ঢাকা, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫, ৯ পৌষ ১৪৩২

প্রকাশিত হলো ২০২৬ সালের এসএসসি পরীক্ষার কেন্দ্র তালিকা

২০২৫ ডিসেম্বর ২৩ ১৬:৪৪:৩২

প্রকাশিত হলো ২০২৬ সালের এসএসসি পরীক্ষার কেন্দ্র তালিকা

নিজস্ব প্রতিবেদক: ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বোর্ডের ওয়েবসাইটে আনুষ্ঠানিকভাবে এই তালিকা প্রকাশ করা হয়। একইসঙ্গে কেন্দ্র সংক্রান্ত কোনো আপত্তি থাকলে তা জানানোর জন্য একটি নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়েছে বোর্ড কর্তৃপক্ষ।

ঢাকা শিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রকাশিত কেন্দ্র তালিকা নিয়ে কোনো শিক্ষা প্রতিষ্ঠান বা সংশ্লিষ্ট কারো আপত্তি থাকলে আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে লিখিতভাবে জানাতে হবে। এই আবেদন সরাসরি ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরে জমা দিতে হবে।

বোর্ড কর্তৃপক্ষ স্পষ্টভাবে জানিয়েছে যে, ৩১ ডিসেম্বরের পর কেন্দ্র সংক্রান্ত আর কোনো আবেদন বা আপত্তি গ্রহণ করা হবে না। এই নির্দেশনা ঢাকা শিক্ষা বোর্ডের আওতাধীন সকল সরকারি ও বেসরকারি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও অধ্যক্ষদের অবগতির জন্য পাঠানো হয়েছে। শিক্ষার্থী ও অভিভাবকরা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট থেকে বিস্তারিত তালিকা দেখে নিতে পারবেন।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

শিক্ষা এর অন্যান্য সংবাদ