও সামাজিক মর্যাদায় বড় পরিবর্তন আসবে। আগে ১১তম গ্রেডে তাঁদের মূল বেতন শুরু হতো ১২,৫০০ টাকা থেকে, যা এখন ১০ম গ্রেডে উন্নীত হওয়ার ফলে শুরু হবে ১৬,০০০ টাকা থেকে। জনপ্রশাসন মন্ত্রণালয়, অর্থ বিভাগ এবং প্রশাসনিক উন্নয়নসংক্রান্ত সচিব কমিটির পর্যায়ক্রমিক সম্মতি ও অনুমোদনের পর গত ১৫ ডিসেম্বর সই করা এই প্রজ্ঞাপনটি মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়। এর মাধ্যমে দেশের ৬৫,৫০২ জন প্রধান শিক্ষক সরাসরি উপকৃত হবেন।

প্রধান শিক্ষকদের এই প্রাপ্তির পেছনে রয়েছে দীর্ঘ আইনি লড়াই ও উচ্চ আদালতের রায়। আদালতের নির্দেশনা থাকা সত্ত্বেও ১০ম গ্রেড ও গেজেটেড পদমর্যাদার বিষয়টি দীর্ঘদিন ঝুলে ছিল। গত ২৮ অক্টোবর প্রথমে রিটকারী ৪৫ জন প্রধান শিক্ষকের গ্রেড উন্নীত করা হয় এবং পরবর্তীতে সকল প্রধান শিক্ষকের জন্য এই প্রক্রিয়া শুরু করা হয়, যার চূড়ান্ত বাস্তবায়ন ঘটল এই প্রজ্ঞাপনের মাধ্যমে। এই সিদ্ধান্ত প্রাথমিক শিক্ষা খাতের শিক্ষকদের দীর্ঘদিনের অসন্তোষ নিরসনে সহায়ক হবে বলে মনে করা হচ্ছে।

এদিকে সহকারী শিক্ষকরাও তাঁদের বেতন গ্রেড উন্নীত করার দাবি জানিয়ে আসছেন। বর্তমানে তাঁরা ১৩তম গ্রেডে (শুরুর মূল বেতন ১১,০০০ টাকা) কর্মরত থাকলেও তাঁদের দাবি অন্তত ১১তম গ্রেডে উন্নীত করা। সরকার জানিয়েছে, সহকারী শিক্ষকদের বেতন গ্রেড সংক্রান্ত প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রস্তাবটি বর্তমানে জাতীয় বেতন কমিশনের বিবেচনাধীন রয়েছে। কমিশনের সুপারিশ পাওয়ার পর অর্থ বিভাগ এ বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।

উল্লেখ্য, বর্তমানে সারা দেশে ৬৫,৫৬৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক কোটির বেশি শিক্ষার্থী পড়াশোনা করছে। এসব বিদ্যালয়ে অনুমোদিত ৩,৬৯,২১৬টি সহকারী শিক্ষক পদের বিপরীতে বর্তমানে ৩,৫২,২০৮ জন শিক্ষক কর্মরত আছেন। প্রধান শিক্ষকদের পদমর্যাদা বৃদ্ধি এবং সহকারী শিক্ষকদের বেতন সংক্রান্ত প্রস্তাবনা—সব মিলিয়ে দেশের পৌনে চার লাখ প্রাথমিক শিক্ষকের পেশাগত মানোন্নয়নে সরকার কাজ করছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এএসএম/

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত