ঢাকা, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫, ৯ পৌষ ১৪৩২

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফল প্রকাশ-ফলাফল দেখবেন যেভাবে

২০২৫ ডিসেম্বর ২৩ ১৭:৩০:০৭

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফল প্রকাশ-ফলাফল দেখবেন যেভাবে

সরকার ফারাবী: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৪ সালের অনার্স ১ম বর্ষ পরীক্ষার ফলাফল আজ মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেল ৩টায় প্রকাশ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেটের অনুমোদনক্রমে এই ফলাফল ঘোষণা করা হয়। এ বছর গড় পাশের হার দাঁড়িয়েছে ৮৭.০৪ শতাংশ।

পরীক্ষার্থী ও কেন্দ্রের তথ্য

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, এবারের পরীক্ষায় সারা দেশের ৮৭৭টি কলেজের মোট ৪ লাখ ৪৩ হাজার ৭২৯ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এর মধ্যে নিয়মিত, অনিয়মিত এবং গ্রেড উন্নয়ন পরীক্ষার্থীরা অন্তর্ভুক্ত ছিলেন। সারাদেশের ৩৪৩টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।

ফলাফল দেখার পদ্ধতি

শিক্ষার্থীরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট এবং নির্দিষ্ট রেজাল্ট পোর্টাল থেকে ফলাফল সংগ্রহ করতে পারবেন:

nu.ac.bd

result.nu.ac.bd

কর্তৃপক্ষের বক্তব্য

জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক এনামুল করিম উপাচার্যের অনুমোদনক্রমে ফলাফল প্রকাশের বিষয়টি নিশ্চিত করেছেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, প্রকাশিত ফলাফলে কোনো ধরনের ভুল বা অসঙ্গতি পরিলক্ষিত হলে তা সংশোধন করার ক্ষমতা বিশ্ববিদ্যালয় সংরক্ষণ করে। প্রয়োজনে সম্পূর্ণ ফলাফল বাতিল করার অধিকারও কর্তৃপক্ষের রয়েছে

ট্যাগ: জাতীয় বিশ্ববিদ্যালয় NU Result Check honours 1st year result national university result honors 1st year result nu 1st year result অনার্স ১ম বর্ষের ফলাফল অনার্স ১ম বর্ষের রেজাল্ট ২০২৪ অনার্স ১ম বর্ষের রেজাল্ট ২০২৫ অনার্স রেজাল্ট দেখার নিয়ম জাতীয় বিশ্ববিদ্যালয় রেজাল্ট লিংক অনার্স পরীক্ষার খবর অনার্স ১ম বর্ষের পাশের হার এনইউ রেজাল্ট চেক অনার্স ১ম বর্ষের মার্কশিট জাতীয় বিশ্ববিদ্যালয় নোটিশ অনার্স রেজাল্ট ২০২৪ ডাউনলোড অনার্স ১ম বর্ষ ফলাফল আপডেট জাতীয় বিশ্ববিদ্যালয় পরীক্ষার রেজাল্ট বিএ বিএসএস বিএসসি অনার্স রেজাল্ট NU Honours 1st Year Result Honours 1st Year Result 2024 Honours 1st Year Result 2025 National University Result Link Honours 1st Year Pass Rate NU Exam Update Result.nu.ac.bd NU Honours 1st Year Marksheet NU Result 2025 Online National University Latest News Honours 1st Year Grading System NU Portal Result Check Honours Result by Roll Registration

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত