ঢাকা, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫, ৯ পৌষ ১৪৩২
এমপিও শিক্ষকদের বেতন-বিল নিয়ে মাউশির জরুরি নির্দেশনা
নিজস্ব প্রতিবেদক: সরকারি স্কুল-কলেজের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ডিসেম্বর মাসের বেতন-বিল সাবমিট করার বিষয়ে নতুন নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। আগামীকালের (২৪ ডিসেম্বর) মধ্যে ইএমআইএস (EMIS) সিস্টেমের মাধ্যমে এই বিল সাবমিট সম্পন্ন করতে সকল শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানকে নির্দেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) মাউশির পরিচালক (কলেজ ও প্রশাসন) অধ্যাপক বি এম আব্দুল হান্নান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, চলতি বছরের ১ জানুয়ারি হতে ইএফটির (EFT) মাধ্যমে শিক্ষক-কর্মচারীদের এমপিওর অর্থ সরাসরি তাদের ব্যাংক হিসেবে পাঠানো হচ্ছে। আগস্ট মাস থেকে এই প্রক্রিয়ায় প্রতিষ্ঠান প্রধানদের মাধ্যমে অনলাইনে বিল সাবমিটের নিয়ম যুক্ত করা হয়েছে।
নির্দেশনা অনুযায়ী, প্রতিষ্ঠান প্রধানরা তাদের নির্ধারিত আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে ইএমআইএস সিস্টেমের ‘এমপিও-ইএফটি’ মডিউলে লগ-ইন করে প্রতিটি শিক্ষক-কর্মচারীর জন্য আলাদাভাবে বিধিমোতাবেক প্রাপ্য অর্থ নির্ধারণ করে বিল সাবমিট করবেন। কোনো শিক্ষক-কর্মচারী যদি মৃত্যুবরণ করেন বা পদত্যাগ করেন, তবে সংশ্লিষ্ট মাসে তাঁর প্রাপ্যতা অনুযায়ী বিল জমা দিতে হবে। এছাড়া সাময়িক বরখাস্ত, অনুমোদনহীন অনুপস্থিতি বা অন্য কোনো কারণে বেতন কর্তন বা বন্ধ করার প্রয়োজন হলেও তা বিল সাবমিট অপশনে উল্লেখ করতে হবে।
মাউশি বিশেষভাবে সতর্ক করে দিয়েছে যে, প্রতিষ্ঠান প্রধানের দাখিলকৃত তথ্যই চূড়ান্ত হিসেবে বিবেচিত হবে। ভুল তথ্যের কারণে কোনো অতিরিক্ত অর্থ প্রেরিত হলে বা কেউ বেতন বঞ্চিত হলে তার পূর্ণ দায়ভার সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানকে বহন করতে হবে। বর্তমানে শুধুমাত্র আইবাস (iBAS++) যাচাইয়ের মাধ্যমে প্রাপ্ত সঠিক তথ্যের ভিত্তিতে বিল সাবমিট অপশনটি সচল করা হয়েছে। যাদের তথ্যে ত্রুটি রয়েছে, তাদের তথ্য সংশোধন ও যাচাই সাপেক্ষে পরবর্তীতে এই সুযোগ দেওয়া হবে।
শর্ত অনুযায়ী, আগামী ২৪ ডিসেম্বরের (বুধবার) মধ্যেই ডিসেম্বর মাসের এমপিও বিল সাবমিট কার্যক্রম সম্পন্ন করতে হবে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: চলছে টি-২০ ম্যাচ-সরাসরি দেখুন এখানে (LIVE)
- কিছুক্ষণ পর ভারত বনাম দক্ষিণ আফ্রিকার টি-২০ ম্যাচ: সরাসরি দেখবেন যেভাবে
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: টি-টোয়েন্টি ম্যাচটি সরাসরি দেখুন (LIVE)
- আজ IPL নিলাম: জানুন সময়সূচি-সরাসরি দেখার উপায় (LIVE)
- IPL নিলাম ২০২৬: সরাসরি দেখুন এখানে (LIVE)
- বাংলাদেশ বনাম পাকিস্তান: ব্যাটিংয়ে বাংলাদেশ-খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- শনিবারের ঢাবি বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা স্থগিত
- IPL নিলাম ২০২৬: ৯.২ কোটিতে দল পেল মুস্তাফিজ-জানুন তাসকিনের অবস্থান
- চলছে IPL নিলাম ২০২৬: যে দামে বিক্রি হলেন মুস্তাফিজ
- ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি আর নেই
- আইপিএল নিলাম: দেখুন এখন পর্যন্ত দল পেলেন যারা-বাংলাদেশি ক্রিকেটারদের অবস্থান
- মেলবোর্ন স্টারস বনাম হোবার্ট হারিকেন্স: ব্যাটিংয়ে রিশাদরা-দেখুন সরাসরি (LIVE)
- ঢাবির বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা কবে? জানানো হলো নতুন তারিখ
- আবু ধাবি নাইট রাইডার্স বনাম শারজাহ ওয়ারিয়র্জ: বোলিংয়ে তাসকিন-দেখুন সরাসরি (LIVE)
- মেলবোর্ন স্টারস বনাম হোবার্ট হারিকেন: ম্যাচটি শেষ-দেখে নিন ফলাফল