ঢাকা, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫, ১১ পৌষ ১৪৩২

আগামীকাল স্মৃতিসৌধে বীর শহীদদের শ্রদ্ধা জানাবেন তারেক রহমান

২০২৫ ডিসেম্বর ২৫ ২১:২২:৫২

আগামীকাল স্মৃতিসৌধে বীর শহীদদের শ্রদ্ধা জানাবেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবন শেষে দেশে ফেরার পর প্রথম আনুষ্ঠানিক কর্মসূচি হিসেবে আগামীকাল শুক্রবার (২৬ ডিসেম্বর) সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাঁর এই আগমনকে কেন্দ্র করে স্মৃতিসৌধ ও আশপাশের এলাকায় চার স্তরের নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

দলীয় সূত্র মতে, শুক্রবার জুমার নামাজের পর তারেক রহমান প্রথমে রাজধানীর শেরেবাংলা নগরে তাঁর পিতা ও দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার জিয়ারত করবেন। সেখান থেকে তিনি সরাসরি সাভারের জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশে রওনা হবেন। সাভার-আশুলিয়া ও ঢাকা জেলা বিএনপির পক্ষ থেকে প্রিয় নেতাকে বরণ করতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। স্থানীয় নেতাদের দাবি, প্রিয় নেতাকে একনজর দেখতে সেখানে প্রায় এক লাখ নেতাকর্মী উপস্থিত হতে পারেন।

ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক, ক্রাইম অ্যান্ড অপস) আরাফাতুল ইসলাম জানিয়েছেন, তারেক রহমানের সফরকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পোশাকে ও সাদা পোশাকে পুলিশের একাধিক দল মোতায়েন থাকবে এবং ট্রাফিক ব্যবস্থাপনায় বিশেষ নজর দেওয়া হচ্ছে। জাতীয় স্মৃতিসৌধের গণপূর্ত বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, নিরাপত্তার স্বার্থে আগামীকাল সাধারণ দর্শনার্থীদের প্রবেশ উন্মুক্ত রাখা হবে কি না, সে বিষয়ে শুক্রবার সকালে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

উল্লেখ্য, আজ বৃহস্পতিবার দুপুরে সপরিবারে দেশে ফিরেছেন তারেক রহমান। বিকেলে বিশাল গণসংবর্ধনা সমাবেশে যোগ দেওয়ার পর সন্ধ্যায় তিনি এভারকেয়ার হাসপাতালে তাঁর অসুস্থ মা বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন। রাত সাড়ে ৮টার দিকে তিনি গুলশানের বাসভবনে পৌঁছান।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত